মহিলাদের সাদা স্রাব বা লিউকোরিয়া কি, এর চিকিৎসাই বা কি?

শ্বেতপ্রদর আমাদের দেশের সবারই জানা একটি নাম। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে একে বিভিন্ন নামে নামকরণ করা হয়ে থাকে। যেমন সাদা স্রাব, প্রমেহ, মেহ ইত্যাদি। অনেকের ধারণা, শ্বেতপ্রদর বা লিউকোরিয়া কোনো একটি রোগের নাম, কথাটি সত্য নয়। এ নামে কোনো রোগ নেই। এটি একটি উপসর্গ মাত্র। যোনির নিঃসরণকেই শ্বেতপ্রদর বা লিউকোরিয়া বলা হয়। বিভিন্ন কারণে শ্বেতপ্রদর হতে পারে এবং সেই কারণের ওপর নির্ভর করবে নিঃসরিত স্রাবের রঙ কী হবে?

মহিলাদের সাদা স্রাব – লিউকোরিয়া

শ্বেতপ্রদরের অন্যতম ও প্রধান কারণ হচ্ছে যোনিপথের ইনফেকশন বা জীবাণুদূষণ, এমনকি সে ক্ষেত্রে যদি নিঃসরণ কোনোরকম ইনফেকশন ছাড়াও ঘটে তবে তাকেও শ্বেতপ্রদর বা লিউকোরিয়া হিসেবে চিহ্নিত করা হয়। এমনো যদি হয় যে যোনি বা জরায়ুগ্রীবায় ক্যান্সারের কারণেও রক্তাভ যোনি নিঃসরণ ঘটে তাকেও লিউকোরিয়া ধরা হয়। উপরে উল্লেখ করা হয়েছে যে লিউকোরিয়ার প্রধান কারণ ইনফেকশন। প্রধান যে দুটি জীবাণু লিউকোরিয়ার জন্য দায়ী তা হলো ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস এবং ক্যানডিডা অ্যালবিকানস। দুটি রোগই যৌনমিলনের মাধ্যমে ছড়ায়। এর ভয়াবহতার গুরুত্ব বিবেচনা করে রোগ দুটিকে লঘু যৌনরোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়াও গার্ডনেরেলা ভ্যাজিনালিস, মাইকোপ্লাসমা হোমিনিস, ইউরিয়াপ্লাসমা ইউরিয়া লাইটিকাম, গনোকক্কাস, ক্লামাইডিয়া, হারপিস সিমপ্লেক্স ইত্যাদি জীবাণুর কারণে বিভিন্ন রকমেরও রঙের নিঃসরণ ঘটতে পারে। তবে এ প্রতিবেদনে মূলত প্রথম গুরুত্বপূর্ণ দুটো জীবাণুর ওপরই আলোচনা সীমিত রাখা হবে।

 

ক্যানডিডিয়াসিস: এর আরেকটি নাম মনিলিয়াসিস এবং এ রোগ যে ছত্রাক জীবাণু দিয়ে হয় সে জীবাণুটির নাম ক্যানডিডা অ্যালবিকানস। অতি প্রাচীন এ রোগ। তবে এ জীবাণু আবিষ্কৃত হয়েছে ১৯৩৯ সালে। যে বিজ্ঞানী একে আবিষ্কার করেন তার নাম ল্যানজেনবেক। এ জীবাণুগুলো মুখ, গলা, বৃহদন্ত্র এবং যোনিপথে সচরাচর সংক্রমণ ঘটায়। তারা ভেজা এবং গরম স্থানে অতি সহজেই আক্রমণ ঘটাতে সক্ষম। তবে শুষ্ক স্থানে (ত্বকে) তারা কখনোই আক্রমণ ঘটাতে পারে না। তাই তারা মুখ থেকে শুরু করে ফুসফুস, যোনি, ভেজা ত্বকে বা চামড়ার ভাঁজ, অন্ত্রনালি ইত্যাদি স্থানে সংক্রমিত হয়। এটা নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই সংক্রমিত হয়ে থাকে।

 

পুরুষের ক্ষেত্রে উপসর্গ : পুুরুষের ক্ষেত্রে প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা যন্ত্রণা অনুভূত হয়। প্রস্রাবের পথে চুলকানি এবং সাদা পদার্থের নিঃসরণ যা পরিমাণে খুবই কম হয়ে থাকে। পুরুষের ক্ষেত্রে প্রস্রাবের নালির অগ্রভাগে লক্ষ্য করলে প্রদাহজনিত লালচে ভাব দেখা যায়। মহিলাদের অনেক ক্ষেত্রেই এ রোগের কোনো উপসর্গ থাকে না। যাদের থাকে তাদের সাদা স্রাব বা অন্য রঙের যোনি নিঃসরণ, যোনিপথের চুলকানি, প্রস্রাবের পথে জ্বালা-যন্ত্রণা, কারো কারো ক্ষেত্রে সহবাসের সময় ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা যায়। যোনিপথ পরীক্ষা করলে প্রদাহের কারণে ফোলা লালচে ভাব দেখা যায় এবং ভেতরে যে নিঃসরণ দেখা যায় তা পানির মতো এমনকি চুনের পানির মতো দেখা যেতে পারে।

