কানা বগী বড় হলো আজকে যে তার বিয়ে
বর সেজে তাই বোয়াল এলো ভাঙ্গা নৌকা নিয়ে।।
বাঘ সিংহ এলো সবে এলো মহিষ ষাঁড়
সবাই মিলে দিলো কতো দামী উপহার
সবার শেষে ফিরণী খেলো ঘোড়ার ডিম দিয়ে।।
কানা বগী চললো এবার মজার শ্বশুর বাড়ী
শ্বশুর এসে দিল খেতে মিষ্টি যে সাত হাড়ি
সবুজ বরণ টিয়ে এলো টোপর মাথায় দিয়ে।।
——————–
গানটির কথা ও সুর করেছেন এ.এফ.এম.আলিমউজ্জামান