বানরের বাচ্চাকে মে’রে ফেলেছিল কুকুরের দল। সেই হ’ত্যার প্রতিশোধ নিতে ভারতের দুটি গ্রামে অন্তত আড়াই শ কুকুরকে মে’রে ফেলেছে বানরের পাল। কুকুর-বানরের এমন শত্রুতায় আ’তঙ্কে আছে মহারাষ্ট্রের মাজালগাঁও ও লাভুল গ্রামের মানুষরা। খবর- ডেইলি মেইল।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, কুকুরগুলোকে ধরে প্রথমে বানরগুলো উঁচু ভবন কিংবা গাছের মগডালে নিয়ে যায়। পরে সেখান থেকেই ছুড়ে ফেলছে মাটিতে। সবচেয়ে ভ’য়াবহ অবস্থা লাভুল গ্রামে। এই গ্রামে আর একটি কুকুর ছানাও অবশিষ্ট নেই। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতেও দেখা গেছে নৃশংস এমন চিত্র। ভিডিওটিতে দেখা যায়, একটি কুকুর ছানাকে একটি ভবনের ছাদে নিয়ে যাচ্ছে একটি বানর! আরেকটি ভিডিওতে দেখা গেছে, বানরের দলকে গ্রামের ভেতর দিয়ে তাড়া করছে ক্ষিপ্ত একদল কুকুর।
এ সময় আশপাশে থাকা নারী ও শিশুরা নিরাপত্তার জন্য দিগ্বিদিক ছুটে পালাচ্ছে। বলা হচ্ছে, একটি অ;নাকাঙ্ক্ষিত ঘটনার সূত্র ধরে সেদিন থেকেই বানর আর কুকুরের মধ্যে এমন শত্রুতা তৈরি হয়েছে। কারণ একটি বানরের বাচ্চাকে মে;রে ফেলেছিল কুকুরের দল। বানর আর কুকুরের এমন যুদ্ধে আ’তঙ্কিত লাভুল গ্রামের বাসিন্দারা ইতিমধ্যেই বন বিভাগের কর্মকর্তাদের কাছে বিষয়টি জানিয়েছে।
উগ্র বানরগুলোকে চিহ্নিত করে আ’টকের জন্য অনুরোধ করেছে তারা। কিন্তু বেশ কয়েকবার অভিযান চালিয়ে একটি বানরকেও আ’টক করতে পারেননি বন বিভাগের কর্মকর্তারা। বন বিভাগের কর্মকর্তারা এই ঝামেলার মী’মাংসা করতে না পারায় এখন গ্রামের বাসিন্দারাই অসহায় অবশিষ্ট কুকুরগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু এটি করতে গিয়ে ওই গ্রামের বাসিন্দারাই এখন বানরের শত্রু হয়ে যাচ্ছে। শুধু তা-ই নয়, কুকুরকে বাঁচাতে গিয়ে কয়েকজন আ’হতও হয়েছে।