এ বিষয়ে আরও জানতে পিরিয়ড বন্ধ করুন ইচ্ছামত
রোগ নির্ণয় : এ ক্ষেত্রে ল্যাবরেটরিতে পরীক্ষা করে ছত্রাক নির্ণয় করা যায় ঠিকই তবে সাধারণত তা করা হয় না। রোগের উৎসর্গ বা লক্ষণ শুনেই চিকিৎসা দেয়া হয়ে থাকে। একটা কথা জেনে নেয়া প্রয়োজন যে এ জীবাণু আমাদের দেহে বিশেষ করে গলা, মুখে, বৃহদন্ত্রে, যোনিপথে, পরজীবী হিসেবে কোনোরকম ক্ষতি করা ছাড়াই মানবদেহে বসবাস করে। তবে নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে, অন্তঃসত্ত্বা হলে, ডায়াবেটিক দেখা দিলে, কার্টিসোন গ্রুপের ওষুধ সেবন করলে, স্বাস্থ্যহীনতা ও দুর্বলতায় ভুগলে, বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক খেলে, জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে, খাবারে বেশি পরিমাণ সুগার খেলে দেহের অভ্যন্তরে (বৃহদন্ত্রের) নিষ্ক্রিয় জীবাণু সক্রিয় হয়ে ওঠে এবং আবার দেহে ত্বরিত আক্রমণ ঘটায়।

ট্রাইকোমোনিয়াসিস

ট্রাইকোমোনিয়াসিস : এ রোগের জীবাণুটির নাম ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস। ভ্যাজিনালিস শব্দটি শুনে মনে হয় যেন ভ্যাজিনা থেকে এসেছে ভ্যাজিনালিস শব্দটি। সে কারণে স্বাভাবিকভাবেই মনে হয় যেন এ রোগ বুঝি শুধু মহিলাদের হয়। আসলে কিন্তু তা নয়। নারী-পুরুষ উভয়েরই এ রোগটি হতে পারে। জীবাণু দেখতে ডিম্বাকৃতির এবং শ্বেতকণিকার চেয়ে কিছুটা বড়। এ জীবাণুটি যোনিপথ ছাড়াও কিডনিতন্ত্রের নিচের অংশে আক্রমণ ঘটাতে সক্ষম। এটিও অন্যান্য যৌনরোগের মতো সহবাসের মাধ্যমে একের থেকে অপরের দেহে সংক্রমিত হয়। আক্রান্ত রোগীর অন্তর্বাস ব্যবহার করলে সংক্রমিত হতে পারে। জীবাণু শরীরে প্রবেশের ৪ থেকে ১২ দিনের মধ্যে রোগের উপসর্গ দেখা দেয়।

উপসর্গ : অধিকাংশ আক্রান্ত পুরুষের ক্ষেত্রে এ রোগের কোনো উপসর্গ থাকে না। অনেকের ক্ষেত্রে অল্প পরিমাণ মূত্রনালি নিঃসরণ থাকতে পারে। প্রস্রাবের রাস্তায় সামান্য জ্বালা-যন্ত্রণাও থাকতে পারে। মহিলাদরে ক্ষেত্রে যোনির নিঃসরণ যা পাতলা থেকে শুরু করে হলদে রঙের হতে পারে। যোনিপথের চুলকানি, তলপেটের ব্যথা, ঘন ঘন প্রস্রাব হওয়া এবং জ্বালা-যন্ত্রণাও একসঙ্গে থাকতে পারে। এ রোগটি নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত ল্যাবরেটরি পরীক্ষার সাহায্য ছড়াই চিকিৎসা দেয়া হয়ে থাকে। তবে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য রোগটি শনাক্ত করা যায়।

 

চিকিৎসা : এ ক্ষেত্রে অন্যান্য যৌনরোগের মতোই স্বামী-স্ত্রী দুজনের একসঙ্গে চিকিৎসার প্রয়োজন। ট্যাবলেট মেট্রোনিডাজল ২৫০ মিলিগ্রাম রোজ তিনবার সাত দিন পর্যন্ত দিতে হবে। অথবা একসঙ্গে ২ গ্রাম মেট্রোনিডাজল অর্থাৎ ৪০০ মিলিগ্রামের সাড়ে চারটি বড়ি একসঙ্গে খেতে হবে। ক্যানডিডা অ্যালবিকানসের ক্ষেত্রে ক্লোট্রিমাজল ১% ভ্যাজিনাল ক্রিম ব্যবহার করা যেতে পারে। ক্লোট্রিমাজল ভ্যাজিনাল ট্যাবলেট রোজ দুবার ছয় দিন পর্যন্ত ব্যবহার করলেও খুব ভালো ফল পাওয়া যায়।

