ঢাকায় বেসরকারী হাসপাতালের নাম ও ঠিকানা

ছোট, বড়, সরকারী, বেসরকারী মিলিয়ে ঢাকায় হাসপাতালের সংখ্যা অনেক। রাজধানী হওয়ার সুবাদে দেশের সেরা চিকিৎসা সেবাটা এখানেই পাওয়া যায়। কেবল ঢাকাবাসীরাই নন, প্রতিদিনই ঢাকার বাইরে থেকে বহু রোগী এখানে আসেন চিকিৎসার জন্য। সরকারী হাসপাতালগুলোয় বেড এবং কেবিনের সংকটের চিত্র চিরচেনা। তবে ঢাকার বাইরে থেকে আসা রোগীরা কেবিন এবং বেড পাওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পান। অন্যদিকে বেসরকারী হাসপাতালগুলোয় বেড এবং কেবিনের সংকট সাধারণত থাকে না। তবে খরচটা স্বাভাবিকভাবেই অনেক বেশি।

সাধারণভাবে যেকোন চিকিৎসার জন্য যাওয়া যেতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (সাবেক পিজি হাসপাতাল), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, মিডফোর্ট হাসপাতালসহ বড় সরকারি হাসপাতালগুলোয়।

অবশ্য বিশেষায়িত সরকারি হাসপাতালও রয়েছে ঢাকায় এগুলোর মধ্যে শিশু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল, কিডনী এন্ড ইউরোলজি ইনস্টিটিউট হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, ডেন্টাল কলেজ হাসপাতাল ইত্যাদির নাম উল্লেখযোগ্য।

একটা সময় দেশে বেসরকারী খাতে হাসপাতাল বা ক্লিনিকের অনুমোদনই ছিল না। তবে এখন সে বিধিনিষেধ নেই। দেশি-বিদেশি বিনিয়োগে বড় বড় বেশ কয়েকটি হাসপাতাল হয়েছে দেশে। এসব হাসপাতালের মধ্যে এপোলো হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, ল্যাব এইড হাসপাতাল, পপুলার হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, মেডিনোভা হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, বারডেম জেনারেল হাসপাতাল, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ইত্যাদির নাম উল্লেখযোগ্য।

সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় বেশ কিছু কমিউনিটি ক্লিনিকও পরিচালিত হচ্ছে। এসব জায়গায় প্রধানত মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়া হয়।

সরকারি হাসপাতালগুলোয় সাধারণত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হয়। তবে প্রধানত দিনের প্রথমাংশে অর্থাৎ সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত এই কার্যক্রম চলে। এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল।

এ হাসপাতালেও সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত নিয়মিত চিকিৎসা কার্যক্রম চলে। তবে সম্প্রতি বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসাল্টেশন সেবা চালু করা হয়েছে। এজন্য ২০০ টাকা মূল্যের একটি টিকেট কাটতে হবে, এক টিকেটে সর্বোচ্চ দুইবার দেখানো যায় এবং টিকেটের মেয়াদ একমাস। আর এ হাসপাতালের রোগ নির্ণয় ব্যবস্থা বা ডায়াগনস্টিক সার্ভিস সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে।

ঢাকার অন্যান্য সরকারী হাসপাতালগুলোর কার্যক্রমও সকাল আটটায় শুরু হয় এবং দুপুর পর্যন্ত চলে। দশ টাকা মূল্যের টিকেট কেটে বহির্বিভাগে চিকিৎসককে দেখাতে হয়। তিনি প্রয়োজনীয় পরীক্ষা করানো, ওষুধ কিংবা হাসপাতালে ভর্তিসহ প্রয়োজনীয় পরামর্শ দেন। সরকারি হাসপাতালগুলোতেই পরীক্ষার ব্যবস্থা থাকলেও অনেক সময় বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে বাইরে থেকে পরীক্ষা করাতে হয়।

বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসা কার্যক্রম সকাল থেকেই শুরু হলেও অধিকাংশ বেসরকারী হাসপাতালের মূল কার্যক্রম শুরু হয় বিকালে। প্রধানত সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকগণ এখানে রোগী দেখেন। অবশ্য এখন স্কয়ার, এ্যাপলো হাসপাতালের মত হাসপাতালগুলো কনসাল্টেশন সেবা নির্ভর নয়। হাসপাতালের মতই চিকিৎসা কার্যক্রম চলে এসব বড় হাসপাতালগুলোয়।

