ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করলেন কেরালার নামী অভিনেত্রী সাবিনা আব্দুল লতিফ । পুরোনো নাম বাদ দিয়ে তিনি এখন লক্ষীপ্রিয়া নাম গ্রহণ করেছেন।
লক্ষীপ্রিয়ার বলেছেন , ” এটা তো ঘরে ফেরা।
আমরা তো একসময় বা কয়েক যুগ আগে হিন্দুই ছিলাম , পরে আমার পূর্ব পুরুষরা কালচক্রে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। এটাই সৃষ্টির নিয়ম, যা চিরন্তন তাই থাকবে। জোর করে চাপিয়ে দেয়া কোনো কিছু চিরস্থায়ী নয়। এখন ইসলাম ছেড়ে আবারো ফিরলাম সেই সনাতন ধর্মে।”