একজন নারী দিনে কতবার পুরুষের সাথে মিলনের চিন্তা করে

যৌন চিন্তায় মেয়েদের টেক্কা দিল ছেলেরা। সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে দিনে অন্তত ৩৪বার ছেলেরা যৌন বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে।সেখানে মেয়েরা দিনে গড়ে মোটামুটি ১৮বার একই বিষয় নিয়ে ভাবে। অর্থাৎ মেয়েদের তুলনায় ছেলেদের যৌন চিন্তার প্রবণতা প্রায় দ্বিগুন।এল জেমসের ইরোটিক উপন্যাস “ফিফটি শেডস অফ গ্রে“ প্রকাশিত হওয়ার পর এই গবেষণা শুরু করা হয়।

 

আধুনিক সভ্যতার যুগে পুরুষের পাশাপাশি কর্মস্থলে নারীর ব্যস্ততাও বেড়েছে সমান তালে। অফিস-আদালত, ব্যবসা এমনকি প্রায় প্রতিটি ক্ষেত্রে নারীর পদচারণা এখন। এত কিছুর মধ্যেও নিজের সৌন্দর্য ধরে রাখতে এতটুকু আলস্য নেই কোনো নারীরই। শারীরিক আবেদন ছড়াতে রমনীদের যত্নআত্তির যেন কোনো ইয়ত্তা নেই। একজন নারী সারা দিনে কতবার পুরুষের কথা ভাবে?

 

কতবার সে যৌন চাহিদা মেটানো কিংবা এইসব বিষয় কল্পনা করে? কিংবা একজন নারী একজন পুরুষ সঙ্গীকে নিয়ে তার কল্পনাগুলো কিভাবে সাজায়? সম্প্রতি এমন প্রসঙ্গে কেঁচো খুড়তে বেরিয়ে এল সাপ। পাওয়া গেল অসম্ভব মজার কিছু তথ্য।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে দেখা যায় একজন প্রাপ্তবয়স্ক নারী প্রতিদিন অন্তত ১৮ বার সেক্সের কথা মাথায় আনে! তাহলে একজন পুরষের মাথায় যৌনতার চিন্তা কতবার আসে? যুক্তরাষ্ট্রের কলেজ ছাত্র-ছাত্রীদের মধ্যে এ জরিপটি পরিচালনা করা হয়। ১৮ থেকে ২৫ বছর বয়সী ২৮৩ জন কলেজ ছাত্র-ছাত্রীকে বলা হয় তারা যেন এক সপ্তাহ ধরে লিখে যান যখন তাদের মাথায় সেক্সের কথা আছে। দেখা যায় নারীদের মনে গড়ে ১৮ বার সেক্সের কথা আসে।

সেখানে পুরুষদের মনে আরও বেশি আসে। পুরুষ প্রতিদিন অন্তত ৩৪ বার সেক্সের কথা মাথায় আনে। অবশ্য এমন তথ্যকে অনেকেই পাত্তা দিতে চাচ্ছেন না। তাদের মতে, এর কোনো বাস্তব ভিত্তি নেই। নারী-পুরুষ উভয়ই সেক্সের কথা ভাবে, যৌনতা নিয়ে নানা কামোদ্দীপক কল্পনা করে। নিজেকে ছুড়ে দেয় ওই কল্পনার রাজ্যে। যৌনতা নিয়ে নারী-পুরুষের ভাবনা ও কল্পনাকে তাই তারা আলাদা করে দেখতে নারাজ।

Leave a Reply