ছেলেদের ত্বক ফর্সা করার ৫টি সহজ উপায় || ছেলেদের জন্য সেরা ১০টি ফেস ওয়াশ ও তাদের দাম

ত্বকের যত্ন কে না নিতে চায়? তবে ত্বকের যত্নের জন্য মেয়েরা যেরকম সিরিয়াসলি ভাবে ,পুরুষদের মধ্যে সেইরকম ত্বকের যত্ন নেওয়ার সচেতনতা দেখা যায় না। কিন্তু বর্তমানে অনেক পুরুষই তাদের মুখের ত্বকের যত্ন নিয়ে বিশেষ ভাবে চিন্তিত। বাজারে হাজারটা বিউটি ক্রিম বা ফেস ওয়াশের মধ্যে শতকরা ৯০ ভাগই মহিলাদের জন্য। আর তাই পুরুষরা নিজেদের জন্য ভালো বা উপযুক্ত ফেস ওয়াশ খুঁজে পায় না।আর আজ তাই পুরুষদের কথা ভেবেই এই বিশেষ আর্টিকেলটি করা হয়েছে।

যদিও পুরুষের ত্বক মহিলাদের তুলনায় বেশি রুক্ষ ও পুরু। তবুও মহিলাদের মতো পুরুষদেরও তৈলাক্ত ও শুষ্ক বিভিন্ন প্রকারের ত্বক দেখা যায়। বিশেষত পুরুষেরা বাড়ির বাইরের কাজে বেশি নিযুক্ত থাকে।আর তার ফলে পুরুষদের মুখ ধুলো ও নোংরার  সংস্পর্শে বেশি আসে। কলকারখানায় বা খনিতে বা দৈহিক পরিশ্রমের কাজে নিযুক্ত পুরুষদের বিশেষভাবে যত্ন নেওয়া উচিত তাদের মুখের ত্বকের। শুধুমাত্র ভালো সাবান দিয়ে স্নান করলেই যে সমস্ত পরিচর্যা করা সম্ভব হয় না।এদের চায় বিশেষ কিছু ফেস ওয়াশ যা তাদের মুখের ত্বককে তাদের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে দিতে সাহায্য করবে।

তবে এটাও মনে রাখা দরকার যে কোনও বিউটি প্রোডাক্টই বা ফেস ওয়াশই আপনার ত্বকের বর্ন পরিবর্তন করতে পারবে না। আপনার ত্বকের যে স্বাভাবিক উজ্জ্বলতা তা তারা স্থায়ী করতে সাহায্য করবে মাত্র।ধুলো ও নোংরা মুখের ত্বক থেকে দূরে রেখে মুখের ত্বকের কোষের আয়ুষ্কাল বাড়াতে সাহায্য করবে।যদিও কিছু কিছু ব্যক্তি ডাক্তারের  পরামর্শে নানান প্রোডাক্ট ব্যবহার করে অনেক উপকার পেয়েছেন, তবে বাজারে প্রচলিত বিউটি প্রোডাক্ট দিয়ে সেই কাঙ্খিত ফল আশা না করাই ভালো।তবুও পুরুষদের মুখের ত্বকের কথা ভেবে বাজারের বেশ কিছু নামী কোম্পানি বেশ কিছু ভালো ফেস ওয়াশ নিয়ে এসেছে যা ব্যবহার করে মুখের ত্বকের অনেকটা যত্ন নেওয়া সম্ভব।

ছেলেদের জন্য সেরা ১০টি ফেস ওয়াশ ও তাদের দাম

Garnier Men Acno Fight 6 in 1 Pimple Clearing Face Wash

এই ফেস ওয়াশটি বর্তমানে বাজারে চাহিদা সবচেয়ে বেশি। পুরুষদের এই ফেস ওয়াশে আছে মেন্থল,লেবুর নির্যাস ও গ্লিসারিন।এর দ্বারা পুরুষদের মুখের ত্বকের বড় বড় ছিদ্র মেরামত করা সম্ভব হয় যা ব্রণ বা অন্য কিছু কারণে তৈরি হয় ।এছাড়াও এই ফেস ওয়াশের সাহায্যে ত্বকের গভীর পর্যন্ত পরিষ্কার সম্ভব হয়।এছাড়াও এর সাহায্যে  মুখের ত্বকের মধ্যে কালো বিন্দু বিন্দু  যা আমরা ব্ল্যাক হেডস বলি তাও দূর করা সম্ভব হয়।
১০০ গ্রামের এই ফেস ওয়াশটির বাজারে দাম ১৫২ টাকা। Buy it here 

