অনলাইন গেমস : আজকাল এন্ড্রয়েড ইউসারা অফলাইন থেকে অনলাইনে এন্ড্রয়েড গেম খেলতে বেশি পছন্দ করেছে।তাই, আপনি ও যদি সেই পপুলার অনলাইন গেম গুলির মজা নিতে চান তাহলে দেরি না করে,এই পোস্টে জেনেনিন বিশ্বের সেরা ৭ টি এন্ড্রয়েড গেম।
ফ্রেন্ডস ভারত ও বাংলাদেশের ইয়ং ইউসারা মোবাইলে গেম খেলতে খুব পছন্দ করেন।বাড়িতে বসে ফ্রি টাইমে গেম খেলতে কার না ভালো লাগে ।
বর্তমানে টেকনোলজি অনেক ডেভেলপ হওয়ার ফলে আপনি অনলাইনে বন্ধুবান্দব বা অপরিচিত দেশ-বিদেশ সবার সাথে গেম খেলার সুযোগ পাওয়া যাই।
আমরা প্রত্যেক মূহতে নুতুন নুতুন গেম সম্পর্কে শুনি থাকি,দিনের পর দিন গেমিং দুনিয়া প্রসার পাচ্ছে তার মূল কারণ হল মর্ডান smartphones।
তৃতীয় পৃথিবীর দেশ গুলিতে প্রচুর মানুষ বিশেষ করে ইয়ং জেনেরেশন ইন্টারনেট ও স্মার্টফোনের সঙ্গে যুক্ত হচ্ছেন।
এরফলে এই ইউসার দুটি জিনিসের উপর আকর্ষিত হচ্ছে।
- সোশ্যাল মিডিয়া
- মোবাইল গেম
মর্ডান স্মার্টফোন এখন এতো অ্যাডভান্স ও পাওয়ারফুল যে এখানে সব ধরণের গেম প্লে করতে পারে।
আপনারা কি জানেন এখন অনলাইনে গেমের প্রসার কেন বৃদ্ধি পাচ্ছে ?
আগে আমাদের সেই রকম পাওয়ারফুল মোবাইল,ইন্টারনেট ও গেমিং কমিউনিটি কোনো কিছুই ছিল না।
কিন্তু এখন একটা 7000 টাকার মোবাইল ও পাওয়ারফুল গেম smooth রান করে।ফলে ,সাধারণ মানুষের হাতে স্মার্টফোনে আসার ফলে নুতুন নুতুনই উসারা এই গেমিং ওয়ার্ল্ডে যুক্ত হয়েছে এবং এই কমিউনিটির প্রসার পেয়েছে।
মোবাইলে বা কম্পিউটারে গেম 2 ভাবে খেলা যাই এক হচ্ছে অফলাইনে ও অনলাইনে।আমরা আজ অনলাইনে মোবাইলের কিছু ভালো গেম সম্পর্কে জানবো।
তাহলে চলুন দেরি না করে শুরু যাক-
Android মোবাইলের সবচেয়ে জনপ্রিয় 7 টি অনলাইন গেম.
