প্রায় এক বছর আগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় অবস্থিত শতবর্ষ পুরনো মহারাজা পরমহংস মন্দির ভেঙে দিয়েছিল উগ্রবাদীরা। সেটির এখন সংস্কার কাজ চলছে। সেখানে গতকাল শনিবার (১ জানুয়ারি) ভারত, যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় অঞ্চলের হিন্দু তীর্থযাত্রীরা উপাসনা করেছেন। এ সময় আশপাশের অঞ্চলে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু তীর্থযাত্রীদের মধ্যে প্রায় ২০০ জন ভারত থেকে আসে। এছাড়া দুবাই থেকে ১৫ জন এবং বাকি সবাই যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো থেকে এসেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় হিন্দুরা ওয়াঘা বর্ডার দিয়ে লাহোর হয়ে মন্দিরে আসেন। এ সময় তাদেরকে সার্বিক নিরাপত্তা দিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী।
প্রার্থনা অনুষ্ঠানটির আয়োজন করেছে পাকিস্তানি হিন্দু কাউন্সিল। আর তাদেরকে সহযোগিতা করেছে জাতীয় বিমান পরিষেবা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স।