বাণী চিরন্তনী
রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ কিছু বাণী –
বাণী চিরন্তনী আপন স্বতন্ত্র জীবনের চেয়েও বড় যে জীবন সে জীবনে বাঁচতে চেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।
রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
“ আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। ”
“ পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ। ”
“ মন দিয়ে মন বোঝা যায়, গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে। ”
“ ধর্ম যারা সম্পূর্ণ উপলব্ধি না করিয়া প্রচার করিতে চেষ্টা করে তহারা ক্রমশই ধর্মকে জীবন হইতে দূরে ঠেলিয়া থাকে। ইহারা ধর্মকে বিশেষ গন্ডি আঁকিয়া একটা বিশেষ সীমানার মধ্যে আবদ্ধ করে। ”
” চোখ কতটুকুই দেখে কান কতটুকুই শোনো স্পর্শ কতটুকুই বোধ করে। কিন্তু মন এই আপন ক্ষুদ্রতাকে কেবলই ছড়িয়ে যাচ্ছে। ”
” যৌবনই ভোগের কাল বার্ধক্য স্মৃতিচারণের। ”
“ ক্ষুদ্রকে লইয়াই বৃহৎ, সীমাকে লইয়াই অসীম, প্রেমকে লইয়াই মুক্তি। প্রেমের আলো যখনই পাই তখনই যেখানে চোখ মেলি সেখানেই দেখি, সীমার মধ্যে সীমা নাই। ”
“ নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। ”
- আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না।
- গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ।
- অক্ষমের লোভ আলাদিনের প্রদিপের গুজব শুনলেই লাফিয়া অঠে।
- মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।
- ধর্ম যারা সম্পূর্ণ উপলব্ধি না করিয়া প্রচার করিতে চেষ্টা করে তহারা ক্রমশই ধর্মকে জীবন হইতে দূরে ঠেলিয়া থাকে। ইহারা ধর্মকে বিশেষ গন্ডি আঁকিয়া একটা বিশেষ সীমানার মধ্যে আবদ্ধ করে।
- লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই।
- নির্দয় হবে না, কিন্তু কর্তব্যের বেলায় নির্মম হতে হবে।
- যার সঙ্গে মানুষের লোভের সম্বন্ধ তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে, কিন্তু কখনো তাকে সম্মান করে না।
- আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় – একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম।
- সম্ভবপরের জন্য সব সময় প্রস্তুত থাকাই সভ্যতা; বর্বরতা পৃথিবীতে সকল বিষয়েই অপ্রস্তুত।
ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন
তথ্যসূত্র: wikipedia
ছবিঃ ইন্টারনেট
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, বিশ্বকবি রবীন্দ্রনাথ, Biography, জীবনী, Bangla Biography, Bangla News, Bd News,
rabindranath thakurer bani,রবীন্দ্রনাথের বাণী,রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী,রবীন্দ্রনাথের উক্তি,রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি,বাণী ও উক্তি,মনীষীদের উক্তি,মনীষীদের বাণী,rabindranath tagore bani in bengali,bani chirantan,bani chirantan bengali,efactbengali,বাণী চিরন্তনী,অমিয় বাণী,উক্তি সমূহ,বিখ্যাত উক্তি,quotes in bengali,অমরবাণী,বিখ্যাত মনীষীদের বাণী,মহৎ বাণী,বাণী,স্বরণীয় কিছু উক্তি,গুণীজনের নীতি কথা,bangla motivational quote,bani banglaরবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্র সঙ্গীত, পূজার রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথের বাণী, রবীন্দ্রনাথ উক্তি, রবীন্দ্রনাথের উক্তি, Rabindra nath tagore quotes in bengali