টুকটুকে লাল রাঙা পুতুল। Tuktuke Lal Ranga Putul । স্বরলিপি সহ ছোটদের গান

টুকটুকে লাল রাঙা পুতুল বউ সেজেছে আজ
বিয়ে বাড়ী ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ।।
কাঠ বেড়ালী বরের মাসী বসেছে মাঝখানে
তাক্‌ ধিনা ধিন ছড়া কেটে আসর জমায় গানে
তানপুরাতে তান ধরেছে ইঁদুর মহারাজ।।
পাড়া পড়শী এলো কতো ময়না টিয়ার দল
ভোজন শেষে সবাই তারা করছে কোলাহল
ছেলে মেয়ে হল্লা করে পরে নতুন সাজ।।

——————-
গানটি লিখেছেন আবদুল হাই আল-হাদী এবং সুর করেছেন এ.এফ.এম. আলিমউজ্জামান

Leave a Reply

%d bloggers like this: