‘বিবাহিত পুরুষের প্রেমে পড়বেন না’

বিবাহিত পুরুষের প্রেমে পড়বেন না। ভিডিও করে বন্ধু ও ভক্তদের সতর্ক করলেন অভিনয়শিল্পী নীনা গুপ্তা। ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে তিনি তুলে ধরেন বিবাহিত পুরুষের সঙ্গে জড়িয়ে পড়লে কতটা ক্ষতি হতে পারে। ক্রিকেট তারকা ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কে ছিলেন নীনা গুপ্তা।

তা নিয়ে সংবাদমাধ্যমের সামনে কথাও বলেছেন তিনি। সোমবার এই প্রসঙ্গ টেনেই একটি ভিডিও শেয়ার করে তিনি বলেছেন, বিবাহিত পুরুষের প্রেমে পড়বেন না। দয়া করে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াবেন না। নীনার কথায়, আপনি হয়তো বিবাহিত পুরুষের প্রেমে পড়বেন এবং বলবেন, কেন আপনারা আলাদা হচ্ছেন না। তিনি তার স্ত্রীর সঙ্গেও আলাদা হবেন না।

আপনি প্রেমে পড়ে যাবেন। সময় কাটাতে শুরু করবেন। একসঙ্গে বেড়াতে যাবেন। রাত কাটাবেন। তার পরে একদিন আপনি তাকে ডিভোর্স করে আপনাকে বিয়ে করতে বলবেন। তখন তিনি আপনাকে ছেড়ে চলে যাবেন। নীনা আরো বলেছেন, তিনি এক সময়ে ভেবেছিলেন ভিভ রিচার্ডসের স্ত্রীকে ফোন করে বলে দেবেন পুরো বিষয়টা।

আর তাই নীনা বলছেন, আমি নিজে ভুক্তভোগী। তাই আপনাদের বলব, দয়া করে বিবাহিত পুরুষের প্রেমে পড়বেন না। তাদের সঙ্গে সম্পর্কে জড়াবেন না।

তথ্যসূত্র:- কালের কন্ঠ

আরও পড়ুন:পরীমনির বাসায় যা পাওয়া গেল, চিত্রনায়িকা পরীমনি আটক

 

 

ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।

Leave a Reply