বকশীগঞ্জে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের কমিটি অনুমোদন

বকশীগঞ্জে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের কমিটি অনুমোদন
স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন (ঢাকা)প্রতিনিধিঃ বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সাংবাদিক রাশেদুল ইসলাম রনি সভাপতি, সাংবাদিক মতিন রহমান কে সাধারণ সম্পাদক ও সাংবাদিক এমদাদুল হক লালনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারী) বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি কেএম জসিম উদ্দিন পত্রে স্বাক্ষরিত এক বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দেন।

উক্ত ৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সহসভাপতি হিসাবে সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী,যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক আল মোজাহিদ বাবু,দপ্তর সম্পাদক ইমরান সরকার,অর্থ সম্পাদক জেলা গণ অধিকার পরিষদের সাবেক সহসভাপতি শাহরিয়ার সুমন।

অসহায় ও নির্যাতিত নারী-পুরুষ তথা ধর্ম, বর্ণ, গোত্র, জাতি, উপজাতি নির্বিশেষে সমভাবে আইনগত সাহায্য পেতে এবং মানবাধিকার লঙ্ঘন জনিত যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে ভূমিকা পালন করবে উক্ত কমিটি।

আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ বকশীগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিঠি গঠিত হবে।

আরও পড়ুনঃ গ্রীন টি এর উপকারিতা | টি বাজার বিডি

Leave a Reply