অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর সম্মানিত চেয়ারম্যান মহোদয় ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসাবে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বৃহত্তর রমনা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিনের সাবেক সহ সভাপতি এবং বর্তমান কমিটির সদস্য জনাব মোঃ আবুল বাসার সাহেবকে মনোনয়ন দিয়ে এডহক কমিটি অনুমোদন দিয়েছেন। আমি ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান এবং বিদ্যালয় পরিদর্শক স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।নবগঠিত এডহক কমিটির সভাপতি জনাব মোঃ আবুল বাসার সাহেবকে স্বাগতম জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস তাঁর যোগ্য নেতৃত্ব বিদ্যালয়ের শিক্ষার মান আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছে যায়। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
ধন্যবাদান্তে
দুলাল চন্দ্র চৌধুরী
প্রধান শিক্ষক
ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়।