বর্তমানে,স্মার্টফোনে ইউজাররা অফলাইন থেকে অনলাইন মাল্টিপ্লায়ার গেম খেলতে বেশ পছন্দ করছেন।
তার কারণ হচ্ছে,অনলাইনে আপনার অপনেন্ট কোন কম্পিউটার বা রোবট না, সেখানে আপনি রিয়াল পারসন বা বন্ধু-বান্ধব সাথে লড়াই করছেন।
ফলে,আপনার সেখানে ইন্টারেস্ট এবং এক্সপেরিয়েন্স অফলাইনের থেকে অনেক গুণ বেশি হয়। আর তাছাড়া,গেম ডেভেলপার রা এখন এই গেম গুলো অনেক অ্যাডভান্স ও ইন্টারেস্টিং বানাচ্ছে,ফলে ইউসাররা এই গেম গুলির মধ্যে আকৃষ্ট হচ্ছে ও ইন্টারেস্ট নিচ্ছে এবং গেম গুলির পুপুলেরটি বৃদ্ধি পাচ্ছে।
তাই,আমি নিচে বেশি কিছু পপুলার ও ইন্টারেস্টিং অনলাইন মাল্টিপ্লায়ার গেম সম্পর্কের বলবো,যে গুলি বিশ্বের সব থেকে জনপ্রিয়,সবাই এই গেম গুলির মজা নিতে পারবে।
তাই,সব ধরণের ইউসার কে মাথায় রেখে বাছাই করেছি। হয়তো এদের মধ্যে কিছু গেম আপনার ফেভারিট।
আরো পড়ুন –
ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলি/ বাংলাদেশি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট জব | freelancer jobs
1) PUBG Mobile: (সেরা অনলাইন গেমস)
স্মার্টফোন দুনিয়াতে সব থেকে বেশি জনপ্রিয় মাল্টিপ্লায়ার গেম হচ্ছে পাবাজি মোবাইল ।এই গেম টির সম্পর্কে আমার নুতুন কিছু বলার দরকার নেই, আপনারা অলরেডি জানেন পাবজি মোবাইল কত অসাধারণ ও পপুলার গেম।
নিজের পরিবারে ও বন্ধুবান্ধবের সঙ্গে যদি টাইম পাস কাটাতে হয় তাহলে পাবজি মোবাইল এর থেকে ভাল অপশন আর কিছু নাই।
পাবজি মোবাইল অনেক গুলি ভালো ভালো ফিচার লক্ষ্য করা যায়।এর সুন্দুর গ্রাফিক ও গেম প্লে সবার মন জয় করে নিয়েছে।
যেমন এই গেমের মধ্যে ইন চাট ফিচার আছে যেটা গেম রানিং চলাকালীন আপনি নিজের টিমের সাথে কথোপকথন করতে পারবেন।
এছাড়া এই গেম অনেকগুলি আলাদা আলাদা গেম মডস অফার করে-Deathmatch, Battle Royale মোড ইত্যাদি।
পাবজি মোবাইল Battle Royale মোড এর জন্য খুবই বিখ্যাত হয়েছে ,এখানে আপনি যা কন্ট্রোল ও সেটিং পান সেটা অন্য গেম এ পাবেন না। এই গমের আরেকটি খাসিয়ত হল,পাবজি তে নিজের স্কিল ও দক্ষতা দেখাতে পড়াবেন।
অবশ্য এইএই গেম টি খেলতে হলে আপনার ভালো হার্ডওয়ার স্মার্টফোন দরকার পড়বে।
যদি আপনার বাজেট স্মার্টফোন থাকে সেখানে এ গেমটি lag করবে,smooth রান করবে না।
তবে, চিন্তা কোম্পানি পাবজি মোবাইল লাইট বের করেছে সেটি লো বাজেট মোবাইলে smooth রান করে।আপনার মোবাইলে 2gb ram থাকলে হবে।
