আমরা জাতীয় রাজনীতি বুঝি না।আমরা পেশাগত দাবি নিয়ে আন্দোলন করছি।

আজ যারা প্রেসক্লাবে মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের লক্ষ্যে অবস্থান ধর্মঘট পালন করছে, তাঁরা সরকার পতনের আন্দোলন করছেন না।তাদের সবাই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক। আমরা জাতীয় রাজনীতি বুঝিনা আমরা আমাদের পেশাগত নিয়ে আন্দোলন করছি তাঁরা কেউ জাতীয় রাজনীতি করে না।তাদের দাবি পেশাগত। তাদের পেশার মান উন্নয়ন করার জন্য, তাদের চাওয়া চাকরির নিরাপত্তা এবং সরকারি স্কুলের শিক্ষাকদের ন্যায় সকল প্রকার সুযোগ প্রাপ্তি। যার ফলে তারা যাতে তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে করতে পারে। এ পেশায় যেন মেধাবীরা আসার জন্য আগ্রহী হয়ে উঠে। আমরা শিক্ষক যেমন সমান পরিশ্রম করে সরকারি স্কুলের শিক্ষকদের সম বেতন চাই। সাথে সাথে কিন্তু সারা বাংলাদেশ মাধ্যমিক স্কুলের সকল শিক্ষার্থী বেতনে পড়ার সুযোগও চাই। এই কথাটা আমাদের শিক্ষা প্রশাসনের কর্তাব্যক্তিরা বুঝতে চান না।অনেক অভিভাবকও বুঝতে চান না।আমরা শুধু আমাদের অধিকারের কথা বলছি না।আমরা আমাদের প্রান প্রিয় শিক্ষার্থীদের অধিকারের কথা বলছি। আমরা আমাদের গরীব অভিভাবকদের কথা বলছি। সকল শিশু কিশোরকে শিক্ষার সমান সুযোগ দেওয়া আমাদের সংবিধান স্বীকৃত। যখন যে সরকারে আসবে তার কাছে আমাদের এ দাবি করতে হবে। আর সরকারে যারা আছেন তাঁরাও শপথ নিয়েছেন সংবিধান রক্ষার। আমরা জাতীয় রাজনীতি বুঝি না।আমরা পেশাগত দাবি নিয়ে আন্দোলন করছি। আমাদের মাঝে কিছু আছেন ঘোলা পানিতে মাছ শিকার করতে। আমাদের শিক্ষকদের কিছু নেতা, সরকারে যারা আছেন তাদের ভুল বুঝিয়ে বলেন প্রেসক্লাবে যারা আন্দোলন করছেন তারা সরকার বিরোধী। এই কথা মোটেই সত্য নয়।যারা এই কথা বলে তারা সুবিধা ভূগি দালাল। তাঁরা সরকারের সাথে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের মধ্যে বিভেদ চায়। তাই সরকার প্রধানের কাছে বিনয়ের সাথে বলতে প্রেসক্লাবে অবস্থান ধর্মঘট যারা করছে তারা সরকার বিরোধী নয়।তাদের সাথে পুলিশ যেন খারাপ ব্যবহার না করে। তাদের উপর পুলিশ নির্যাতন সাধারণ মানুষ ভালো চোখে দেখে না।তাদের দাবি তাদের একার জন্য নয়।গুণগত শিক্ষার জন্য, নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য, উন্নত দেশে বিশ্ব মানের নাগরিক তৈরির জন্য। মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের সুবিধা কিন্তু শুধু শিক্ষকবৃন্দই পাবে না পাবে বাংলাদেশ সকল শ্রেণি পেশার মানুষ।

দুলাল চৌধুরী

প্রধান শিক্ষক ইস্কাটন গার্ডেন হাই স্কুল

দুলাল চৌধুরী

 

প্রধান শিক্ষক ইস্কাটন গার্ডেন হাই স্কুdulaল

Leave a Reply