অনলাইন ব্যবসা এখন বেশ জমজমাট। সবাই ঝুঁকছেন এই দিকে। নতুন নতুন আইডিয়া নিয়ে নানা পণ্যের পসরা সাজিয়ে এক ছাদের নিচে আছেন উদ্যোক্তারা। বেকারদের কর্মসংস্থানও হচ্ছে এতে। এজন্য দরকার শুধু ফেসবুকে একটি পেজের। আপনি কোন ধরনের পণ্য বা সেবা নিয়ে আসছেন তার উপর নির্ভর করে পেজ খুলুন।
তবে ফেসবুক পেজ খোলার পর প্রথম কাজ হচ্ছে আপনার পেজকে সবার কাছে পৌঁছে দেওয়া। পেজের লাইক বা ফলোয়ার বাড়ানোর এবং সেই সঙ্গে পেজকে জনপ্রিয় করে তোলার উপায় জেনে নিন-পেজের ফ্যান-ফলোয়ার বাড়াতে কাস্টমারদের আলাদা মতামত বা পোস্ট শেয়ার করার জন্য গ্রুপ বানিয়ে নিতে পারেন। গ্রুপের কারণেও বাড়তে পারে অর্গানিক লাইক।
☞ পেজের ফলোয়ার বাড়াতে বা জনপ্রিয় করার আরেকটি সহজ উপায় হচ্ছে লাইভ ভিডিও। পেজ থেকে বেশি বেশি লাইভ করুন। এক্ষেত্রে হতে পারে পণ্য বা পেজের সঙ্গে মানানসই কোনো বিষয় নিয়ে লাইভ করা। ফেসবুক এখনও লাইভ ভিডিওগুলোকে তাদের নিউজ ফিডে সবার ওপরে রাখার চেষ্টা করে। এক্ষেত্রে কোনো পণ্য বা সেবার ডেমো কিংবা মজার কোনো টিউটোরিয়াল দেখাতে পারে
☞ অল্প কথায় বেশি তথ্য দিয়ে পোস্ট করুন। এতে ‘রিচ’ বাড়িয়ে দেয় ফেসবুক। একটি আদর্শ অর্গানিক ফেসবুক পোস্টের দৈর্ঘ্য হলো ৪০-৮০টি অক্ষর (ইংরেজিতে, স্পেসসহ
Read more: ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকআপ কিভাবে করবেন?
☞ পেজের এনগেজমেন্ট বাড়াতে বানিয়ে বানিয়ে কোনো কথা বলা যাবে না। কিংবা ভুল কিছু পোস্ট করতে যাবেন না। ভুয়া তথ্য নিয়ে ফেসবুক এখন বেশ সরব। ভুল তথ্যের ‘রিপোর্ট’ পেলে দেখা যাবে আপনার পেজটা চলে যাবে লাল তালিকা
ফলোয়ার মানে আসলে আমরা কি বুঝি? নিশ্চয়ই কে কে আমাদের অনুসরন করছে।
আর আমাদের সকলের সাধারনত একটাই চাওয়া কিভাবে ফলোয়ার বাড়াবো?
এতে করে আপনি যাদের রিকুয়েস্ট একসেপ্ট করবেন নাহ, তারা আপনার ফলোয়ার হয়ে যাবে।
আমাদের তোহ একসপ্তাহেও ১০ টি রিকুয়েস্ট আসে নাহ। আর যা আসে তা এক্সেপ্ট না করেও উপায় নেই৷
এর জন্য আপনাকে কোন ভোগান্তি দরকার হবে নাহ।
- ☞ কাস্টমার সার্ভিসের বেলায় ফাস্ট হোন। ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। এতে ক্রেতারা খুব সহজে আপনার পেজের প্রতি ইমপ্রেস হবে। অটোমেটিক রিপ্লাইয়ের ব্যবস্থা রাখুন। পেজের সেটিংস-এ গিয়ে বামপাশের মেসেজিং অপশনে যান। এরপর রেসপন্স অ্যাসিসট্যান্ট সিলেক্ট করে ‘সেন্ড ইনস্ট্যান্ট রিপ্লাইস’ সিলেক্ট করুন। চেঞ্জ-এ ক্লিক করে নিজের মতো করে বার্তাটি লিখুন। আপনার ক্রেতা বা গ্রাহক যদি শুধু এ দেশীয় হয়, তবে অভ্যর্থনার বার্তা বাংলাতেই লিখুন। সবশেষে ‘সেভ’ করু
ন।য়।)।ন।
Read more: পেপাল কি? পেপাল এর সুবিধা কি?
ফেসবুকে কিভাবে ফলোয়ার চালু করতে হয়, ফেসবুক ফলোয়ার বিক্রি, ফেসবুকে ফলোয়ার দেখার উপায়, ফেসবুকে সবচেয়ে বেশি ফলোয়ার কার, ফেসবুকে অটো ফলোয়ার নিন, ফেসবুকে ফলোয়ার চালু করার নিয়ম ২০২০, অটো ফলোয়ার ২০২০, ফেসবুকে ৫০০০ ফ্রেন্ড, ফেসবুকে অটো ফলোয়ার ২০২১, ফব অটো ফলোয়ার, ১ ক্লিকে ৫০০ লাইক, কিভাবে ফেসবুক পেজে অটো লাইক নিব, অটো ফলোয়ার অ্যাপ, অটো কমেন্ট, ফেসবুক অটো লাইক apps, অটো লাইকার