একটি হারানো বিজ্ঞপ্তি: মোঃ ইসমাঈল হোসেন- পশ্চিমবাগ আ/এ, সিন্দুরখাঁন রোড

আস্সালামু আলাইকুম। গত ০৬/০৮/২০২২ তারিখে আমার বাবা মোঃ ইসমাঈল হোসেন সিন্দুরখাঁন রোডস্থ আমার বাসা হতে হাটার উদ্দেশ্যে বের হোন। এর পর থেকে বাবাকে খুজে পাওয়া  যাচ্ছে না । বাসা হতে বের হওয়ার সময় উনার পরণে ছিল লুঙ্গি এবং সাদা-লাল  গেঞ্জি,  হাতে লাঠি।

উনার অন্যান্য বিবরণ:

  1. বয়স: 78 বছর
  2. গায়ের রং: শ্যামল বর্ণের
  3. উচ্চতা: ৫ফিট
  4. মুখে সাদা দাড়ি, মাথায় সাদা চুল এবং হালকা টাক
  5. সরণ শক্তি কম

যদি কেউ আমার বাবাকে দেখে থাকেন আমার নিম্নোক্ত যোগাযোগ মাধ্যমে জানানোর জন্য বিনীত অনুরুধ রইল।

যোগাযোগঃ

মোবাইল: 01682526113
ঠিকানা: পশ্চিমবাগ আ/এ, সিন্দুরখাঁন রোড,  শ্রীমঙ্গল, মৌলভীবাজার,  সিলেট।

 

 

 

Leave a Reply