বেসরকারী হাসপাতালগুলোর আউটডোর টিকেটের মূল্যে বেশ ভিন্নতা  পরিলক্ষিত হয়। এটি ৪০ টাকা থেকে ২০০ টাকা বা ৩০০ টাকা পর্যন্ত হতে পারে।

আনোয়ার খান মডার্ন হাসপাতাল লিঃ ঢাকা

ঠিকানা: হোল্ডিং নং -17, রোড -8, ধানমন্ডি, ঢাকা

ফোন: হট লাইন: + 88-02-9661213, + 88-02-9670295, + 88-02-58616074

স্কয়ার হাসপাতাল লিমিটেড

ঠিকানা: 18 / এফ বীর উত্তম কাজী নুরুজ্জামান সারাক, পশ্চিম পান্থপথ, ঢাকা – 1205, বাংলাদেশ

যোগাযোগ: + 8802-8159457, + 8802-8142431

কাস্টমার কেয়ার: 10616, ইমেল: info@squarehomot.com

ইউনাইটেড হাসপাতাল গুলশান

ঠিকানা: প্লট 15, রোড 71, গুলশান, ঢাকা -1212, বাংলাদেশ

যোগাযোগ: +8802 8836444 + 8802 8836000 ফ্যাক্স: +88 02 8836446

অ্যাপোলো হাসপাতাল

ঠিকানা: প্লট: 81 ব্লক: ই, ঢাকা 1229

ফোন: 02-55037242

ল্যাব এইড হাসপাতাল

ঠিকানা: বাড়ি- 06 রোড -০৪, ঢাকা 1205

ফোন: 09666-710606

ইবনে সিনা হাসপাতাল

ঠিকানা- বাড়ি 48, রোড 9 / এ, ধানমন্ডি, ঢাকা 1209।

যোগাযোগ- +88 02 9126625-6, + 8801717-351631

পপুলার হাসপাতাল

ঠিকানা- বাড়ি # 25, রোড # 2, ধানমন্ডি; ঢাকা – 1205, বাংলাদেশ

ফোন: 02-9669301

বারডেম হাসপাতাল

ঠিকানা: 22, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, শাহবাগ, ঢাকা 1000, বাংলাদেশ

ফোন: 02-9661551

বিএসএমএমইউ হাসপাতাল

ঠিকানা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিএসএমএমইউ, ঢাকা 1000

ফোন: 01866-637482

বাংলাদেশ চক্ষু হাসপাতাল

ঠিকানা:, 78, সাতমসজিদ রোড (রোড # 27), ধানমন্ডি, ঢাকা, 1205, বাংলাদেশ।

ফোন: (+88) 09666787878, 01916629999, 02-9102264

ঢাকা মেডিকেল কলেজ

ঠিকানা- রোড 13 এ, 1205 ঢাকা, বাংলাদেশ

যোগাযোগ- 02 55165088, 02 55 165001

শমরিতা হাসপাতাল লিমিটেড

ঠিকানা: 89/1 পান্থপথ, ঢাকা 1215

ফোন: 02-9131901

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল

ঠিকানা- শের-ই-বাংলা নগর, ঢাকা -1207

ফোন: 02-8144048

স্কয়ার হাসপাতাল

(চিকিৎসকের ফি ১০০০ টাকা, রোগী তার পছন্দমত চিকিৎসককে দেখাতে পারেন।)       ঠিকানা: ১৮/এফ, পশ্চিম পান্থপথ, ঢাকা১২০৫, বাংলাদেশ।

টেলিফোন: +৮৮০২৮১২৯৩৩৪, ৮১৫৬৫২২, ৮১৫৭৮৫৩, ৮১৫৯৪৫৭৬৪

ফ্যাক্স: +৮৮০২৯১১৮৯২১

ওয়েবসাইটwww.squarehospital.com

 

এ্যাপোলো হাসপাতাল

(এখানে চিকিৎসককে দেখাতে চাইলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফি ৭৫০ টাকা। এরপর রোগী যে চিকিৎসককে দেখাতে চাইছেন তাঁর এপয়েন্টমেন্ট নিতে হবে। বিভিন্ন চিকিৎসকের ফি বিভিন্ন রকম এটা ১০০০ থেকে ১৩০০ টাকার মধ্যে।)          ঠিকানা: প্লট ৮১, ব্লক , বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা১২১৯।