এ বিষয়ে আরও জানতে মেয়েদের ঋতুচক্র বা মাসিক
লেখক : ডা. দিদারুল আহসান

চর্ম, অ্যালার্জি ও যৌনরোগ বিশেষজ্ঞ

চেম্বার : আল-রাজী হাসপাতাল

১২ ফার্মগেট, ঢাকা।

আরো অনেকে খুজেছে

meyeder joni, sada srab, meyeder masik, masik problem, mohilader sadasrab kno hoi, sada srab problem, sadasrab, মেট্রোনিডাজল, মেহ, bengali meyer massik kikore hoy Golpo, dhatu srab, ghono prosab howar karon, jorau problem, jorau te chulkani, madar marsik are golpo, masik niyomito howar tips, meyeder jounango chomo, meyeder sada srab ber hoi kno, meyeder sadasrab, miadar masik hola bacha hoi na ke, pet betha hole ki korbo, sada srab beshi howr karon ki, sada srab dur korar upay, what is masik, মেহ রোগ, মেহ রোগ কি,  about masik in bengali, Amar sada srab ber hoy a te khoti nei to, amar sara ga culkay ar koroneyo ke, bacar kotha video, bacha na howar karon, bagla sadaserap video, bangali boudi marsik video, bangla holer pic, bangla masik golpo, bangla women sada sab problem, banglaboudirmasik, bd female dhatu vangar solutions, bd girl ritusrab, Bengali masek golpo, Bengali sada shrab tips, besi somoi masik problem bangla, bouder samay rukto, bron sarabar ghoroa upay, buk pain hole ki koroniyo, english meanning of sada srap, female sadasarb, Flugal খেলে কি, ga chulkale ki krbo ??, ghono prosab howar muktir tips, ghorowa meyeder guder vedio, girl dar sada sarp off korar niom, girls joni te gondo video, girls mashik tips bangla, Gorboboti Mayer Jotno Bangla Suggestion, gorbobotir bethar karon, gorbokalin shomorsha, gorvoboti er lokkhon, gorvoboti hobar golpo, Jonmo nirod osud, Jorau tumar ar lokkhon, jorayo te teumar hole ki problem kore, Jorayu, joun rug ki, jouni cholkani te 1st treatment, kivabe cele sontan hoi, kivabe masik ar somoy pad use korte hoy video, kivabe sontan jonmo hoy বাংলা, komor bethar karon ki, komorer betha theke muktir upay, mal deri te porar upai, masak ki vaba hoy, Masik derite howar karon, masik er rasta jolar kisu tips, masik hole bacha hobe ki na???, masik niyomita hovar tips, masiker tips, may dr gud kano chulkay, maya dar masik, mayadar kharap kharap, mayadhar masik kivaba hoy vedio, maydar masike, mayder dhatu srab video, mayder macik, mayder masik, maye de ritusrab, mayeder marsik golpo com, mayeder ston mota hower karon, Mayeder tips, mea masik bangla, meho hole ki koronio, meho hole somadhan chai, meho roger chikitsha, meye der gorboboti thaka kalin masik hoi?, meye der jounango, meye der jowno somossa, meye der marsik hole koto din por korle baby hoy na/, meyeder chuler jotno basai kibve kora jai, meyeder dhato hoy ki karone, Meyeder Joni Dar, meyeder ki vabe period hoy bengali, meyeder masik ki, meyeder masik ki video, meyeder masik pic, meyeder masik video, meyeder masiker niyom, Meyeder masiker rokto video, meyeder sada srab rog, meyeder sada srab vanggar karon and protikar ki, Meyeder sadasrab ki ?, meyeder sadasrab kno hoi, meyeder Stone Betha komar tips, meyeder मासिक kotodin thake, Meyeder যোনি, meyera roga hole ki problem hoy, Mohilader duder goroya chiksha, mohilader health tips, mota hoyar opay, neyeder ritusab howar time using pad, Oh Batha coti, period na hole ki korbo, preganant hole ki sada sarap ber hoy, pregnant hote problem hole ki kora uchit, pregnant hoy ki kore, regular masike hoi na kano, ritu srab er lokkon, Ritusrab, ritusrab vedios, ritusraber por durgondho dur korar upai, sada safe kokhon hoy, sada sarf reason, Sada Sharb Er Karon, Sada sharp meyeder, Sada sirap girls, sada sirap mohilader, sada sr, SADA SRAB BONDHO HOWAR KI KORONIO, sada srab dur ko, sada srab durikoron er upay, sada srab english meaning, sada srab er karon, sada srab kivabe komanu jay, sada srab niramoy, sada srab solution bangla, sada srab vangar karon, sadasrab English, sadasrab hoi kno, sadasrab ki, sadasrab komanor upai, sadasrab meaning, samossa thke mukti upay, shada shrab, shada srab er home treatment, Shada srab jader hoi, shada sraber osudh, sits hole ki problem does korte hoy, sohobas krte kemon moja, sopno dos hole ki korbo, stono er jotno, tol valo hoyar upai,  mayar pate vido com, www mashik golpo com, www meyedr masik hole koronio ki, ছেলেদের মেহ কেন হয়, মেহ ও প্রমেহ রোগটা কি, মেহ প্রমেহ রোগ, মেহ রোগের প্রতিকার, মেহ রোগের সমাধান, মেহো রোগ

Leave a Reply