মানুষ বলে তোমার কিসের এত কষ্ট,
আসলে এটা এমন একটা জিনিস যা,
কাউকে বলে বুজানো যায় না,
জানা অজানা অনেক মানুষ এর কাছ থেকে পেয়ে থাকে,
যা আপনি কখনও আসা করেননি,
তাই চলার পথে সময়ের সাথে নিজেকে,
সেই ভাবে তৈরি করে নিতে হবে,
কষ্ট পেয়ে ভেঙে পরা জাবে না,
কষ্ট আমার নিত্য দিনের সঙ্গী হিসেবে,
জীবন যুদ্ধের এক মহা সৈনিক আমি,
কষ্ট দুঃখ জয় করে নিয়ে করবো আমার জীবন সঙ্গী,
তাই তো সবাই বলে আজ আমি যুদ্ধে জয় এক মহা সৈনিক,
লেখক মোহাম্মদ রাসেল,