আমার নাম মেয়েমানুষ, ফেসবুক থেকে সংগৃহীত লোপা রহমান

 

আমার নাম মেয়েমানুষ,
আমার নাই কোনো হুশ;
আমারে বেচিয়া আবার খরিদ করে
সুশীল সমাজেরই পুরুষ মানুষ!
আর আমি থাকি বেহুশ!

পুরুষেরই মনোরঞ্জনে আমি
নিজেকে অনাবৃত করে রাখি,
তাদের দ্বারাই লাঞ্ছনা তবু
নিজের গায়েতেই মাখি!
যুগের পর যুগ আমি দেই শুধু
নিজেকেই নিজে ফাঁকি!

তোমাদের সেবায় নিয়োজিত থেকে
যখন উনুনে হাড়ি চাপাই,
মূর্খ আমি এই নাম বিনা
আর কিছু না পাই!
তবু আমি সংসারের সুখ ছাড়া
আর কিছু না চাই।

এ আমিই যখন আবার অফিসে যাই
করিতে অর্থ উপার্জন,
তোমরাই বলো “বেহায়া মেয়েছেলে
সংসারে নাই তার মন”!

নারী আমি কবে মানুষ হইবো
বলিতে কি পারো তোমরা?
যুগে যুগে আপন জননীরেই
শেকল পরিয়ে বেধে রেখেছ যারা!

LOPA RAHMAN
3.12.2016

ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।
লোপা রহমান সম্পর্কে কিছু বলবেন কি? আর এই লোপা রহমান ধর্ম বিদ্বেষ মুলক কার্যকলাপগুলো কেন করছেন?,Nastik lopa rahman biography, লোপা রহমান এর ফ্যামিলি , লাইফস্টাইল ও বায়োগ্রাফী

 

Leave a Reply