মাটির নিচেও কি বনাঞ্চল থাকা সম্ভব! ভাবতে অবাক লাগলেও সত্যি হলো বিষয়টি। মাটির ৬৩০ ফুট গভীরে সিঙ্কহোলের খোঁজ পেয়েছেন চীনের বিজ্ঞানীরা।
আর এই সিঙ্কহোলের ভেতরে বিশাল এক বনাঞ্চলের আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। এরই মধ্যে এ সিঙ্কহোলে থাকা বনাঞ্চলের ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
সিঙ্কহোলের গভীরতা ৬৩০ ফুট, দৈর্ঘ্য ১০০০ ফুট ফুট ও প্রস্থ ৪৯০ ফুট। সম্প্রতি আবিষ্কার হওয়া বিশাল সিঙ্কহোলের ভেতর যে বনাঞ্চলের খোঁজ মিলেছে সেখানে বিশালাকার সব গাছও আছে।
গবেষকরা জানাচ্ছেন, মাটির গভীরের সেই বনাঞ্চলে ১৩১ ফুট বা ১৩ তলা ভবনের সমান গাছের অস্তিত্বও আছে। যা রীতিমতো অবাক করে দিয়েছে সবাইকে। চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন, সিঙ্কহোলটির ভেতরের প্রবেশের ৩টি পথের হদিস পেয়েছেন তারা। মাটির গভীরে থাকা গাছগুলো সিঙ্কহোলের ফাঁক দিয়ে গাছগুলো সূর্যের দিকে মুখ করে বেড়ে উঠেছে।