পিএবিএক্স: (02)-8401661

ফ্যাক্স: (02)-8401679, (02)-8401161, (02)-8401691

মেইলinfo@apollodhaka.com (সাধারণ তথ্যের জন্য)

feedback@apollodhaka.com (ফিডব্যাক)

ওয়েবসাইট:

www.apollodhaka.com
www.facebook.com/apollodhaka
www.twitter.com/apollodhaka
www.youtube.com/apollodhaka
www.apollodhaka.blogspot.com
www.gplus.to/apollodhaka

বারডেম জেনারেল হাসপাতাল

এই হাসপাতালে আন্তঃ বহিঃ বিভাগীয় রোগীর চিকিৎসা ব্যবস্থা আছে।   অবস্থান: শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে এর অবস্থান।

ফোন: ৮৬১৬৬৪১

কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ

কিডনী ফাউন্ডেশনের হাসপাতালের আউটডোর ইউনিট সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। বিশেষভাবে কনসাল্টেশন সার্ভিসটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে রাত ৮পর্যন্ত খোলা থাকে। ওপিডি বিভাগটি প্রতি শনিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। এই ইউনিটে কিডনী রোগ, ডায়েবেটিস, হাইপারটেনশন, ইউরোলজীক্যাল এবং স্টোন সমস্যা, ডায়ালাইসিস এবং কিডনী ট্রান্সপ্লান্টেশন সার্ভিস প্রদান করা হয়। এছাড়া ডায়ালাইসিস এর রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।     ঠিকানা

কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ

প্লট /, সড়ক ০১, সেকশন ০২

মিরপুর, ঢাকা ১২১৬।

ফোন: +৮৮০২৮০৫৫৮২৭, +৮৮০২৮০৫৩৭৮৬

ইমেইলrashid@bol-online.com

ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট

প্রধানত হৃদরোগীদের জন্য তৈরি হাসপাতালে আউটডোর বিভাগ ছাড়াও ২৪ ঘন্টার জরুরি বিভাগ এবং এম্বুলেন্স সার্ভিস রয়েছে।

এখানে বহির্বিভাগে রোগী দেখাতে চাইলে সকালে এপয়েন্টমেন্ট নিতে হবে। চিকিৎসকের ফি ৭০০ টাকা, তবে প্রফেসর বা এরকম পার্যায়ের জ্যেষ্ঠ চিকিৎসকের ফি ৯০০ টাকা। রোগী চাইলে কোন নির্ধিষ্ট চিকিৎসককেও দেখাতে পারেন। সেক্ষেত্রে যে দিন দেখাতে চাইছেন তার আগের দিন সংশ্লিষ্ট চিকিৎসককে পরের দিন পাওয়া যাবে কিনা জেনে নিয়ে এপয়েন্টমেন্ট নিতে হবে।