Garnier Men Power Light Intensive Fairness Face Wash

এই ফেস ওয়াশটির মূল্য আগের তুলনায় অনেকটাই বেশি।এই ফেস ওয়াশটি ফোম প্রকৃতির।এর সাহায্যে মুখের ত্বকের মধ্যে গভীরে থাকা ধুলো ,ময়লা ও নোংরা খুব সহজেই পরিষ্কার করা সম্ভব।এছাড়াও ত্বকে ব্রণের ফলে সৃষ্টি হওয়া দাগও দূর করে।
১০০ গ্রাম এই ফেস ওয়াশের দাম ১৫২ টাকা। Buy it here

Pond’s Oil Control Face wash for Men

এই ফেস ওয়াশটি পুরুষদের রুক্ষ ত্বকের মুখের জন্য খুবই ভালো।এতে আছে উইচ হেজেল ও খনিজ পদার্থ।উইচ হেজেল ত্বকের ছোটো ছোটো ছিদ্র দূর করে ও ত্বককে পরিষ্কার রাখে।এছাড়াও এতে থাকে স্যালিসাইলিক আসিড যা ব্রণ সৃষ্টিকারী ক্ষতিকর জীবাণুদের  বিরুদ্ধে লড়তে সাহায্য করে।

ফুলে যাওয়া পেট 3 দিনের মধ্যে চলে যাবে …
সবচেয়ে সস্তা পানীয় প্রতি রাতে 1-2 কেজি চর্বি পোড়ায়!
आगे पढ़े!
এক সেকেন্ডে রক্তনালীগুলি পরিষ্কার করুন, চাপটি স্বাভাবিক হবে! উচ্চ রক্তচাপ কারা পায় তা পড়ুন.
সাবধান হও

Nivea Men Oil Control 10X Face Wash

এই ফেস ওয়াশটি সেইসব পুরুষদের মুখের ত্বকের জন্য যাদের ত্বক তৈলাক্ত।আর তাই এতে আছে মুখের ত্বকের তেলকে নিয়ন্ত্রিত করার পদ্ধতি।এই ফেস ওয়াশ মুখে উপস্থিত তেলকে মুখ থেকে দূর করে দেয়।এছাড়াও তেলের ফলে মুখে জমে থাকা ময়লাকেও দূর করে।এছাড়াও ব্রণ উৎপন্নকারী ক্ষতিকারক ব্যাকটিরিয়াকেও মুখ থেকে দূরে রাখে।মুখের কালচে ভাব কমাতেও সাহায্য  করে এই ফেস ওয়াশ।

এই ফেস ওয়াশের ১০০ গ্রামের টিউবের দাম ১৬৭ টাকা। Buy it here

Garnier Men Power Light Intensive Fairness Face Wash

এই ফেস ওয়াশটির  ব্যবহারকারী অনেকেই ।পুরুষদের জন্য এই ফেস ওয়াশটি শুধুমাত্র মুখকে পরিস্কার করে না ,এছাড়াও এই ফেস ওয়াশটি ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতেও সাহায্য করে।এর মধ্যে আছে মাইক্রো পলিশিং বিডস যা ত্বকের উপর বসে ত্বকের ক্ষয়ে যাওয়া অংশ ভরাট করে ও  ত্বকের বলিরেখা দূর করে।
এই ফেস ওয়াশটির ১০০ গ্রাম প্যাকের দাম বাজারে ১৮০ টাকা। Buy it here

VLCC Men Active Light Face Wash

এই কোম্পানির ফেস ওয়াশটিতে আছে  পুদিনা ও তুঁত পাতার নির্যাস।তুঁত মুখের ত্বককে পরিষ্কার করে এবং মুখের ত্বকের আদ্রতা বজায় রাখে।আর পুদিনার নির্যাস মুখের কালচে ভাব কমায়।এছাড়াও মুখের ত্বকের ছোট ছোট ছিদ্র ভরাট করে।

১০০ গ্রামের এই ফেস ওয়াশটির বাজারে মূল্য  ১৫৫ টাকা।

Himalaya Men Intense Oil Clear Lemon Face wash

এই ফেস ওয়াশটিও তৈলাক্ত ত্বকের পুরুষদের কথা মাথায় রেখেই বাজারে নিয়ে আসা হয়েছে।এতে আছে
liquorice যা মুখের ত্বকের কালিমা দূর করে ও উজ্জ্বলতা বজায় রাখে।এতে সাবানের পরিমান নাই বললেই চলে ।তাই এই ফেস ওয়াশ ব্যবহারের মাধ্যমে মুখের তেল চিটচিটে ভাব দূর করা হয়।

