তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না

কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল।

কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

বেদনা সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন,
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।

দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল।
তুমি আমার মনের মানুষ,সংগীতশিল্পী সুমনার
কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

নয়ন গভীরে আঙিনায়
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা,
কোথায় হারালে বল পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা।

দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল।
ও বন্ধু তুমি কই,কইরে প্রাণ বুঝি যায় রে,সংগীতশিল্পী সুমনার
কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল..

poddo patar jol,কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে,নগর বাউল,bangla band song,কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না,কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না লিরিক্স,কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে খবর,james,kobita,জেমস,nogor baul,kobita james,কবিতা জেমস,kobita james lyrics,kobita james song,kobita james cover

Leave a Reply