গন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রিতু কুন্ডু ইসলাম ধর্ম গ্রহণের পর এবার নামও পরিবর্তন করেছেন। পরিবর্তন করে তিনি নাম রেখেছেন আয়শা জাহান।
নোটারি পাবলিকের মাধ্যমে নিজের নাম পরিবর্তন করেছেন বলে নিশ্চিত করেছেন এই সহকারী অধ্যাপক।
গত বছরের ১৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলাম ধর্ম গ্রহণের কথা প্রকাশ্যে আনেন আয়শা জাহান। দীর্ঘ ২৯ বছর কোরআন-হাদিস পড়াশোনা করার পর এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
এবার নামও পরিবর্তন করেছেন জবির এই সহকারী অধ্যাপক। ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট দেবদাশ চন্দ্র অধিকারীর দেওয়া হলফনামার মাধ্যমে স্বেচ্ছায় রিতু কুন্ডু নিজের নতুন নাম রাখেন আয়শা জাহান।
নাম পরিবর্তন করা প্রসঙ্গে আয়শা জাহান বলেন, ‘আমি ২০১৭ সালেই ধর্ম পরিবর্তন করেছিলাম। গতকাল মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে নতুন নাম গ্রহণ করলাম। সার্টিফিকেটগুলোতে নাম পরিবর্তন করা শুরু করব। ইসলাম ধর্মে এই নামটি আমার খুব পছন্দের। আজ থেকে আমি আয়শা জাহান হিসেবেই পরিচিত হব।’