১০০ গ্রাম এই ফেস ওয়াশটির দাম ১২৫ টাকা।   Buy it here

Nivea For Men Advanced Whitening Dark Spot Reduction Face wash

নিভিয়ার  এই ফেস ওয়াশটিতে আছে ভিটামিন -সি।এই ভিটামিন -সি মুখের ত্বকের  পুরানো কোষদের সরিয়ে নতুন কোষ তৈরিতে সাহায্য করে ,ফলে মুখের ত্বকের  বিভিন্ন স্তর পুনঃ সংরক্ষিত হয়।এছাড়াও মুখের ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে।এই ফেস ওয়াশ মুখ্যত রুক্ষ ত্বকযুক্ত পুরুষদের কথা ভেবেই তৈরি করা হয়েছে।

এই ফেস ওয়াশটির ১০০ গ্রামের টিউবের দাম বাজারে ১৮৫ টাকা। Buy it here

Pond’s Men Energy Charge Face Wash

পুরুষদের জন্য এটি পন্ডসের দ্বিতীয় প্রকার ফেস ওয়াশ।আগেরটির বর্ন সবুজ এবং এটি লাল বর্ণের।এটা রুক্ষ ত্বকের পুরুষেরাও ব্যবহার করতে পারবেন।এতে আছে কফির দানার নির্যাস যা ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে।
১০০ গ্রামের এই প্যাকের বাজার মূল্য ১৮০।   Buy it here

Garnier Men Oil Clear Deep Cleansing Face Wash

গার্ণিয়ার কোম্পানির এটি তৃতীয় প্রোডাক্ট যা পুরুষদের মুখের ত্বকের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।এটিও মুখের ত্বকের অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে।এর সাহায্যে  ত্বকের মধ্যে থাকা তেল চিটচিটে ভাব দূর করে স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখা যায়।
বাজারে ১০০ গ্রাম এই ফেস ওয়াশটির মূল্য ১৫২ টাকা। Buy it here

শুষ্ক বা ড্রাই ত্বকের জন্য বাছাই করা ১০টি ফেসওয়াশ

নিচে শুষ্ক ত্বকের জন্য কিছু সেরা ফেসওয়াশের নাম ও প্রোডাক্টগুলির বিবরণ দেওয়া হলো ।

১. সেটাফিল জেন্টল স্কিন ক্লিনসার

আরও পড়ুন: ইবনে সিনা হাসপাতালের ডাক্তার লিস্ট

প্রোডাক্টটি দাবি করে

এই ফেসওয়াশটি আপনার ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করে ত্বককে পরিষ্কার ও মোলায়েম করে তোলে। এই ফেসওয়াশটি মাইল্ড বা হালকা হলেও আপনার ত্বকের সব ধুলো-ময়লা বা মেকআপ পরিষ্কার করে রোমকূপের মুখ বন্ধ না হতে দিয়ে। এটি হলো জলীয় উপাদান ভিত্তিক একটি ফেসওয়াশ যা ত্বক পরিষ্কার রাখার ক্ষেত্রে খুবই উপযোগী।

সুবিধা

  • শুষ্ক এবং সেনসেটিভ ত্বকের ক্ষেত্রে প্রযোজ্য
  • ত্বক-বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত
  • ত্বক থেকে শুকনো ভাব দূর করে।
  • সোডা জাতীয় কোনো উপাদান নেই
  • গন্ধহীন
  • ভ্রমণের ক্ষেত্রে উপযোগী
  • PH – এর মাত্রা পরিমিত
  • অল্প মেকআপ তুলতে সক্ষম।

অসুবিধা

প্যারাবেন যুক্ত।

Buy Now From Amazon

২. অ্যারোমা ম্যাজিক ল্যাভেন্ডার ফেসওয়াশ

আরও পড়ুন: ঘুমানোর আগে পুরুষের ত্বকের যত্ন

প্রোডাক্টটি দাবি করে

ল্যাভেন্ডারের নির্যাস ও সিয়া বাটার উপস্থিত থাকার জন্য এটি আপনার ত্বককে পরিষ্কার করার পাশাপাশি মোলায়েম ও সতেজ রাখে। এই ফেসওয়াশ বয়সের চাপ পড়তেও বাধা দেয় কারণ এতে কমলামলেবুর নির্যাস থাকে যা অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ। এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী হয় বলে ত্বকের অল্প কোনো অসুবিধা যেমন চুলকানি জাতীয় কোনো সমস্যা থাকলে এটি তা নিরাময় করে। এটির সঠিক উপকারিতা পেতে গেলে আপনাকে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিনের সাথে ব্যবহার করতে হবে।

