মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী মায়ের হয় পূজা,
তুমি মাগো বিদ্যার দেবী তুমি চতুর্ভূজা।
একশত আটটি নাম তোমার ডাকে পলাশ প্রিয়া,
জ্ঞান দায়িনী, বীণাপাণি কেউ ডাকে কুল প্রিয়া।
এক হাতে অক্ষ মালা অন্য হাতে জলের কলসি ওই,
এক হাতে থাকে বিনা এক হাতে বই।
শুভ্র বসন পরিধানে তোমার বাহন তোমার রাজহংস,
দিনে দিনে বাড়ছে মাগো বিদ্যাপীঠ,শিক্ষার্থীর বংশ।
অষ্টোত্তর শতনাম ধরে মা আছো জগৎ-সংসার মাঝে ,
তুমি মা এসেছো আজ বীণাপাণি সাজে।
আমরা তোমার অধম সন্তান জানিনা কোন সাধন ভক্তি,
পথ দেখাইয়া দাও জননী কিভাবে পাবো মুক্তি।
ছোট বড় সকলের মা তুমি দিও বিদ্যা, বুদ্ধি, জ্ঞান,
তাইতো আজি তোমার সম্মুখে বসে করছি তোমার ধ্যান ।
ফুল, চন্দন, বিলল পত্র, জলে পুঁজি তোমায় নয়ন জলে,
শির নত করলাম মাগো স্থান দিও চরণ তলে।
বীণাপাণি ,বিদ্যাদায়িনী মা জননী তুমি যে আমার,
অশ্রু জলে ডাকি তোমায় কৃপা করো সবার।
তুমি যাহার হও গো সহায় তাহার থাকে না কোনো ভয়!
স্কুল-কলেজ পাঠ্যসূচি সবকিছুতেই হবে জয়।
তোমার আরাধনা করি মাগো আজকের এই শুভ দিনে,
দয়া করো তুমি মাগো এই অধম দীনহীনে।