বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পাকিস্তানের | বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয়

আজ রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার টুয়েলভের ম্যাচে ক্রিকেটবিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই মহারণে ভারতকে ১০ উইকেটে হারালো বাবর আজমের দল।

মিথ ভাঙল পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় বাবরদের

 

  • প্রথমে ব্যাট করে ভারেত ৭ উইকেটে ১৫১ রান তোলে।
  • অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন বিরাট কোহলি।
  • পাকিস্তানের দুই ওপেনারই হাফ-সেঞ্চুরি করে অপরাজিত থাকেন।
  • ১০ উইকেটের দাপুটে জয় বাবর আজমদের

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের হাই-ভোল্টোজ ম্যাচে সম্মুখসমরে নামে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টের ইতিহাসে এই নিয়ে মোট ৬ বার একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামে দু’দেশ। আগের ৫ বারই জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। এবার ম্যাচ জিতে ছবিটা বদলে দেন বাবর আজমরা। কোহলিরা নিজেদের আধিপত্য কায়েম রাখতে পারেননি।

ম্যাচের সেরা শাহিন আফ্রিদি

৪ ওভারে ৩১ রানের বিনিময়ে রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলির উইকেট নেওয়া শাহিন আফ্রিদি ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

১০ উইকেটে জয় পাকিস্তানের

ভারতের ৭ উইকেটে ১৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৭.৫ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ১৫২ রান তুলে নেয়। তারা ১০ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে। বিশ্বকাপের এই প্রথমবার ভারতকে হারাতে সক্ষম হয় পাকিস্তান। ৬ বারের প্রচেষ্টায় টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় বাবরদের। ১৮তম ওভারে শামির বলে ২টি চার ও ১টি ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন মহম্মদ রিজওয়ান। যদিও উইনিং শটটি নেন বাবর। রিজওয়ান ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন। বাবর ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৬৮ রানের

‘বিরাট শোকগাথা’, বিশ্বকাপে পাকিস্তানের কাছে প্রথম হার ভারতের

আনলাকি থার্টিনে থেমে গেল ভারতের বিজয় রথ ৷ অপয়া 13-র গেরোয় আটকে গেল ভারত ৷ বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের কাছে প্রথমবার হারল টিম ইন্ডিয়া ৷ এর আগে ওয়ান ডে ও টি-20 বিশ্বকাপ মিলিয়ে 12 বারের সাক্ষাতে কোনওবার জিততে পারেনি পাকিস্তান ৷ কিন্তু রবিবার দুবাইয়ে বিশ্বকাপের ইতিহাসে 13তম সাক্ষাতে হার মানল ভারত ৷ আর সেটা হল ক্যাপ্টেন কোহলির হাত ধরে ৷ পাকিস্তানের জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন ক্যাপ্টেন বাবর আজম ৷ 152 রান তাড়া করে 10 উইকেটে ম্যাচ জিতে নিল ‘মেন ইন গ্রিন’ ৷

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দেশবাসীকে প্রথম জয়ের স্বাদ এনে দিলেন ক্যাপ্টেন বাবর ৷ দুই পাক ওপেনারই হাফ-সেঞ্চুরি করে দলের জয় এনে দেন ৷ 52 বলে 68 রান করেন বাবর ৷ আর 55 বলে 78 রান করেন মহম্মদ রিজওয়ান ৷ পাকিস্তানের কোনও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলাররা ৷ সেই সঙ্গে লজ্জার ইতিহাস গড়ল বিরাটের ভারত ৷

এর আগে আইসিসি টুর্নামেন্ট বিরাট কোহলির নেতৃত্বে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে হেরেছে ভারত ৷ 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে লর্ডসে কোহলির ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সরফরাজ খানের পাকিস্তান ৷ চার বছর পর ভারতীয় ক্রিকেটে ফের ‘বিরাট শোকগাথা’ ৷ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের প্রথমবার হার ৷ সেটাও এল বিরাটের নেতৃত্বে ৷ এর আগে টি-20 বিশ্বকাপে পাঁচবারের সাক্ষাতে প্রতিবারই জিতেছিল ভারত ৷

2007 সালে বিশ্বকাপের মহেন্দ্র সিং ধোনির হাত ধরে টি-20 বিশ্বকাপে পথ চলা শুরু হয়েছিল ভারতের ৷ 2016 সালে শেষ টি-20 বিশ্বকাপেও ধোনির নেতৃত্বে ভারতের জয়ের ধারা অব্যাহত ছিল ৷ বিরাটের নেতৃত্বে মাঠে নামার আগে পাঁচ বারের সাক্ষাতে প্রতিবারই ধোনির নেতৃত্বে বাজিমাত করেছিল টিম ইন্ডিয়া ৷ টি-20 বিশ্বকাপে ভারতকে প্রথমবার নেতৃত্ব দিয়েই দেশবাসীকে ‘বিরাট লজ্জা’ উপহার দিলেন কোহলি ৷

রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম ৷ কিন্তু ভারতের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের ৷ ইনিংসের চতুর্থ ডেলিভারিতেই রোহিত শর্মাকে ডাগ-আউটে ফিরিয়ে পাকিস্তানকে দারুণ শুরু দিয়েছিলেন শাহিন আফ্রিদি ৷ এখানেই শেষ নয় ৷ নিজের দ্বিতীয় ওভারে লোকেশ রাহুলকে আউট করে ভারতীয় ইনিংসের ভিত নড়িয়ে দিয়েছিলেন এই বাঁ-হাতি পাক পেসার ৷ এছাড়াও ইনিংসের 19তম ওভারে ক্যাপ্টেন কোহলির উইকেট তুলে নেন আফ্রিদি ৷ টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার আউট হিন কোহলি ৷ ভারতীয় ইনিংসে সর্বোচ্চ 57 রান করেন বিরাট ৷ 49 বলে পাঁচটি বাউন্ডারি ও একটি ছয় মারেন কোহলি৷ দ্বিতীয় সর্বোচ্চ রান ঋষভ পন্থের 39 রান ৷ চার ওভারে 31 রান দিয়ে 3 উইকেট নেন আফ্রিদি ৷

বিস্তারিত আসছে…

Leave a Reply