সুবিধা

  • শুষ্ক ত্বকের জন্য খুবই উপযুক্ত
  • প্রতিদিন ব্যবহার করতে পারেন
  • অ্যালকোহল মুক্ত
  • প্যারাবেন মুক্ত
  • সোডা জাতীয় কোনো উপাদান নেই
  • ত্বক থেকে শুকনো ভাব দূর করে
  • ভ্রমণের ক্ষেত্রে উপযুক্ত প্যাকেজিং।

অসুবিধা

সেনসেটিভ ত্বকের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।

Buy Now From Amazon

৩. রাস্টিক আর্ট অরগ্যানিক জুনিপার বেরি ফেসওয়াশ

 

প্রোডাক্টটি দাবি করে

এই ফেসওয়াশটি আপনার ত্বককে রোমকূপের গোড়া থেকে পরিষ্কার করে ত্বকের সজীবতা ফিরিয়ে আনে । এটি নিয়মিত ব্যবহার করলে ত্বকের আদ্রতা বজায় রেখে ত্বককে পরিষ্কার রাখে । মুখ ধোওয়ার সময় কম জল খরচ হয় বলে দাবি করে এই প্রোডাক্টটি।

সুবিধা

  • অ্যালকোহল মুক্ত
  • প্যারাবেন মুক্ত
  • গন্ধহীন
  • কোনো কেমিক্যাল নেই
  • অরগ্যানিক প্রোডাক্ট
  • ভ্রমণের ক্ষেত্রে উপযুক্ত প্যাকেজিং।

অসুবিধা

কিছু নেই।

Buy Now From Amazon

৪. মামাআর্থ উপটান ন্যাচারাল ফেসওয়াশ

 

প্রোডাক্টটি দাবি করে

এই ফেসওয়াশ গাজরের নির্যাস সমৃদ্ধ হওয়ায় ট্যান দূর করে আপনার ত্বকের উজ্জ্বলতাকে ফিরিয়ে আনে। ত্বককে মৃত কোষ থেকে মুক্ত করে। এতে হলুদ উপস্থিত থাকায় ত্বককে সজীব করে তোলে।

সুবিধা

  • প্যারাবেন-মুক্ত
  • সোডিয়াম লরিয়েল সালফেট (SLS)-মুক্ত
  • কোনো মিনারেল অয়েল নেই
  • কোনো কৃত্তিম প্রিজারভেটিভ নেই
  • ত্বক-বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত

অসুবিধা

কিছু নেই।

 

৫. হিমালয়া ময়েশ্চারাইজিং অ্যালো ভেরা ফেসওয়াশ

 

প্রোডাক্টটি দাবি করে

হিমালয়া ময়েশ্চারাইজিং অ্যালো ভেরা ফেসওয়াশ দিয়ে মুখ ধোওয়ার পর আপনার ত্বকের হারিয়ে যাওয়া আদ্রতা খুঁজে পাবেন। শসার নির্যাস থাকার জন্য এটি ত্বককে আদ্র করে ও অ্যালো ভেরা উপস্থিত থাকার জন্য ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। এছাড়া এটি শুষ্ক ত্বককে মোলায়েম করে।

সুবিধা

  • শুষ্ক ত্বকের জন্য উপযোগী
  • প্রতিদিন ব্যবহার করতে পারেন
  • সেনসেটিভ ত্বকের ক্ষেত্রেও প্রযোজ্য
  • প্যারাবেন মুক্ত
  • প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
  • হাইপো অ্যালার্জিক ফরমুলা যুক্ত
  • ভ্রমণের ক্ষেত্রে উপযুক্ত প্যাকেজিং।

অসুবিধা

কৃত্তিম গন্ধ যুক্ত।

Buy Now From Amazon

৬. সেন্ট ডেভেন্স মোরোক্কান আর্গান অয়েল ফেসওয়াশ

 

প্রোডাক্টটি দাবি করে

এই আর্গান অয়েল ও মধু দ্বারা তৈরী ফেসওয়াশটি আপনার ত্বককে আদ্র রাখতে সাহায্য করে ও তার সাথে সাথে বয়সের ছাপ পড়তেও বাধা দেয়। ভিটামিন ই থাকার জন্য এটি ত্বকের কোমলতা বজায় রাখে। এটি ত্বকের কোষগুলির স্বাস্থ্য বজায় রেখে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

