ভারত সরকারকে অনুরোধ করবো এদেশের সব হিন্দুদের ভারতে নিয়ে যান। ফেসবুক থেকে সংগৃহীত Md Jahanggir Alam

ভারত সরকারকে অনুরোধ করবো এদেশের সব হিন্দুদের ভারতে নিয়ে যান। ভারতে আশ্রয় দেন। নাগরিকত্ব দেন।এদেশ তাদের জন্য নিরাপদ না।প্রায় প্রায় ঘটে হিন্দুদের বাড়িঘর ও তাদের উপর আক্রমনের ঘটনা। এদেশে হিন্দুরা না থাকলে তাদের উপর আক্রমণ ও ঘটবে না।
তাদের উপর আর আমি আক্রমন দেখতে চাইনা। আমার অনেক কষ্ট লাগে তাদের উপর এরকম অবিচার ঘটতে দেখলে।
বাংলাদেশের হিন্দুদের পূজামণ্ডপে আবারও প্রতিমা ভাঙচুর।
ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার, নেছারাবাদ উপজেলার, দৈহারী ইউনিয়নের কৈয়ারখাল গ্ৰামের সার্বজনীন শ্রী শ্রী বারোয়ারী শীতলা মন্দিরে।ছবিটা তোলা হয়েছে গত 26 আগষ্ট2021 তারিখে।
ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।

Leave a Reply