ভেড়ভেড়ীতে দোকানে আগুন লেগে দোকানদারের মৃত্যু
সালাউদ্দিন সুপ্রিয় হানিফ,খানসামা উপজেলা প্রতিনিধি
কাল রাত আনুমানিক ভোর ৪ টার দিকে দিনাজপুর জেলার খানসামা উপজেলা ২ নং ভেড়ভেড়ী ইউপির ৭ নং ওয়ার্ডের শাখারি পাড়ায় দোকানে আগুন লেগে দোকানদার ভবেশ্বর রায়ের ভয়াবহ মৃত্যু।খানসামা উপজেলা ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে এবং দোকানদারের দগ্ধ মৃত্যু দেহ উদ্ধার করে।স্থানীয় জনগন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কতৃপক্ষের থেকে জানা যায়,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের বিস্তার।দোকানদার রাতে দ্রব্য পন্য বিক্রি করে রোজ রাতে দোকানেই ঘুমিয়ে পড়ে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে যায় ঠিক তখনই তিনি দোকানের ঝাপ খোলার চেষ্টা করেন।কিন্তু দোকানের ঝাপ খোলায় ব্যর্থ্য হয়ে সেখানেই দগ্ধ হয়ে মারা যান।