সুবিধা

  • শুষ্ক ত্বকের জন্য উপযোগী
  • প্রতিদিন ব্যবহার করতে পারেন
  • প্যারাবেন মুক্ত
  • হাইপো অ্যালার্জিক ফরমুলা যুক্ত
  • সোডিয়াম লরিয়েল সালফেট (SLS) মুক্ত
  • ত্বককে মোলায়েম রাখে।

অসুবিধা

কিছু নেই।

Buy Now From Amazon

৭. বেলা ভিটা অরগ্যানিক অ্যান্টি ব্লেমিস পিগমেন্টেশন রিমুভাল ফেস ওয়াশ

 

 

প্রোডাক্টটি দাবি করে

এটি রোমকূপের গোড়া থেকে ত্বককে পরিষ্কার করে ত্বককে মোলায়েম ও চকচকে করে তোলে।
ত্বকের আদ্রতা বজায় রাখার পাশাপাশি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয়না। নানা ধরণের প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী হয় বলে এটি ব্যবহার করলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কম।

সুবিধা

  • প্যারাবেন মুক্ত
  • সোডিয়াম লরিয়েল সালফেট (SLS) মুক্ত
  • ত্বকের সজীবতা ফিরিয়ে আনে
  • প্রাকৃতিক নির্যাসের দ্বারা তৈরী
  • পিগমেন্টেশন দূর করে।

অসুবিধা

কিছু নেই।

Buy Now From Amazon

৮. সোলট্রি ইন্ডিয়ান রোজ ফেসওয়াশ

 

প্রোডাক্টটি দাবি করে

সোলট্রি ইন্ডিয়ান রোজ ফেসওয়াশে ভারতীয় গোলাপ ফুলের নির্যাস ও হলুদের গুঁড়ো থাকায় এটি ত্বককে পরিষ্কার রেখে মোলায়েম ও নরম করে। নিয়মিত এটি ব্যবহার করলে আপনি নিজের ত্বকের হারিয়ে যাওয়া আদ্রতা ফিরে পেতে পারেন কারণ এটিতে অ্যালো ভেরা ও মধু উপস্থিত।

সুবিধা

  • প্রতিদিন ব্যবহার করতে পারেন
  • গন্ধহীন
  • প্যারাবেন মুক্ত
  • ভ্রমণের ক্ষেত্রে উপযুক্ত প্যাকেজিং
  • কোনো পুশুর ওপর পরীক্ষিত নয়।

অসুবিধা

  1. দাম বাজারের অন্য প্রোডাক্টের থেকে বেশি।
  2. অনেকসময় ত্বককে শুকনো করে।

Buy Now From Amazon

৯. নিভিয়া ফেসওয়াশ

 

 

প্রোডাক্টটি দাবি করে

এটিতে মধু উপস্থিত থাকায় ত্বকের কোমলতা বজায় রাখে ও ত্বককে সজীব রাখে। এটি নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও ঝলমলে হয়ে ওঠে কারণ এটি দুধের সংমিশ্রণে তৈরী।

সুবিধা

  • প্রতিদিন ব্যবহার করতে পারেন
  • শুষ্ক ত্বকের জন্য উপযোগী
  • ত্বক থেকে শুকনো ভাব দূর করে

অসুবিধা

  1. প্যারাবেন যুক্ত
  2. সোডিয়াম লরিয়েল সালফেট (SLS) যুক্ত।

Buy Now From Amazon

১০. চেরিলস ডার্মালাইট ফেসওয়াশ

 

 

প্রোডাক্টটি দাবি করে

এটি আপনার ত্বকের ময়লা পরিষ্কার রেখে ত্বককে সজীব রাখে। ত্বকে পিগমেন্টেশন হতে বাধার সৃষ্টি করে এই ফেসওয়াশ। তাছাড়া ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতাও ফিরিয়ে আনে।

সুবিধা

প্রতিদিন ব্যবহার করতে পারেন
ত্বক থেকে শুকনো ভাব দূর করে।

অসুবিধা

সেনসেটিভ ত্বকের ক্ষেত্রে উপযোগী নয়।

Buy Now From Amazon

শুষ্ক ত্বকের জন্য সঠিক ফেসওয়াশ বেছে নেওয়ার সময় কি কি মাথায় রাখবেন

ফেসওয়াশ ধরণ

ফেসওয়াশ কেনার সময় অবশ্যই নিজের ত্বকের ধরণ সম্পর্কে সচেতন থাকবেন কারণ শুষ্ক ত্বকই শেষ কথা নয় অনেকের কিছু নিজস্ব অসুবিধা থাকতে পারে ত্বকে। তাই অবশ্যই কেনার সময় ফেসওয়াশে উপস্থিত উপাদানগুলি ভালোভাবে দেখে নেবেন।