2- Garena Free Fire (অনলাইন মাল্টিপ্লেয়ার গেম)
পাবজি মতো আর একটা খুবই পপুলার গেম হচ্ছে Free Fire।ফ্রী ফায়ার ও একটা বেঁচে থাকার লড়াই এর গেম ঠিক পাবজি মোবাইল এর মতনই।
এখানে 10 মিনিট অন্তর গেম আপনাকে একটা রিমোট আইসল্যান্ডে মধ্যে পৌঁছে দেবে।যেখানে আপনাকে বেঁচে থাকার জন্য 49 জনের সঙ্গে লড়াই করতে হবে,যারা সবাই আপনার মতন সারভাইভাল এর জন্য লড়াই করবে।
আপনাদের ৫০ জন কে একটা আইসল্যান্ড এর মধ্যে নামিয়ে দেবে প্লেনের দ্বারা। যেখানে আপনাকে বেঁচে থাকেতে অন্য অপোনেন্ট মারতে হবে ,তার জন্য আপনাকে ওপেনস,মেডিকেল কিট, গাড়ি বিভিন্ন রকম জিনিসনের খোঁজ করতে হবে এবং অন্যদের থেকে বাঁচতে হবে।
আপনি যত আপনার ওপনেন্ট কে মারবেন তত স্টেপ উপরে উঠবেন। ৪৯ জন কে মেরে দিলে আপনি বিজয়ী হবেন।
এই গেম টি size ৫৪৪mb এবং প্রায় ৫০০মিলিয়ন বার ডাউনলোড হয়েছে।
3) Call of Duty: available Android
কল অফ ডিউটি এটি পপুলার কম্পিউটার গেম এবং পাবজি পপুলেরটি দেখে কোম্পানি Call of Duty মোবাইল ভার্সন লঞ্চ করে আগের বছর।
Call of Duty Co-developed করেছে Tencent Games যারা পাবজি মোবাইল develope করেছে।
কল অফ ডিউটি লঞ্চ এর সঙ্গে সঙ্গে প্রচুর জনপ্রিয় পায়।এই গেমটির গ্রাফিক্স এতো সুন্দর মনে হয় hd অ্যাকশন মুভির মতো।
Call of Duty একটি ব্যাটেল গ্রাউন্ড গেম যেটা কম্পিউটার ভার্সন থেকে পুরো আলাদা।এখানে অনেকটা পাবজি এর মতো Battle Royale ও মাল্টি প্লেয়ার অপসন দেখতে পান।
Call of Duty smooth লাগ্ ফ্রী খেলতে হলে আপনার মোবাইলে ৩-৪ জিব ram ও মিডিয়াম প্রসেসর থকা দরকার।
Call of Duty size প্রায় ২ জিব এবং প্লে স্টোরে ১০০ মিলিয়ন এর বেশি ডাউনলোড হয়েছে।
4) FIFA Soccer: Available Android
ফ্রেন্ডস আপনি ফুটবল খেলা খুব পছন্দ করেন তাহলে FIFA Soccer গেম আপনার পছন্দ হবে।
ফিফা সকার মোবাইল ভার্সন হচ্ছে খুবই জনপ্রিয় ফিফার গেম যেটা ইলেক্ট্রনিক আর্টস দ্বারা ডেভলপ করা হয়েছে। এই গেমটি দ্বারা আপনি রিয়েল টাইম 11 vs 11 মাল্টিপ্লেয়ার মোডে ফুটবল খেলতে পারবেন।
এখানে আপনি ফ্রেন্ডদেড় নিয়ে ১১ জনের টীম বানাতে পারেন।এছাড়া ফিফা সকার 650 এর বেশি event অফার করে all-new World Tour event এর মধ্যে দিয়ে।
আপনি নিজের ওপনেন্ট ওয়ার্ল্ডের বিগেস্ট ক্লাব প্রতিযোগিতা UEFA CHAMPIONS LEAGUE দ্বারা চ্যালেঞ্জ জানতে পারেন।
5) Clash of Clans:
