গুগল এর বিভিন্ন সার্ভিস ব্যবহারে গুগল একাউন্ট এর প্রয়োজন পড়ে। চলুন জেনে নেয়া যাক গুগল একাউন্ট কিভাবে খুলে, কম্পিউটারে ও মোবাইলে গুগল একাউন্ট খোলার নিয়ম, গুগল একাউন্টের ব্যবহার, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত।
গুগল একাউন্ট কি
গুগল এর সকল সার্ভিস যেগুলোতে লগইন করার দরকার হয়, সেগুলো ব্যবহারের জন্য গুগল একাউন্ট লাগে। গুগল একাউন্ট ব্যবহার করতে একটি ইউজারনেম ও পাসওয়ার্ড দেওয়া থাকে। এই ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে গুগল প্রদত্ত এসব সার্ভিস ব্যবহার করা সম্ভব।
গুগল একাউন্ট এর সুবিধাসমুহ
ইন্টারনেটে গুগল এর সার্ভিসগুলোর পরিধি সম্পর্কে আশা করি নতুন করে কাউকে পরিচয় করিয়ে দেওয়া দরকার হবেনা। বর্তমানে গুগল সার্চ, জিমেইল, ইউটিউবসহ গুগল এর বিভিন্ন সেবা আমাদের দৈনন্দিন জীবনের অংশে পরিণত হয়েছে। চলুন জেনে নেয়া যাক কেনো একটি গুগল একাউন্ট থাকা বর্তমানে একান্ত জরুরি।
অনলাইনে যেকোনো ওয়েবসাইটে একাউন্ট খুলতে গেলে প্রয়োজন হয় ইমেইল একাউন্টের। আর গুগল এর ফ্রি মেইল সেবা, জিমেইল ব্যবহার করতে গুগল একাউন্ট থাকা আবশ্যক। এছাড়াও জিমেইল ব্যবহার করে বিনামূল্যেই মেইল আদান-প্রদান করা যায়। আপনি বলতে পারেন একটি জিমেইল একাউন্টই মূলত একটি গুগল একাউন্ট।
স্মার্টফোন ও ইন্টারনেট আছে অথচ দিনে একবার হলেও ইউটিউবে ঢুঁ মারেন না, এমন মানুষ হয়ত খুঁজেই পাওয়া যাবেনা। আর এই ইউটিউব ব্যবহারের সম্পূর্ণ অভিজ্ঞতা অর্জনে গুগল একাউন্টে লগিন করা আবশ্যক। গুগল একাউন্টে লগিন করা ছাড়া ইউটিউবে কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করা যায় না, কোনো ভিডিওতে কমেন্ট করা যায়না। এছাড়াও ইউটিউব চ্যানেল খুলতে তো গুগল একাউন্ট লাগবেই।
গুগল একাউন্টের আরেকটি সুবিধা হলো এর ফ্রি ক্লাউড স্টোরেজ সুবিধা, গুগল ড্রাইভ। যেকোনো ডিভাইসেই গুগল ড্রাইভ ব্যবহার করে ক্লাউডে বিনামূল্যে ফাইল সংরক্ষণ করা যায়। প্রতিটি গুগল একাউন্টের সাথে ১৫জিবি ক্লাউড স্টোরেজ বিনামূল্যে পাওয়া যায়।
গুগল একাউন্ট খুলতে কি কি লাগে
গুগল একাউন্ট কিভাবে খুলে তা জানার আগে প্রশ্ন হলো গুগল একাউন্ট খুলতে কি কি তথ্য লাগে। গুগল একাউন্ট খোলার সময় বিভিন্ন ব্যাক্তিগত তথ্য, যেমনঃ নাম, লিঙ্গ, জন্মতারিখ, ইত্যাদি প্রদানের প্রয়োজন হয়।
আরো জানুনঃ
এছাড়াও ভেরিফিকেশনের উদ্দেশ্যে গুগল একাউন্ট খোলার সময় মোবাইল নাম্বারও চাওয়া হয়, যা একাউন্টের সাথে যুক্ত করা যায় রিকভারি মোবাইল নাম্বার হিসেবে। গুগল একাউন্ট খুলতে হলে বয়স অবশ্যই ১৩বছর বা তার বেশি হতে হবে।
বয়স ১৩বছরের কম হলে সেক্ষেত্রে বাচ্চারা অভিভাবকের একাউন্ট প্যারেন্টাল কন্ট্রোল ফিচার চালু থাকা অবস্থায় ব্যবহার করতে পারবে।
কম্পিউটারে গুগল একাউন্ট খোলার নিয়ম
কম্পিউটারে কয়েকটি সহজ ধাপে ব্রাউজার থেকেই গুগল একাউন্ট খোলা যাবে। চলুন জেনে নেওয়া যাক, কম্পিউটারে গুগল একাউন্ট কিভাবে খুলে। কম্পিউটারে গুগল একাউন্ট একাউন্ট খুলতেঃ
- যেকোনো ব্রাউজার থেকে গুগল একাউন্টের সাইন আপ পেজে প্রবেশ করুন
- গুগল একাউন্টের জন্য ব্যবহার করতে আপনার নাম প্রদান করুন
- গুগল একাউন্টের জন্য একটি ইউজারনেম দিন
- গুগল একাউন্টের জন্য একটি পাসওয়ার্ড প্রদান করুন
- স্ক্রিনে দেখানো সকল তথ্য সঠিকভাবে প্রদানের পর Next চাপুন
- এরপর আপনার ফোন নাম্বার প্রদান করুন
- রিকভারি মেইল প্রদান করুন
- জন্মতারিখ ও লিঙ্গ সিলেক্ট করুন
- এরপর প্রদত্ত ফোন নাম্বারে পাওয়া ভেরিফিকেশন কোডটি প্রদান করুন
