যেতে চায় তাকে চলে যেতে দিতে হয়।মোহাম্মদ রাসেল

ঐ হাসি মাখা নীলিমা চাঁদের মত তোমার দুই নয়ন।
ঐ জোছনা রাখতে আলোর মত তোমার জীবন।
ঐ সূর্যের আলোর মত জ্বলছে তোমার জীবন।
ঐ হাসি মাখা মুখটি তোমার দেখতে চাই সারা জীবন।

আলোয় আলোয় ভরে উঠুক তোমার জীবন।
ঐ সাত রং এ রাঙিয়ে উঠুক তোমার জীবন।
ঐ দেখি আমি প্রতি নিয়ত তোমার জীবন এ।
জ্বলছে আকাশের তারার মত টিপ টিপ করে।
ঐ হাসি মাখা নীলিমা চাঁদে মত তোমার দুই নয়ন?

০৩

চলে যেতে চায় তাকে চলে যেতে দিতে হয়।

সে বন্ধু হোক বা প্রেমিকা হোক

যে চলে যায় সে তাকে কিছু না দিতে পারলেও সে উপহার স্বরুপ কিছু সৃতি রেখে যায়

 

 

যা সরা টা জীবন মানুষ কে ভয়ে বেরাতে

জীবিত থেকে ও তাকে মৃত লাশের মত বেচে থাকতে হয়

জানো শ্রাবণী তোমার চলে যাওয়া আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে।

 

 

আমি জানতে পেরেছি জীবন এর মানে কী

জীবন মানে হলো একটু খানি সু

আর পুরো টাই হলো দুচোখের পানি।

আর জীবন মানুষের তখনী বড় হয়ে উঠথে শিখে

 

 

মানুষ যখন বাস্তবতার সম্মুখীন

তুমি আমাকে ক্ষমা করে দিও ইচ্ছে থাকলেও।

আমি তোমার জন্য কিছু করতে পারছি না

 

লেখক মোহাম্মদ রাসে

০৮-০৯-২০২১ল । হয়।। খ।।  ।হয়।।।

 

Leave a Reply