ফ্রেন্ডস Clash of Clans খুব পপুলার গেম। এই গেম টি সাধারণত টীম এর সঙ্গে খেলতে হয়।
এই গেমের মধ্যে আপনাকে নিজের village বা clan তৈরী করতে হয়,তারপর কোনো টীম এর সঙ্গে join করতে হবে ।
আপনি পৃথিবীর যেকোনো টীম এর সঙ্গে জয়েন হতে পারেন,তার পর টিমের সঙ্গে অপোনেন্ট টীম কে লুট ও attack করতে হয়। সেখান থেকে নিজের village গ্রও করুন, পরে নিজের টীম বানাতে পারেন সেখানে ফ্রেন্ডদেড় invite করে এক সঙ্গে লুট ও attack করতে পারেন।
এছাড়া নিজের village কে রক্ষা করা ও অপোনেন্ট কে attack করতে অনেক রকম ট্রুপ্স পাবেন।এই ট্রুপ্স যত দিন যাবে তারা আরো শক্তি শালী হবে।
6) Ludo King – অনলাইন লুডো গেম
Ludo King সম্পর্কে আমার কিছু নুতুন বলার নেয় , এই গেমটি 2019 সালে বেস্ট গেমর জন্য নমিনেটেড হয়েছিল।লুডু কিং খুবই পপুলার এবং জনপ্রিয় গেম,ভারত-বাংলাদেশের প্রায় প্রত্যেক বাচ্চা থেকে বয়স্ক সবাই এই গেমের সম্পর্কে জানে।
মোবাইলে টাইম পাস কাটানোর সবথেকে ভালো মাধ্যম হচ্ছে এই গেম খেলা। অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা লুডু খেলে টাইম পাস করেন।
এখানে আপনি অনলাইনে সাহায্যে বিভিন্ন রকম ওপনেন্ট এর সঙ্গে খেলতে পারেন।আবার বন্ধু-বান্ধবদের সঙ্গে অনলাইনে- অফ লাইন দুই ভাবে খেলা যাই।
মোবাইল কম্পিউটার সমস্ত ডিভাইসে Ludo King মজুদ রয়েছে।আপনি ইন্টারনেট ছাড়া ও যেকোনো ডিভাইস এই গেমের মজা নিতে পারবেন।
7) 8 Ball Pool
ফ্রী online মাল্টিপ্লেয়ার গেমের জন্য বল পুল কে এক নম্বর রেটিং দেওয়া হয়েছে।
8 Ball Pool খেলা খুবই সহজ,আপনি কিছু দিন খেললেই এর এক্সপার্ট হতে বেশি টাইম লাগবে না। পুল গেম অনেক টা কেরাম বোর্ডের মতো দেখতে তবে এটা পুরোপুরি আলাদা গেম।
পুল গেম হচ্ছে একটি টেবিল এর মধ্যে অনেক গুলো বল থাকে এবং ৬ টি পকেট,আপনাকে লাঠি (cue) এর সাহায্যে সেই পকেট গুলি তে বল গুলি ফেলতে হয়।
এখানে নিজের বন্ধু বান্ধব বা কোনো ওপনেন্ট এর সঙ্গে 1 to 1 খেলা যায়। এই গেম টি সব ধরণের মোবাইলে খেলতে পারবেন।
প্লেস্টোরে ৫০০ মিলিয়ন এর বেশি ডাউনলোড হয়েছে এবং এর size ৫৬ mb।
15 টি সেরা অ্যান্ড্রয়েড গেম
অ্যান্ড্রয়েড গেমস দীর্ঘ পথ পাড়ি দিয়েছে এবং এর মধ্যে সেরা কোনগুলি বেছে নেওয়া মুশকিল। এখানে আপনাদের জন্য বর্তমানে পাওয়া সেরা ১৫টি অ্যান্ড্রয়েড গেমস নিয়ে আসছি,আশা করি আপনাদের ভাল লাগবে।