বিশুদ্ধতা

কোন ফেসওয়াশ কতটা বিশুদ্ধ ভালোভাবে যাচাই করে নেবেন। শুধুমাত্র ফেসওয়াশের গায়ে লেখা আছে বলে সেটি বিশ্বাস করবেন না। যারা ঐ ফেসওয়াশটি ব্যবহার করেছে তাদের জিজ্ঞাসা করতে পারেন। অবশ্যই কোনো ফেসওয়াশ কিনে ব্যবহার করার আগে ত্বকে পরীক্ষা করে নিন, যাতে কোনোরকম অ্যালার্জি না হয়।

USDA – সার্টিফায়েড

ফেসওয়াশ বাছাই করার সময় অবশ্যই লক্ষ করবেন সেটি ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (USDA) সার্টিফায়েড কিনা, এটিই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

অনুমোদিত বিক্রেতা

বাজারে যেমন প্রোডাক্ট পাওয়া যায় তেমনি বিক্রেতারও ছড়াছড়ি, তাই অবশ্যই অনুমোদিত বিক্রেতার থেকে কিনবেন, নাহলে নকল জিনিস পাওয়ার সম্ভাবনা থেকেই যায়।

তাহলে বুঝতেই পারলেন শুধুমাত্র ফেসওয়াশের গায়ে লেখা তৈলাক্ত ত্বকের জন্য বা শুষ্ক ত্বকের জন্য সেটাই ফেসওয়াশ নির্বাচনের জন্য সম্পূর্ণ নয় ৷ আপনার ত্বকের ধরণ অনুযায়ী আপনার ত্বকের প্রয়োজনীয় উপাদান ফেসওয়াশে রয়েছে কিনা দেখে নিন ৷ আর আপনি যদি আপনার শুষ্ক ত্বকের জন্য খুবই চিন্তিত তাহলে ওপরে দেওয়া ফেসওয়াশগুলি আপনার এই সমস্যা দূর করার প্রথম ধাপ।

ত্বক ফর্সা করার উপায় গুলো সম্পর্কে অনেকেই জানতে চাই। কিন্ত ভালো অথেনটিক ও সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারনে, অনেকেই ত্বক ফর্সা করতে পারছে না। এই আর্টিকেলে ত্বক ফর্সা করার উপায় গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন।

আপনি কি সঠিক উপায়ে ত্বক ফর্সা ও করতে চান? কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা নেতিবাচক কোন প্রভাব ছাড়াই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান? তাহলে এই অণুচ্ছেদটি আপনার জন্য।

এখানে আপনি জানতে পারবেন গুরুত্বপূর্ণ ৫টি সহজ টিপস যেগুলো নিয়মিত অনুসরণ করেই আপনি আপনার ত্বক খুব সুন্দর, ফর্সা, মসৃণ ও কোমল রাখতে পারবেন। আজকে আপনাদের শেয়ার করার চেষ্টা করবো কার্যকারী তথ্য বিস্তারিতভাবে ছেলেদের ত্বক ফর্সা করার ৫টি সহজ উপায় সম্পর্কে। তাহলে ত্বক ফর্সা করার উপায় গুলো সম্পর্কে জেনে নিন।

ত্বক ফর্সা করার গুরুত্ব

প্রায় অনেকে বলে থাকে, ছেলেদের নাকি ত্বকের তেমন যত্ন নেওয়ার প্রয়োজন নেই। এবং প্রকৃতপক্ষে পরিসংখ্যান করলে দেখাও যাবে বেশির ভাগ ছেলেরাই ত্বকের তেমন যত্ন নিচ্ছে না।

কিন্ত পরিশেষে দেখবেন সব ছেলেরাই মন থেকে চাই নিজেদের ত্বককে ফর্সা ও উজ্জ্বল করার জন্য। মুখে যেন কালো দাগ ও ময়লা না থাকে, ত্বক যেন সবসময় কোমল ও মসৃণ থাকে, দেখতে সুন্দর ও ভালো লাগে, এইটা সবাই চাই। অর্থাৎ সর্বদা উজ্জ্বল চেহারা প্রত্যাশা করে থাকে। তাহলে কেনই বা আপনার গুরুত্বপূর্ণ প্রত্যাশাটি পূরণ করছেন না, সঠিক ভাবে ত্বকের যত্ন নিচ্ছেন না।

