দেশ ছেড়েছেন বসুন্ধ’রা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের স্ত্রী’ সাবরিনা সোবহান।গতকাল মঙ্গলবার দেশের শীর্ষ একটি ইংরেজি দৈনিককে বিমান বন্দরের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর (এভিএসইসি) এক শীর্ষ কর্মক’র্তা এ খবর নিশ্চিত করেছে।তিনি বলেছেন, “গত সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে একটি কার্গো ফ্লাইটে করে সায়েম সোবহান আনভীরের স্ত্রী’ ঢাকা ত্যাগ করেন।’তবে কার্গো ফ্লাইটে করে তিনি কোন জায়গায় গেছেন তা জানাতে পারেননি বিমান বন্দরের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর (এভিএসইসি) ওই শীর্ষ কর্মক’র্তা।
এভিএসইসি’র শীর্ষ কর্মক’র্তা বলেন, ‘একই দিন সায়েম সোবহানও দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি।’তবে সায়েম কীভাবে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন এবং কী কারণে যেতে পারেননি সে বিষয়ে এভিএসইসি’র এই শীর্ষ কর্মক’র্তা বিস্তারিত জানাতে পারেননি।
এর আগে, গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে ফ্ল্যাট থেকে কলেজছা’ত্রী মোসারাত জাহান মুনিয়ার ম’রদেহ উ’দ্ধা’রের ঘটনায় দায়ের হওয়া মা’ম’লার আ’সা’মি বসুন্ধ’রা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিদেশযাত্রার ওপর আ’দা’লত নিষেধাজ্ঞা দিয়েছেন।