mobile game এর আগে আসা অন্য যে কোনও প্রযুক্তির চেয়ে অনেক বেশি হারে উন্নতি করছে। অ্যান্ড্রয়েড গেমগুলি প্রতি বছর নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মনে হচ্ছে। আমরা আরও অনেক বেশি প্রিমিয়াম গেম রিলিজ দেখতে পাই যা নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করে,সত্যি কথা বলতে, মোবাইলের এখন পর্যন্ত কিছু যুক্তিসঙ্গত চিত্তাকর্ষক শিরোনাম রয়েছে। চলুন আর দেরি না করে এখনই সেরা ১৫ টি অ্যান্ড্রয়েড Game তালিকা এবং গেমগুলো সম্পর্কে জেনে নিন।
The best Android games, ever:
1. Call of Duty: Mobile (কল অব ডিউটি)
কল অব ডিউটি (ইংরেজি: Call of Duty) একটি যুদ্ধভিত্তিক ফার্স্ট পার্সন শুটার গেম ধারাবাহিক। গেমটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবলম্বনে তৈরি। তবে কল অফ ডিউটিঃ মডার্ন ওয়ারফেয়ার ও কল অফ ডিউটিঃ মডার্ন ওয়ারফেয়ার ২ আধুনিক যুদ্ধ এবং কল অফ ডিউটিঃ ব্ল্যাক অপস ভিয়েতনাম যুদ্ধ ও স্নায়ু যুদ্ধকে কেন্দ্র করে তৈরি। কল অফ ডিউটি বিশ্বের অন্যতম সেরা ফার্স্ট পার্সন শুটার গেম সিরিজ। ২৭শে নভেম্বর, ২০০৯ সাল অনুযায়ী কল অফ ডিউটি ধারাবাহিকের ৫৫ মিলিয়ন ডলার কপি বিক্রি হয়েছে।[১] এখন পর্যন্ত কল অফ ডিউটি ধারাবাহিকের মোট ৭টি গেম বের হয়েছে। ইনফিনিটি ওয়ার্ড ডেভেলপ করেছে ৪টি এবং ট্রেয়ার্ক ৩টি। ইনফিনিটি ওয়ার্ড-এর ডেভেলপ করা ৪টি গেম তুলনামূলক ভাবে বেশি সফলতা অর্জন করেছে।
প্রারম্ভিক মুক্তির তারিখ: ১ অক্টোবর, ২০১৯
প্রকাশক: অ্যাকটিভিশন
ইঞ্জিন: Unity
বিকাশকারী: TiMi Studios, সেনজেন টেনসেন্ট কম্পিউটার সিস্টেম কোম্পানি লিমিটেড
পুরস্কার: বাফটা গেমস অ্যাওয়ার্ড – ইই মোবাইল গেম অফ দ্য ইয়ার, দ্য গেম অ্যাওয়ার্ড – সেরা মোবাইল গেম
প্লাটফর্ম: অ্যানড্রয়েড, আইওএস
2. Genshin Impact
জেনশিন ইমপ্যাক্ট একটি অ্যাকশন রোল-প্লেয়িং গেম যা miHoYo দ্বারা বিকাশিত এবং প্রকাশিত। গেমটিতে একটি ওপেন-ওয়ার্ল্ড পরিবেশ এবং অ্যাকশন-ভিত্তিক যুদ্ধের বৈশিষ্ট্য রয়েছে যা মৌলিক যাদু এবং চরিত্র-স্যুইচিং ব্যবহার করে এবং খেলোয়াড়দের জন্য নতুন চরিত্র, অস্ত্র এবং অন্যান্য সংস্থান অর্জনের জন্য গাছা গেম নগদীকরণ ব্যবহার করে।
আসল বিবরণ দেখুন
প্রারম্ভিক মুক্তির তারিখ: ২৮ সেপ্টেম্বর, ২০২০
ইঞ্জিন: Unity
প্রকাশক: miHoYo
প্লাটফর্ম: প্লেস্টেশন ৪, Nintendo Switch, অ্যানড্রয়েড, আইওএস, প্লেস্টেশন ৫, আরও বেশি
বিকাশকারী: miHoYo, Shanghai Miha Touring Film Technology Co., Ltd.