আসলে ত্বকের যত্ন না নিলে, ভালোভাবে পরিষ্কার না করলে ত্বকের সৌন্দর্য যেমন নষ্ট হয়ে যাবে, ঠিক অসুস্থ ও হয়ে যেতে পারেন। ত্বকের বিভিন্ন ধরনের রোগ হতে পারে তাই সবার উচিত ত্বকের পরিষ্কার করা। যদি সঠিকভাবে পরিষ্কার ও যত্ন নেওয়া হয়, তাহলেই ফর্সা হতে থাকবে ধীরে ধীরে। এবং ত্বক ফর্সা থাকলে মন এমনিতে অনেক ভালো লাগে। আর ত্বক ফর্সা থাকার অনেক সুবিধা ও রয়েছে।

ত্বক ফর্সা করার অনেক উপায় রয়েছে, এখনতো বাজারে অনেক ধরনের ক্রিম পাওয়া যায়। তবে সব ক্রিম কিন্ত ভালো নয়, কিছু আছে যা আপনার ত্বকের ক্ষতি পর্যন্ত করতে পারে। শুধু সাধারণ সাবান, ক্রিম পানি দিয়েই কিন্তু ভালোভাবে ত্বক পরিষ্কার করা যায় না। তবে সঠিক পরিচর্যা করার মাধ্যমে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা সম্ভব। কিভাবে করবেন পরিচর্যা, এবং কি করা উচিত বা না এই সম্পর্কে বিস্তারিত এখানে জানতে পুরো আর্টিকেলটি পড়ুন।

যেহেতু পুরুষদের সবচেয়ে বেশি বাহিরে থাকতে হয়, খুব ব্যস্ততার মধ্যে দৈনন্দিন পার করতে হয়। এর ফলে চেহারার অবস্থা ভালো থাকে না, ধুলাবালু পরে কালো হয়ে যাই, পাশাপাশি অসুস্থ হওয়ার সম্ভবনা ও থাকে। তাই আমদের উচিত প্রতিনিয়ত পরিষ্কার পরিছন্ন থাকা এবং বিশেষ করে ত্বককে সুস্থ রাখার জন্য হলেও যত্ন নেওয়া।

নিচে ছেলেদের ত্বক ফর্সা করার খুব সহজ ৫টি গুরুত্বপূর্ণ উপায় দেওয়া আছে, যদি প্রত্যেকটা নিয়ম ধাপে ধাপে মানতে পারেন, তাহলে অবশ্যই আপনার ত্বককে আরও ফর্সা করতে পারবেন।

ত্বক ফর্সা করার উপায় গুলো হচ্ছে –

০১। সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াস দিয়ে ত্বক ভালোভাবে পরিষ্কার করতে হবে।
০২। নিয়মিত ভালমানের ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন ক্রিম ব্যবহার করতে হবে।
০৩। বাহিরের ধুলাবালি ও রৌদ থেকে ত্বককে দূরে রাখার চেষ্টা করতে হবে।
০৪। ত্বক সুস্থ, সুন্দর ও ফর্সা করার জন্য বিভিন্ন ধরনের খাবার খাওয়া দরকার।
০৫। প্রতিদিন অন্ততপক্ষে ৪/৫ বার পরিষ্কার পানি দিয়ে মুখ ধৌত করা উচিত।

০১। সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াস দিয়ে ত্বক ভালোভাবে পরিষ্কার করতে হবে।

নিয়মিত খুব সকালে ঘুম থেকে উঠার চেষ্টা করতে হবে। তারপর সর্বনিম্ন ২০ থেকে ৩০ মিনিট সময় রাখুন শুধু নিজের শরীরকে সতেজ এবং ত্বককে ভালো করে পরিষ্কার করার জন্য। ভালো মানের একটা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। ছেলেদের জন্য বাজারে এখন অনেক ধরনের ফেসওয়াস পাওয়া যাই, তবে আগে দেখে শুনে অবশ্যই ভালোমানের টাই কিনতে হবে। তাহলে সঠিকভাবে কাজ করবে এবং মুখের ময়লা দূর করতে বিরাট ভূমিকা রাখবে। কেনই বা ফেসওয়াস ব্যবহার করবেন? কারণ ছেলেরা প্রায় সময় বাহিরে থাকে, ফলে রাস্তাঘাটের ধুলাবালু গাড়ির কালো ধুয়া এবং রৌদ ত্বকের অনেকটা ক্ষতি করে। এছাড়া বিভিন্ন রোগ জীবাণু ছড়ানোর সম্ভবনা ও আছে। এইসব সাধারণ সাবান বা শুধু পানি দিয়ে মুখ সম্পর্ন পরিষ্কার হয় না। এইজন্য ফেসওয়াস ব্যবহার করাই ভালো।