উল্লিখিত নিয়মে খুব সহজেই কম্পিউটারে ব্রাউজার থেকেই গুগল একাউন্ট খুলতে পারবেন।
আরো জানুনঃ ফেসবুক পেজ খোলার নিয়ম
মোবাইলে গুগল একাউন্ট খোলার নিয়ম
মোবাইল ব্রাউজারে গুগল একাউন্ট খোলার উপায়
আপনার হাতের স্মার্টফোনটিতে খুব সহজেই গুগল একাউন্ট খুলতে পারবেন। এছাড়াও অ্যান্ড্রয়েড বা আইফোনে গুগল একাউন্ট খোলার পেজ ভিজিট করে উপড়ে উল্লিখিত নিয়মে যেকোনো ব্রাউজার ব্যবহার করে গুগল একাউন্ট খোলা যাবে।
মোবাইলে ব্রাউজার ছাড়া গুগল একাউন্ট খোলার উপায়
হ্যাঁ, ব্রাউজার ছাড়াও মোবাইলে গুগল একাউন্ট খোলার আরেকটি সহজ পদ্ধতি রয়েছে। চলুন জানি এন্ড্রয়েড মোবাইলে কিভাবে গুগল একাউন্ট খুলে। মোবাইলে গুগল একাউন্ট খুলতেঃ
- Settings এ প্রবেশ করুন
- স্ক্রল করে Accounts সিলেক্ট করুন
- Add Account সিলেক্ট করুন
- Google সিলেক্ট করুন
- ফোনের পিন বা প্যাটার্ন থাকলে, সেটি প্রদান করুন
- এরপর Create Account সিলেক্ট করুন
- ব্যাক্তিগত কাজে গুগল একাউন্ট খুলতে For Myself সিলেক্ট করুন ও ব্যবসার কাজে গুগল একাউন্ট খুললে To manage my business সিলেক্ট করুন
- আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম লিখুন ও Next চাপুন
- এরপর আপনার জন্মতারিখ ও জেন্ডার দিয়ে Next চাপুন
- Username ফিল্ডে গুগল একাউন্টের জন্য একটি ইউনিক ইউজারনেম দিন
- এরপর আপনার গুগল একাউন্টের জন্য পাসওয়ার্ড দিয়ে Next চাপুন
- গুগল একাউন্ট ভেরিফিকেশনের জন্য একটি ফোন নাম্বার দিয়ে Next চাপুন
- মোবাইল নাম্বারে আসা কোডটি প্রদান করুন
- ভেরিফিকেশনের জন্য প্রদত্ত মোবাইলে নাম্বারটি গুগল একাউন্টে এড করতে চাইলে Next ও এড না করতে চাইলে Skip চাপুন
- Privacy & Terms পেজ দেখতে পাবেন, নিচের দিকে স্ক্রল করে I Agree চাপুন
উপরোক্ত প্রক্তিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার নতুন গুগল একাউন্ট খুলে যাবে।
আরো জানুনঃ ফেসবুক থেকে আয় করার উপায়
গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম
অপ্রয়োজনীয় গুগল একাউন্ট ডিলেট করার সিদ্ধান্ত একটি ভালো উদ্যোগ। গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম হলঃ
- কোনো ব্রাউজার থেকে এই লিংকে প্রবেশ করুন
- গুগল একাউন্টে লগিন করা না থাকলে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন
- এরপর স্ক্রিনে দেখানো Delete Your Account এ ক্লিক করুন
- স্ক্রিনে প্রদর্শিত দুইটি চেকবক্সে টিক মার্ক দিন
- এরপর Delete Account লেখায় ক্লিক করুন
👉 গুগল লেন্স অ্যাপের দারুণ ৯টি সুবিধা জানুন
Delete Account লেখায় ক্লিক করার পর আপনার গুগল একাউন্ট ও এর সাথে কানেক্ট থাকা সকল সার্ভিসের তথ্য সম্পূর্ণভাবে মুছে যাবে। তাই গুগল একাউন্ট ডিলিট করার আগে অবশ্যই এটি নিশ্চিত করুন যে আপনি আসলেই গুগল একাউন্ট ডিলিট করতে চান কিনা। পরে এই ইউজারনেম ব্যবহার করে আর কোনো গুগল একাউন্ট বা জিমেইল একাউন্ট খুলতে পারবেন না।
নতুন একাউন্ট তৈরী গুগল, একাউন্ট খোলার নিয়ম ভিডিও, গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম, ফেসবুক ইমেইল আইডি খোলার নিয়ম, আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত, জিমেইল একাউন্ট খোলার নিয়ম, Email account খোলার নিয়ম, গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে,create new email account, create google account, create gmail account without phone number, gmail sign in add account, gmail account login, create account create a new gmail ,account by mobile number my account