ধরণ: অ্যাডভেঞ্চার গেম, অ্যাকশন রোল-প্লেয়িং গেম
আরও পড়ুনঃ
3. GRID Autosport
গ্রিড অটোসপোর্ট একটি রেসিং ভিডিও গেম যা মাইক্রোসফ্ট উইন্ডোজ, প্লেস্টেশন 3, এক্সবক্স 360, লিনাক্স, আইওএস, ম্যাকোস, নিন্টেন্ডো স্যুইচ এবং অ্যান্ড্রয়েডের কোডমাস্টারদের দ্বারা বিকাশ করা হয়েছে। এটি টোকা সিরিজের নবম খেলা।
প্রারম্ভিক মুক্তির তারিখ: ২৪ জুন, ২০১৪
সিরিজ: Grid
ইঞ্জিন: Ego
প্লাটফর্ম: Nintendo Switch, অ্যানড্রয়েড, মাইক্রোসফট উইন্ডোজ, আইওএস, লিনাক্স, আরও বেশি
বিকাশকারী: Codemasters, Feral Interactive, Codemasters Racing
মোড: Single-player video game, মাল্টিপ্লেয়ার ভিডিও গেম
4. GRIS
গ্রিস স্প্যানিশ বিকাশকারী নোমদা স্টুডিওর একটি প্ল্যাটফর্ম-অ্যাডভেঞ্চার গেম এবং ডেভলভার ডিজিটাল দ্বারা প্রকাশিত। গেমটি ডিসেম্বর 2018 সালে নিন্টেন্ডো সুইচ, ম্যাকোস এবং মাইক্রোসফ্ট উইন্ডোজের জন্য, আগস্ট 2019 এ আইওএসের জন্য, নভেম্বর 2019 সালে প্লেস্টেশন 4 এর জন্য এবং 2020 এপ্রিলে অ্যান্ড্রয়েডের জন্য প্রকাশিত হয়েছিল।
প্রারম্ভিক মুক্তির তারিখ: ১৩ ডিসেম্বর, ২০১৮
ইঞ্জিন: Unity
পুরস্কার: The Game Awards – Games for Impact Award
বিকাশকারী: Nomada Studio, Blitworks
প্লাটফর্ম: Nintendo Switch, প্লেস্টেশন ৪, অ্যানড্রয়েড, মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস, আইওএস
মনোনয়ন: The Game Award for Best Art Direction, The Game Awards – Games for Impact Award, আরও বেশি
5. Legends of Runete
লিজেন্ড অপ রুনেটেরার একটি 2020 ডিজিটাল সংগ্রহযোগ্য কার্ড গেমটি বিকাশ এবং দাঙ্গা গেমস দ্বারা প্রকাশিত। শারীরিক সংগ্রহযোগ্য কার্ড গেম ম্যাজিক দ্বারা অনুপ্রাণিত: জড়ো হওয়া, বিকাশকারীরা একই ধরণের মধ্যে একটি গেম তৈরি করতে চেয়েছিল যা প্রবেশের ক্ষেত্রে বাধা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে।
আসল বিবরণ দেখুন
প্রারম্ভিক মুক্তির তারিখ: ২০২০
বিকাশকারী: Riot Games
ইঞ্জিন: Unity
প্রকাশক: Riot Games
মোড: Single-player video game, মাল্টিপ্লেয়ার ভিডিও গেম
প্লাটফর্ম: অ্যানড্রয়েড, আইওএস, মাইক্রোসফট উইন্ডোজ
6. Levelhead
লেভেলহেড, এর মূল অংশে, সুপার মাট বয় এবং সুপার মারিও মেকারের পছন্দ অনুসারে একটি প্ল্যাটফর্মার। এটি এক প্রান্তে কিছু দ্রুত গতিযুক্ত, দ্রুত পুনঃসূচনা প্ল্যাটফর্মিং এবং অন্যদিকে আশ্চর্যজনকভাবে জটিল স্তরের সম্পাদক সরবরাহ করে। চ্যালেঞ্জিং এবং মজার প্রচার সম্পূর্ণ করুন! জিআর -18 নিয়ন্ত্রণে রাখুন, প্রশিক্ষণ হিসাবে একটি ডেলিভারি রোবট পাবেন, যা আপনি চালনা করতে পারবেন, এবং 90+ চ্যালেঞ্জিং, লেবেল আছে যা গেমটিকে এক অন্য লেবেলে নিয়ে গেছে।