            ঠিকানা

১২২, কাজী নজরুল ইসলাম এভিনিউ (৪র্থ ৫ম তলা), শাহবাগ, ঢাকা১০০০

ফোন৮৮০২৯৬৭১১৪১৪৩, ৮৮০২৯৬৭১১৪৫৪৭

এপয়েন্টমেন্টএক্সটেনশন ২০৬, মোবাইল ফোন: ০১৭১৪০০৬৭০৬

কার্ডিয়াক ইমার্জেন্সি: এক্সটেনশন ১১১, মোবাইল ফোন: ০১৭১৩০০৩০০৪

কার্ডিয়াক এ্যাম্বুলেন্স: এক্সটেনশন ২০৬, মোবাইল ফোন: ০১৭১৩০০৩০০৪

ডায়াগনস্টিক ল্যাবরেটরী: এক্সটেনশন ২১৫, ২১৬, ২১৭

ব্লাড ব্যাংক: এক্সটেনশন ২১৮

কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন: এক্সটেনশন ১৪০

ফ্যাক্স৮৮০২৯৬৭৪০৩০

মেইল– info@brahimcardiac.org.bd

ওয়েব– www.ibrahimcardiac.org.bd

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল

এই হাসপাতালে বহি:বিভাগে বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করে থাকেন। প্রথমবার রোগীকে ডাক্তার দেখানোর জন্য ৩০০ টাকা মূল্যের একটি কার্ড সংগ্রহ করতে হয়। পরবর্তী  (একবছর এই কার্ড দেখিয়ে মাত্র ১০০ টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখানো যায়। এখানে মেডিসিন, সার্জারী, গাইনী, অর্থোপেডিক, শিশু রোগ, চক্ষু, নাককানগলা, কার্ডিওলজি, নিউরো সার্জারী, নিউরো মেডিসিন, কিডনি, মানসিক রোগ, ডায়বেটিস, চর্ম রোগ, ইউরোলজি সহ মোট ১৭টি বিভাগের অধীনে প্রতিদিন রোগীদের চিকিৎসা প্রদান করা হয়।           অবস্থান: মগবাজার ওভারব্রীজ থেকে ১০০ গজ পশ্চিম দিকে ইস্কাটন গার্ডেন রোড এটি অবস্থিত।

যোগাযোগ: ৮৩১১৭২১

এই হাসপাতালের নিজস্ব ৪টি অ্যাম্বুলেন্স রয়েছে। যোগাযোগ: ৮৩১১৭২১৫।

হারুন আই হসপিটাল

হাসপাতালে আলাদা আউটডোর নেই। কেবল বিভিন্ন চক্ষু চিকিৎসকের  কনসাল্টেশন সার্ভিস রয়েছে। বিভিন্ন চিকিৎসককে দেখানোর নিয়ম বিভিন্ন। কোন চিকিৎসককে দেখাতে চাইলে শুক্রবার সশরীরে গিয়ে সিরিয়াল নিতে হয় (কেবল শুক্রবারে পুরো সপ্তাহের সিরিয়াল দেয়া হয়) আবার অনেক চিকিৎসককে দেখাতে চাইলে ফোনে সিরিয়াল দিলেই চলে।

            অবস্থান

ধানমন্ডির মিরপুর রোডে অবস্থিত গণ স্বাস্থ্য হাসপাতাল থেকে ১০ গজ দক্ষিণে হারুন আই হসপিটাল অবস্থিত।

ঠিকানা

বাড়ি# ১২/, রোড# , মিরপুর রোড ধানমন্ডি, ঢাকা১২০৫

মোবাইল নম্বর: ০১৫৫২৩৯৭৫১৮, ০১৫৫২৩৯৭৫১৭

অনুসন্ধান

  • ৯৬১৩৯৩০৩৪
  • ৮৬১৯০৬৮

 

শমরিতা হাসপাতাল

রোগীর অবস্থা বুঝে কর্তব্যরত ডাক্তার রোগীকে হাসপাতালে ভর্তি  পরামর্শ দেন। রোগী চাইলে খালি থাকা সাপেক্ষে তার পছন্দমতো কেবিন বা সিট ভাড়া নিতে পারেন। সবসময় সিট বা কেবিন পাওয়া যায়।   ছুটির দিনসহ অন্যান্য বন্ধের দিনেও খোলা থাকে।     ঠিকানা অবস্থান

শমরিতা হসপিটাল লিমিটেড

৮৯/, পান্থপথ, ঢাকা১২১৫।

টেলিফোন: ৯১৩১৯০১ (মাস্টার লাইন)

ফ্যাক্স: ৮৮০২৯১২৯৯৭১

ইমেইলsamorita@bangla.net

ওয়েবwww.samoritahospital.net

লায়ন্স চক্ষু হাসপাতাল

বহি:র্বিভাগে ডাক্তার দেখাতে হলে রোগীকে ৩০ টাকা রিশোধ করে রেজিষ্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে হয়।

            কানা এবং অবস্থান

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন

লায়ন্স ভবন, বেগম রোকেয়া সরণী

আগারগাঁও, ঢাকা১২০৭।

ফোন: +৮৮০২৯১৩১৯৯০, ৮১১০৮৯৪, ৮১৫৭১৫২।

ফ্যাক্স: +৮৮০২৮১৫৭১৫২।

ইমেইলblf@blfbd.org

ওয়েবwww.blfbd.org

আগারগাঁও আইডিবি ভবনের ১০০ গজ উত্তর পাশে এটি অবস্থিত।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ

