ভাগ্যিস পাকিস্তান আমলে জন্মেছিলাম। শৈশব কৈশোরে ইসলামের অত্যাচার দেখতে হয়নি।

আজ বাংলাদেশের স্কুল কলেজ বন্ধ। কেন? কারণ আরব দেশের পঞ্জিকা অনুযায়ী আজ আরবদের নববর্ষ। আরবদের নববর্ষ আরবরা পালন করবে। স্কুল কলেজের বাঙালি ছাত্র ছাত্রীদের কেন তা পালন করতে হবে? বাংলাদেশ কি একটি আদর্শ আরব-ক্রীতদাসের দেশ হিসেবে গড়ে উঠছে?
বাংলাদেশের ক’টা লোক হিজরি সালের বারো মাসের নাম জানে? বিশ্চয়ই খুব কম। একটি বিজাতীয় পঞ্জিকাকে ঘরে এনে জামাই আদর করার উদ্দেশ্য কি বাংলা নববর্ষকে পেছন-দরজা দিয়ে উঠোনের আবর্জনার স্তূপে ছুড়ে ফেলার জন্য? একটা বদ উদ্দেশ্য তো আছেই। অনেক দিন ধরে মৌলবাদিরা চেঁচাচ্ছে ‘হিজরি নববর্ষে সাধারণ ছুটি চাই’। সেই সাধারণ ছুটি কি শেষ পর্যন্ত দেওয়া হলো?
ভাগ্যিস পাকিস্তান আমলে জন্মেছিলাম। শৈশব কৈশোরে ইসলামের অত্যাচার দেখতে হয়নি। এখনকার শিশু কিশোরদের কথা ভাবলে চোখে জল আসে।

 

Leave a Reply