7. Minecraft
মাইনক্রাফট (ইংরেজি: Minecraft) হচ্ছে মোজাং দ্বারা বিকশিত একটি স্যান্ডবক্স ভিডিও গেম। জাভা প্রোগ্রামিং ভাষায় মার্কাস “নচ” পেরসন এই গেমটি তৈরি করেছেন। প্রাথমিকভাবে বেশ কয়েকটি পরীক্ষামূলক সংস্করণ প্রকাশ করার পর ব্যক্তিগত কম্পিউটারের জন্য একটি পেইড পাবলিক আলফা হিসেবে মুক্তি দেওয়ার পর, ২০১১ সালের নভেম্বর মাসে গেমটি সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়; অতঃপর জেন্স বের্গেনস্টেন এই গেমটির বিকাশের দায়িত্ব গ্রহণ করেন। মাইনক্রাফট তারপর থেকে আরও কয়েকটি প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে এবং ২০০ মিলিয়ন কপি বিক্রিত এবং ১২৬ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারীর ফলে সর্বকালের সর্বোচ্চ বিক্রিত ভিডিও গেমে পরিণত হয়েছে।
8. Monument Valley 1 and 2.
মনুমেন্ট ভ্যালি এবং মনুমেন্ট ভ্যালি 2 এর স্বতন্ত্র স্তর প্রতিটি অধ্যায়ে আইডা, রো, বা রো কন্যা একটি অনন্য স্থান নেভিগেট করে, সাধারণত পথের ধাঁধা সমাধান করে features
স্মৃতি ভ্যালিতে মোট 19 টি অধ্যায় রয়েছে, মূল গল্পটি, ভুলে যাওয়া শোরস এবং আইডা (আরইডি) স্বপ্ন সহ। স্মৃতিসৌধ ভ্যালিটিতে মোট 14 টি অধ্যায় রয়েছে। একসাথে 33 টি অধ্যায় রয়েছে।
প্রধান মেনু গুলো হচ্ছেঃ
Main Chapters
Chapter I: Monument Valley
Chapter II: The Garden
Chapter III: Hidden Temple
Chapter IV: Water Palace
Chapter V: The Spire
Chapter VI: The Labyrinth
Chapter VII: The Rookery
Chapter VIII: The Box
Chapter IX: The Descent
Chapter X: Observatory
9. Nintendo games
নিনটেনডো কর্পোরেশন লিমিটেড একটি জাপানি বহুজাতিক কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি, এর প্রধান কার্যালয় কিয়োটো, জাপান এ। নিনটেনডো বিশ্বের বৃহত্তম ভিডিও গেম কোম্পানি । ফুসিজো ইয়ামাকি, সেপ্টেম্বর ২৩, ১৮৮৯ সালে এটি প্রতিষ্টা করে।
স্টক মূল্য: 7974 (TYO) ৬৫,০৭০ JP¥ ১০.০০ (০.০২%)
১৫ জুন ৩:০০ PM GMT +৯ – ডিসক্লেমার
প্রতিষ্ঠাতা: ফুসাজিরো ইয়ামাউচি
প্রতিষ্ঠার তারিখ ও জায়গা: ২৩ সেপ্টেম্বর, ১৮৮৯, কিয়োটো, কিয়োতো প্রশাসনিক অঞ্চল, জাপান
সিইও: শুনতারো ফুরুকাওয়া (২৮ জুন, ২০১৮–)