বহির্বিভাগ টিকেটের মূল্য ৫০ টাকা। প্রয়োজনে চিকিৎসক ভর্তির পরামর্শ দেন।

ভর্তি ফি ৪০০ টাকা। ঠিকানা ফোন

প্লট নং /, সেকশন, মিরপুর, ঢাকা১২১৬।

ফোন৮০৬১৩১৪, ৮০৫৩৯৩৫৬।

ফ্যাক্স৮০২১৩৯৯

মেইল– nhfadmin @ agni. com

ওয়েবসাইট– www.nht.org.bd

আয়শা মেমোরিয়াল হাসপাতাল

এখানকার বর্হিবিভাগে মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি, গাইনী, নিউরো মেডিসিন, লিভার, সার্জারী, জেনারেল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জারী, ইউরোলজী, মানসিক, অর্থোপেডিক, নাককানগলা, চর্ম ইত্যাদি রোগের চিকিৎসা দেয়া হয়।  অবস্থান ঠিকানা

মহাখালী রেল ক্রসিং থেকে ৩০০ গজ পশ্চিম দিকে এগোলে হাতের বামে এটি পাওয়া যায়। (ইউরেকা সিএনজি স্টেশনের পাশের গলি, রাওয়া ক্লাবের বিপরীতে।)

ঠিকানা

৭৪/জি, পিকক স্কয়ার, মহাখালী, ঢাকা।

ফোন: ৯১২২৬৮৯৯০, ৮১৪২৩৭০৭১

মোবাইল: ০১৯১৯৩৭২৬৪৭, ০১৯১৫৪৯০০০৬

উত্তরা সেন্ট্রাল হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার

            ঠিকানা

বাড়ি# , রোড# , সেক্টর# , উত্তরা, ঢাকা১২৩০।

ল্যানড ফোন: (০২) ৮৯১৮৭৭৮

মোবাইল ফোন০১৭১১১৮২৫২২

 

ম্যাক্স হেলথ কেয়ার

শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল ১০ টা থেকে  সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিসটি খোলা থাকে।            অবস্থান ঠিকানা

গুলশান চৌরাস্তার উত্তর পশ্চিম কোনায় অবস্থিত নাভানা টাওয়ারের তলায় ম্যাক্স হেলথ কেয়ার সেন্টার অবস্থিত। এটির ঠিকানা

স্যুইট# বি, লেভেল# (৮ম তলা), নাভানা টাওয়ার, ৪৫ গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা। যোগাযোগের ফোন নম্বর০২৮৮২১৬০৪, ০১৯২৯০০০০০০, মেইল– maxhealthcare@mirageservicese.com, ওয়েবসাইট– www.maxhealthcare.in

ইউনাইটেড হাসপাতাল, গুলশান

এই বিভাগে রোগী দেখাতে হলে প্রথমেই নিবন্ধন/রেজিষ্ট্রেশন করতে হবে। নিবন্ধন/রেজিষ্ট্রেশন ফি ৬০০ টাকা। হাসপাতালের ওয়েব সাইটের মাধ্যমেও নিবন্ধন/রেজিষ্ট্রেশন করা যায়। তবে টাকা হাসপাতালে এসে দিতে হবে।            ঠিকানা যোগাযোগ অবস্থান

ইউনাইটেড হসপিটাল, প্লট১৫, সড়ক১৭, গুলশান, ঢাকা, বাংলাদেশ।

ফোন:- ৮৮৩৬০০০, ৪৪৩৬৪৪৪, ০১৯১৪০০১৩১৩। ফ্যাক্স:- ৮৮০২৮৮৩৬৪৪৬

জরুরী:- ০১৯১৪০০১২৩৪, ০১৯১৪০০১২৩২। ওয়েব সাইট:- www.uhlbd.com

ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল

মাত্র ৫০ টাকা ফি দিয়ে সার্বক্ষণিক আউটডোর সার্ভিস, ১৫০ টাকা ফি দিয়ে আরপি আরএস এবং ২০০ টাকা ফি দিয়ে মেডিসিন, গাইনী, ইএনটি, শিশুরোগ, চর্ম যৌন রোগ, মনোরোগ, জেনারেল সার্জারী, নিউরো সার্জারীসহ সকল বিভাগের অধ্যাপক বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর সুযোগ প্রতিদিন সকাল .০০ টা থেকে দুপুর .০০ টা পর্যন্ত।   ঠিকানা

