ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের বাঁকুড়ায় নিজের স্ত্রীর সাথে তার প্রেমিকের বিয়ে দিলেন স্বামী। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যার দিকে বাঁকুড়ার বড়জোড়া থানার শালগাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়, বড়জোড়ার শালগাড়ার ওই যুবক স্ত্রীর কপালে পরানো সিঁদুরও মুছে দিয়েছেন। পরে স্ত্রীকে সঁপে দেন তার প্রেমিকের হাতে। গ্রামের একটি মন্দিরে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
শালগাড়া গ্রামের বাসিন্দা রাখী বাগদির বিয়ে হয় আউসগ্রামের অভিরামপুরের প্রদীপ বাগদির সাথে। ২০১৭ সালে তাদের বিয়ে হয়। তাদের ঘরে সন্তানও আছে। বর্তমানে সেই সন্তানের বয়স তিন বছর।
মেয়েটির প্রেমিকের নাম সুরেশ বাউরি। তার সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সেই কথা বেশিদিন চাপা থাকেনি। স্ত্রীর নতুন এই সম্পর্কের কথা জানতে পারেন স্বামীও। বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানার পরই এক অভিনব ভাবনা ভাবেন তিনি।
রুশদির জন্য চিন্তায় ঘুম ওড়ে পদ্ম লক্ষ্মীর! সুস্থ হচ্ছেন জেনে স্বস্তিতে প্রাক্তন স্ত্রী
তিনি মনে করেন, স্ত্রী যাকে ভালবাসেন তার কাছেই থাকা দরকার। এরপর বৃহস্পতিবার নিজের স্ত্রীর সাথে সেই প্রেমিকের বিয়ে দেন তিনি। বিয়ের সব আয়োজনও করেন তিনি।