ব্রজগোপী খেলে হোরি | Brajgopi khele hori |নজরুলগীতি | tata chowdhury

 ব্রজগোপী খেলে হোরি 

ব্রজগোপী খেলে হোরি 

খেলে আনন্দ নব ঘণ 

শ্যাম সাঝে।।

 পিরীতি ফাঁগ মাখা গোরীর সঙ্গে 

হোলি খেলে হোরী উন্মাদ রঙ্গে বসন্তে 

এ কোন কিশোর দুরন্ত 

রাঁধা রে যে নিতে এল পিচকারী হাতে।। 

গোপী নিরাহানে অপাংক খরসর

ভ্রুকুটি বঙ্গ অনংগ আবেশে 

জরজর থর থর শ্যামের অঙ্গ।

 শ্যামল তনুটে 

হরিত কুঞ্জে 

অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে

 রঙ পিয়াসে মন ভ্রমর গুঞ্জে

 ঢাল আরো ঢাল রঙ প্রেম যমুনাতে।।

Leave a Reply