//বি, কল্যাণপুর, ঢাকা১২১৬। ফোন ৯০১০৩৯৬, ৯০০৫৫৯৫, ৯০০৫৬১৭। ফ্যাক্স ৮৮০৯০০৫৫৯৫। মেইল ismcdhaka@yahoo.com, ওয়েবসাইট www.ismc.ac.bd

ইসলামিয়া চক্ষু হাসপাতাল

কাউন্টার থেকে ২০ টাকা মূল্যের টিকেট কেটে বহি:বিভাগে ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে। এখানে মোট ৭টি বিভাগ রয়েছে। এগুলো হলো – 1. General ophthalmic service, 2. Refractive error, 3. Amblyopia, 4. Squint, 5. Cataract, 6. Injury, 7. শিশু চক্ষু রোগ। অবস্থান

ফার্মগেট, শেরে বাংলা নগর, ঢাকা১২১৫ এই ঠিকানায় হাসপাতালের অবস্থান। (তিন) তলা বিশিষ্ট হাসপাতাল ভবনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পশু সম্পদ অধিদপ্তরের বিপরীত দিকে অবস্থিত। ফোন: ৮১১২৮৫৬, ৯১১৯৩১৫; মেইলeih1960@yahoo.com

 

উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল

এখানে জরুরী বিভাগে রোগী দেখানোর জন্য ফি ১০০ টাকা। বহির্বিভাগে ডাক্তার কনসালটেশন ফি বিশেষজ্ঞ ভেদে ৩০০, ৪০০ ৫০০ টাকা ফি। রোগী ভর্তি করানোর জন্য রিসিপশনে ম্যানেজার, সিআরও এর কাছে ৫০০ টাকা ভর্তি ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হয়।           ঠিকানা

বাড়ি# ২১, রোড# ১৫, সেক্টর# , উত্তরা, ঢাকা১২৩০।

লোকেশন

আজমপুর বাস স্টপেজ থেকে ২০০ গজ পশ্চিমে রবীন্দ্র সরণী রোডে।

 Read More: Labaid Hospital doctors list || ল্যাবএইড হাসপাতালের ডাক্তারদের তালিকা ডায়াগনস্টিক সেন্টার ঢাকা ধানমন্ডি

উত্তরা মডার্ন হাসপাতাল

বর্হি: বিভাগে শুধুমাত্র গাইনী শিশু রোগের চিকিৎসা প্রদান করা হয়।

বর্হি: বিভাগ চিকিৎসা ফি ১০০ টাকা।

সময়সূচী: শুক্রবার বাদে প্রতিদিন সকাল .০০ টা থেকে দুপুর .০০ টা পর্যন্ত।

            ঠিকানা যোগাযোগ

হাউজ # ২২, সেক্টর # , রবীন্দ্র সরণী এভিনিউ, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা।

ফোন: ৮৯১৪০১৭, ৮৯১৪৮০৭

মোবাইল: ০১১৯৬১৫৫৬০০

ফ্যাক্স: ৮৮০২৯৫৬৩৩৯৯

এস পি হসপিটাল এন্ড আর্থাইটিস রিসার্স সেন্টার

            অবস্থান

এটি শ্যামলী রিং রোডে অবস্থিত ডাচ্ বাংলা ব্যাংক হতে ৫০০ গজ পূর্ব দিকে প্রতিষ্ঠানটি অবস্থিত।

ঠিকানা

বাড়ী#, আদর্শ ছায়ানীড়, শ্যামলী রিং রোড, আদাবর, ঢাকা১২০

ফোন৮১৪২১৮৪, ৮১৪২১৮৩

মোবাইল০১৭১১৬৮২৭৭১, ০১৭১২২৮৩৪৮৪

কিউর মেডিকেল সেন্টার লিঃ

            অবস্থান: গুলশান ডিসিসি পাকা মার্কেটের বিপরীতে কিউর মেডিকেল সেন্টার লিঃ এর অবস্থান।

