দুই দিন ধরে বিয়ে ও সন্তানকে ঘিরে বেশ কিছু গণমাধ্যমের শিরোনামে বিব্রত ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। এসব নিয়েই গভীর রাতে ফেসবুকে ভিডিও বার্তা দিলেন এই অভিনেত্রী। এই সময় তিনি জানান, সন্তান ও বিয়ে ঘিরে যে কথাগুলো শিরোনাম হয়েছে, সেটা তিনি ভিন্নভাবে বলেছেন। তবে তিনি কী বোঝাতে চেয়েছেন, ভিডিওতে সেটা ব্যাখ্যা দিলেন।
ফেসবুকে প্রকাশ করা ভিডিওতে তিনি বলেন, ‘দুই দিন ধরেই দেখছি, অনলাইনগুলোয় যেভাবে নিউজের হেডলাইন হচ্ছে—আমার ভুল সিদ্ধান্ত, আমার সন্তানের মা হওয়াটা ভুল ছিল…. আসলে কথাটা আমি এভাবে বলিনি বা আমি এভাবে বোঝাতে চাইনি। সর্বোপরি আমি বলতে চাই, আমার সন্তানকে নিয়ে আমার জার্নি, সব আপনারা দেখেছেন, জানেন। কথার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত মতামত হিসেবে বলেছি, অল্প বয়সে বিয়ে করে বাচ্চা নিয়েছি। হয়তো এই সিদ্ধান্তগুলোয় কিছুটা ভুল থাকলেও থাকতে পারে বা ভুল ছিল। কিন্তু বিশেষ করে আমার সন্তানের জন্য কখনোই কোনো ভুল নেই। তার জন্য আমার ক্যারিয়ার সবকিছু সেক্রিফাইস করতে আছি, করছি, আজকেও করব, ভবিষ্যতেও করব। বিগত দিনগুলোর সঙ্গে এটা আপনারাও ভবিষ্যতেও মেলাতে পারবেন।’