কার ঔরসজাত সন্তান সেটা বড় কথা নয়, Nusrat মা হতে চেয়েছেন এটাই বড় কথা: Taslima Nasrin
প্রথমদিকে নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসার পর তা নিয়ে কিছু কম বিতর্ক হয়নি। সমালোচকরা অভিনেত্রীর ‘বহুগামিতা’ নিয়ে প্রশ্ন তুলতেও ছাড়েননি।
তবে সেসময় নুসরত জাহানের (Nusrat Jahan) পাশে দাঁড়িয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিন। নুসরতের সমালোচনাকারীদের একহাত নিয়ে তসলিমা (Taslima Nasrin) কড়া ভাষায় লিখেছিলেন, ”পুরুষের বহুগামিতা নিয়ে কই প্রশ্ন ওঠে না তো? ” বৃহস্পতিবার নুসরত জাহানের মা হওয়ার পরও নতুন মা-কে শুভেচ্ছা জানাতে ভুললেন না তসলিমা। তবে এক্কেবারে নিজস্ব ভঙ্গিমায়।
এদিনও নুসরতের (Nusrat Jahan) উদ্দেশ্যে লেখা শুভেচ্ছা বার্তায় তসলিমা (Taslima Nasrin) পুরুষতান্ত্রিক সমাজের প্রতি কটাক্ষের সুরে লেখেন, ”কার ঔরসজাত সন্তান সেটা বড় কথা নয়।
বরং নুসরত যে মা হতে চেয়েছেন, এত সমালোচনা-বিতর্কের পরও নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াননি, সেটাই বড় কথা। পুরুষতান্ত্রিক সমাজে ‘সিঙ্গল মাদার’ হওয়া তো আর চারটিখানি কথা নয়”।
ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।