ঠিকানা: বাড়ি# , সড়ক# ১৬, গুলশান , ঢাকা১২১২

ফোন৯৮৯৪৭৭৬, ৮৮৬০৮৫৪

মোবাইল০১৮১৯২২১৯২৬

কেয়ার হাসপাতাল

            / , ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা।

আসাদগেট বাসস্ট্যান্ড থেকে ৫০০ গজ উত্তর দিকে এই হাসপাতালটি অবস্থিত।

ফোন: ৯১৩২৫৪৮, ০৯১৩৪৪০৭

মোবাইল: ০১৭৩৩৫৮৮৩৩৭

ফ্যাক্স: ০৮৮০২৮১১০৮৬৪

মেইলcarehospital@rocketmail.com

ওয়েবসাইটwww.carehospitalbd.com

ক্যান্সার হোম

            অবস্থান: মহাখালী ওয়ারলেসে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ৩০০ গজ পূর্বে পানির ট্যাংকির বিপরীতে এর অবস্থান।

ঠিকানা: রাফা মেডিকেল সার্ভিসেস

৫৩, মহাখালী (নিচতলা)

ফোন০২৯৮৬১১১১

মোবাইল০১৭১৫০৯০৮০৭, ০১৯৭৫০৯০৮০৭

মেইল– cancerhome@hotmail.com

ওয়েব– www.cancerhomebd.com

গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল

হাসপাতালের বর্হিবিভাগ শুক্রবার বাদে প্রতিদিন সকাল টা থেকে দুপুর টা পর্যন্ত ১০০ টাকার বিনিময়ে ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকের কনসাল্টেশন সুবিধাও আছে। চিকিৎসক ভেদে ফি ৪০০ থেকে ৭০০ টাকা।            অবস্থান: ল্যাব এইড হাসপাতালের পূর্ব পাশ থেকে ১৫০ গজ উত্তরে রাস্তার পূর্বে গ্রীন লাইফ মেডিকেল কলেজের অবস্থান।

ঠিকানা: ৩২, বীর উত্তম, কে.এম শফিউল্লাহ রোড, গ্রীন রোডধানমন্ডি, ঢাকা১২০৫

ফোন০২৯৬১২৩৪৫ এক্স১৩২৬

ফ্যাক্স৮৮০২৯৬৭১০৮০

মোবাইল০১৭১৬৩২৯৯৬৪

মেইল– kawsar8877@yahoo.com

নিবেদিতা শিশু হাসপাতাল

রোগী ভর্তি হতে হলে হাসপাতালে ঢুকে সামনের নং কাউন্টারে যোগাযোগ করতে হবে। প্রথমে সিরিয়াল দিতে হবে তার জন্য ২০০ টাকা ভিজিট দিতে হবে। কেবল শিশুদের চিকিৎসা দেয়া হয়।            অবস্থান: এটি জয়কালী মন্দির থেকে দক্ষিণ দিকে সিলভারডেল গার্লস স্কুলের উল্টো দিকে অবস্থিত।

ঠিকানা: ১১/ হেয়ার ষ্ট্রীট, ওয়ারী, ঢাকা।

 

ন্যাশনাল আই হাসপাতাল

১ম শিফট সকাল .৩০ টা থেকে .০০ টা পর্যন্ত এবং ২য় শিফট বিকাল .০০ টা থেকে রাত .০০ টা পর্যন্ত।            অবস্থান: উত্তরা নম্বর সেক্টরের ২৭ নম্বর রোডে অবস্থিত ঢাকা উইমেন কলেজের পাশে এই হাসপাতালটি অবস্থিত।

ঠিকানা: ন্যাশনাল আই হাসপাতাল

উত্তরা নম্বর সেক্টর, বাড়ি নং, রোড নং২৭।

ফোন: ৮৯৫৭২৪৭

মোবাইল: ০১৭৫২০৫৮১০৮

 

পেডিকেয়ার নবজাতক ও শিশু হাসপাতাল

এই হাসপাতালে ডাক্তারগন সাধারনত ২টি শিফটে রোগী দেখে থাকেন। প্রথম শিফট সকাল ৮টা থেকে বেলা ২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে রাত ৮টা। প্রতি শিফটে জন করে ডাক্তার বসেন।           ঠিকানা এবং অবস্থান