০২। নিয়মিত ভালমানের ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন ক্রিম ব্যবহার করতে হবে।

বর্তমানে ত্বক ফর্সা করার জন্য বাজারে অনেক ধরনের ক্রিম পাওয়া যায়, ভালো মুখ ভালো করে পরিষ্কার করার পর, একটা মানসম্মত ক্রিম ব্যবহার করুন। ব্যবহার করার সময় প্রোডাক্টের সকল নিয়ম কানুন মানা উচিত। মনে রাখবেন, ছেলে এবং মেয়ের জন্য কিন্ত আলাদা ক্রিম আছে। আমার দেখা ছেলেদের জন্য সবচেয়ে উত্তম ক্রিম হচ্ছে ফেয়ার এন্ড হ্যান্ডসাম ফেয়ারনেস ক্রীমএক্স আরও অনেক আছে। যেইটা এখন সবচেয়ে বেশি প্রচলিত এবং আসলেই এইটার ব্যবহার কারীর সংখ্যা যতেষ্ট পরিমাণে।

০৩। বাহিরের ধুলাবালি ও রৌদ থেকে ত্বককে দূরে রাখার চেষ্টা করতে হবে।

তারপর আপনি যদি বাসা থেকে বের হন স্কুল, কলেজ, বা অফিসের উদ্দেশে, অথবা কোন কাজের জন্য বাহিরে যাবেন। তখন অবশ্যই আপনাকে বাইরের ধুলাবালি এবং রৌদ থেকে দুরে থাকতে হবে। আপনাদের ত্বককে বাইরের ধুলাবালি ও রোদ থেকে রক্ষা করুন। বাইরে বের হলেই এখন ধুলাবালিতে এবং তিব্র গরমে বের হওয়া ঘাম এর সাথে মিশে এবং রোদ পড়লে শরীর ও ত্বক নষ্ট হয়ে যায়। ত্বকের মধ্যে কালো দাগ পরে যাই এবং ধীরে ধীরে ত্বক নষ্ট হয়ে যাই।

দাথ সুস্থ ও সাদা রাখার ১০টি উপায় সম্পর্কে জানতে, এখানে কিল্ক করুন।

০৪। ত্বক সুস্থ, সুন্দর ও ফর্সা করার জন্য বিভিন্ন ধরনের খাবার খাওয়া দরকার।

ত্বক ফর্সা করার উপায় গুলোর মধ্যে অনেক ধরনের খাবারও আছে। ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখার জন্য আপনাকে অবশ্যই এই ধরনের খাবার খেতে হবে নিয়মিত। খাবার গুলো হচ্ছে আপেল, গরুর দুধ, টক দুধ, ত্বক কমল ও মসৃণ করার জন্য মধু ও অনেক খানি কাজ করে। আরও অনেক ধরনের খাবার রয়েছে যা খেলে প্রাকৃতিক ভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়ে আর এইটা যতেষ্ট পরিমাণে ভালো। তাই প্রতিদিন নিয়মিত ত্বক সুস্থ, সুন্দর, কমল, মসৃণ ফর্সা করার জন্য বিভিন্ন ধরনের ফল খাওয়ার চেষ্টা করবো।

০৫। প্রতিদিন অন্ততপক্ষে ৪/৫ বার পরিষ্কার পানি দিয়ে মুখ ধৌত করা উচিত।

দিনে ৪/৫ বার মুখে পানি দিয়ে পরিষ্কার করা উচিত এবং বেশি রাত না জেগে তারাতারি ঘুমানো উচিত। ঘুমানোর আগে আবার মুখে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। আসলে আমরা যখন বাহিরে থেকে বাসায় আসি, তখন অনেক ধুলাবালি আমাদের ত্বকে লেগে থাকে তারপর বাসায় এসে যদি ভালো করে ত্বক না পরিষ্কার করি, তাহলে ত্বকের মধ্যে ভালো ভাবে ময়লা লেগে কালো করার পাশাপাশি অনেক ক্ষতিও করতে পারে। আসলে মাত্র ৫ টি ধাপ যদি অনুসরণ করতে পারেন তাহলেই কিন্ত আপনি ত্বকের ভালো যত্ন নিতে পারছেন।

Leave a Reply