নাও বাইও না মাঝি বিষম দইরাতে (ভাটিয়ালী গান) Kolo Kolo Cholo Cholo


Notice: Function WP_HTML_Tag_Processor::set_attribute was called incorrectly. Invalid attribute name. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.2.0.) in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6085

Kolo Kolo Cholo Cholo Lyrics – Loke Bole Prem

কলকল, ছলছল, নদী করে টলমল

ঢেউ ভাঙে ঝড়-তুফানেতে
নাও বাইয়ো না মাঝি বিষম দইরাতে
তুমি নাও বাইয়ো না মাঝি বিষম দইরাতে
ওরে গগনে গগনে হুংকারিয়া ছুটে মেঘ
শনশন বায়ু বহে চৌদিকে
মাঝি, নিমেষে গুটাইয়ো পাল, সামলে ধরিয়ো হাল
ধীরে ধীরে দিও পাড়ি বৈঠাতে
নাও বাইয়ো না মাঝি বিষম দইরাতে
তুমি নাও বাইয়ো না মাঝি বিষম দইরাতে
বদর বদর গলি, কিনারে কিনারে চলি
ভাটি গাঙে ভাটিয়ালি গাইয়ো
থাকলে জোয়ারে দেরি, লগি মারো তড়াতড়ি
বেলাবেলি ঘাটে ফিরা আইয়ো
থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে
দুরুদুরু কাঁপে হিয়া নৈরাশে
মোরে কূলে রাইখা বারাবার না যাইয়ো গাঙেতে আর
সাথে সাথে নিও তুলে নৌকাতে
নাও বাইয়ো না মাঝি বিষম দইরাতে
তুমি নাও বাইয়ো না মাঝি বিষম দইরাতে
কথা ও সুরঃ এ. কে. এম আব্দুল আজিজ

Leave a Reply