পেডিকেয়ার নবজাতক শিশু হাসপাতাল

বাড়ি: ৫৫, সড়ক: ০১, সেক্টর: ০৯

উত্তরা, ঢাকা১২৩০।

ফোন: ৮৯১৪৬৭৬, ৮৯২৪২৪০

মোবাইল: ০১৬৭২৯৩৬৯০১

উত্তরা আধুনিক কলেজ সংলগ্ন।

পেশেন্ট কেয়ার হাসপাতাল

            অবস্থান: উত্তরা সোনারগাঁ জনপথ রোডে অবস্থিত বাংলাদেশ মেডিকেল থেকে ২০০ গজ পূর্ব দিকে এই হাসপাতালটি অবস্থিত।

ঠিকানা: পেশেন্ট কেয়ার হাসপাতাল

হাউজ# ৯০, সেক্টর # , সোনারগাঁ জনপথ রোড, উত্তরা, ঢাকা।

ফোন: ৮৯২১২১

মোবাইল: ০১৯১৮৭৪৯৪২০

মডিউল জেনারেল হাসপাতাল

            ঠিকানা এবং অবস্থান

হাতিরপুল বাজার মোতালেব প্লাজা থেকে ২০০ গজ পূর্ব দিকে হাসপাতালটি অবস্থিত।

মডিউল জেনারেল হাসপাতাল

/জি/, পরীবাগ (মসজিদের পাশে হাতিরপুল বাজারের পূর্ব দিকে)

ঢাকা ১০০০।

ফোন: ৮৬১০৫১২, ৮৬১১৭১৮

মোবাইল: ০১৭১৩৪৯২৭৭৩

মনোয়ারা হাসপাতাল (প্রাঃ) লিমিটেড      ঠিকানা অবস্থান: ৫৪, সিদ্ধেশ্বরী রোড, ঢাকা ১২১৭।

বেইলী রোড থেকে ভিকারুন্নেসা নূন স্কুলের পূর্ব পাশের সড়ক দিয়ে প্রবেশ করে ১০০ গজ সামনে হাতের ডানপাশে এই হাসপতালটি অবস্থিত।

যোগাযোগ: ফোন৮৩১৮১৩৫, ৮৩১৯৮০২ ৮৩১৮৫২৯।

মোবাইল০১৭১৫৮৩৯৪০০।

মেইল– monowara@bo-online.net

মা ও শিশু স্বাস্থ্য ইনষ্টিটিউট

বহি:বিভাগে ১৫ টাকা টিকেট কেটে ডাক্তার দেখাতে হয়। শুক্রবার অন্যান্য সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল .০০ টা থেকে দুপুর .০০ টা পর্যন্ত বহি:বিভাগে ডাক্তার দেখানো যায়।                                                                                                                                                      যাত্রাবাড়ি থানার অন্তর্গত মাতুয়াইল এলাকা মোড় থেকে দক্ষিণ দিকে ২০০ গজ সামনে শিশুমাতৃস্বাস্থ্য ইনষ্টিটিউট অবস্থিত। ঠিকানা: কদমতলী (শ্যামপুর), মাতুয়াইল, ঢাকা। যোগাযোগের ফোন নম্বর ৭৫৪২৮২০২৮। অনুসন্ধান ডেস্কের নম্বর ৭৫৪২৮২০২৮

লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ

টি শিফটে বিকাল টা থেকে রাত টা পর্যন্ত রোগী দেখেন চিকিৎসকগণ।        অবস্থান: পান্থপথ সিগনালের ৫০ গজ উত্তর দিকে লিভার ফাউন্ডেশন হাসপাতাল ভবনের ৩য় তলায় অবস্থিত লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ অবস্থিত।

ঠিকানা: লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ

১৫০, গ্রীনরোড, পান্থপথ, (৩য় তলা),

ঢাকা১২১৫, বাংলাদেশ।

ফোন নম্বর: ৯১৪৬৫৩৭, ০১৭৩২৯৯৯৯২২

বেসরকারি হাসপাতালের তালিকা, বাংলাদেশের সরকারি হাসপাতালের সংখ্যা, বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতালের নাম কি, শিশু হাসপাতাল মিরপুর ২,list of private hospital in dhaka, government hospital list, hospital list in bangladesh, list of covid-19 hospital in bangladesh, list of covid-19 hospital in dhaka, covid-19 test govt hospital list in dhaka, govt hospital near me government, hospital in mirpur

ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।

Leave a Reply