ইউক্রেন যুদ্ধের ছায়াপাত হল কান চলচ্চিত্র উৎসবেও। শুক্রবার যখন ‘থ্রি থাউজেন্ড ইয়ার্স অব লংগিং’ এর তারকারা লাল গালিচায় হাঁটছিলেন, তখন এক তরুণী নগ্ন হয়ে নেমে পড়েন সেখানে।
ওই তরুণীর দেহ ছিল ইউক্রেনের পতাকার রঙে রাঙা। তার উপর লেখা ছিল-‘আমাদের ধর্ষণ করা থামাও’। খবর রয়টার্সের।
ওই তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ইউক্রেনীয় বলে নিশ্চিত হওয়া গেছে।
ওই তরুণী চেঁচিয়ে কিছু বলছিলেন, নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে ওই তরুণীকে একটি জ্যাকেটে আবৃত করে তাকে সরিয়ে নিয়ে যায়।
ফ্রান্সে এবারের কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও ভাষণও দেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এদিকে ইউক্রেনে রুশ সেনাদের হামলার প্রতিবাদে কানে রাশিয়ার অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
দারিয়ে প্রস্রাব নয় বরং’উলঙ্গ হয়ে ঘুরতে বললেন তসলিমা নাসরিন’
এমনিতেই এবার ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের প্রধান থিম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ উপলক্ষে ইউক্রেনে রুশ সেনাদের হামলায় নিহত লিথুয়ানিয়ার পরিচালক মান্তাস কেভেদারাভিসিয়াসের তথ্যচিত্র ‘মারিউপোলিস ২’–এর বিশেষ স্ক্রিনিং হয়েছে।