ফেসবুক এর প্যারেন্ট কোম্পানি, মেটা’র সাথে পার্টনারশিপে ফ্রি “টেক্সট-অনলি ফেসবুক” ও “ডিসকভার” ফিচার চালু করেছে গ্রামীণফোন। মোবাইলের ইন্টারনেট প্যাক শেষ হলেও প্রিয়জনদের সাথে যোগাযোগ অব্যহত থাকবে এই নতুন সুবিধার কল্যাণে। নতুন এই সংযুক্তির ফলে কানেকটিভিটি, সহজলভ্যতা ও দেশের ডিজিটাল প্রযুক্তির প্রতি মানুষের ইচ্ছা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার প্রসারে কাজ করবে গ্রামীণফোন।
আপাতত গ্রামীণফোনের পক্ষ থেকে এই ফ্রি ফেসবুক সেবাটি লঞ্চ করার কথা আমরা জানতে পেরেছি। অন্য অপারেটরগুলোর কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে আজ বিকাল ৫টা পর্যন্ত কেউই ফ্রি ফেসবুক সম্পর্কিত কোনো সেবা চালুর কথা নিশ্চিত করতে পারেনি। এসব অপারেটরের কাছ থেকে এ ধরণের ঘোষণা জানতে পারলে আমরা এই পোস্ট আপডেট করে দিবো আশা রাখছি।
নতুন এই সেবার আওতায় ফ্রি ফেসবুক, ফ্রি মেসেঞ্জার, এবং ফ্রি ডিসকভার ব্যবহার করা যাবে। ডিসকভার মূলত ফেসবুকেরই আরেকটি সেবা যার মাধ্যমে ইন্টারনেটের বেশ কিছু সুবিধা বিনামূল্যে গ্রহণ করা যাবে।