সদর দপ্তর: কিয়োটো, কিয়োতো প্রশাসনিক অঞ্চল, জাপান
আয়: ১.৭৫৯ ট্রিলিয়ন JPY (২০২১)
10. Pokémon GO
পোকেমন গো ( Pokémon GO) হল নিয়াটিক ইনকর্পোরেটেড নির্মিত এবং পোকেমন ফ্র্যানচাইজির অংশ, পোকেমন কোম্পানির প্রকাশিত একটি বাস্তবিক অবস্থান ভিত্তিক গেম, যা অ্যানড্রয়েড বা আই.ও.এস. ডিভাইসে খেলা যায়। এই গেমটি বিনামূল্যে খেলা যায় এবং এর জন্য জি.পি.এস. ও ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়। ৬ জুলাই ২০১৬ সালে এই গেমটি মুক্তি পায়।
পোকেমন গোনির্মাতানিয়াটিকপ্রকাশকপোকেমন কোম্পানিরচয়িতাজুনিসি মাসুডাইঞ্জিনইউনিটি গেম ইঞ্জিনমাধ্যমআইওএস, অ্যানড্রয়েডমুক্তি
এইউএস ৬ই জুলাই, ২০১৬
ইউএস ৬ই জুলাই, ২০১৬
ইইউ ১৩ই জুলাই, ২০১৬[note ১]
ধরনবাস্তবতায় বৃদ্ধিকার্যপদ্ধতিএকক খেলোয়াড়,একাধিক খেলোয়াড়
11. PUBG Mobile and Fortnite
যখন ব্যাটেল রয়াল গেমের বিষয়ে কথা হবে তখন PUBG আর Fortnite দুটি গেমের কথাই বলা হবে। PUBG আর Fortnite দুটিই এই সময়ের গেমিং দুনিয়ায় প্রধান হয়ে উঠেছে। আর যেখানে PUBG মোবাইল গেমে প্রতিদিন 20 মিলিয়ান ইউসার আছে। আর Fortnite ও খুব একটা পিছিয়ে নেই।
দুটি গেমেই ম্যাপ আছে
PUBG তে তিনটি ম্যাপ আছে আর সেখানে Fortnite য়ে একটি মাত্র ম্যাপ আছে। তবে এর মানে এই নয় যে আপনারা এটা খেলতে খেলতে বোর হবেন কারন ডেভেলাপাররা নতুন চেঞ্জ নিয়ে আসছে। এই গেমে নতুন লোকেশান অ্যাড করা হয় আর এই গেমের ম্যাপও বেশ ইন্টারেস্টিং। Fronite ম্যাপে নিয়মিত চেঞ্জ হয় আর এটি খুব তাড়াতাড়ি স্নোয়ি হবে। এছাড়া ও এই দুটি গেম এ এখন আরো অনেক নতুন নতুন পিছার যুক্ত করা হয়েছে যা ইউজারদের আরো বেশি আনন্দ দিবে।
12. Sky: Children of Light.
স্কাই: লাইট অফ চিলড্রেন স্কাই অনলাইন সিরিজের প্রথম অধ্যায়, ভবিষ্যতে আরও নতুন সিরিজ আসবে, এই গেম এ আপনার রোল হ’ল আকাশ থেকে পড়ে যাওয়া তারাগুলি সন্ধান এবং তাদের পুনরুদ্ধার করা। আপনার কাজ হ’ল পতিত তারাগুলি তাদের নক্ষত্রমণ্ডলে ফিরিয়ে আনার জন্য জনশূন্য রাজ্যের মাধ্যমে আলো ছড়িয়ে দেয়,
13. Square Enix
–স্কয়ার এনিক্স হোল্ডিংস কোং, লিমিটেড একটি জাপানি ভিডিও গেম হোল্ডিং সংস্থা এবং বিনোদন সংগৃহীত, এটি চূড়ান্ত ফ্যান্টাসি, ড্রাগন কোয়েস্ট, সিকেন ডেনসেটসু, ড্রেকেনগার্ড, স্টার ওশান এবং কিংডম হার্টসের ভূমিকা পালনকারী ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য বিখ্যাত numerous ।
আসল বিবরণ দেখুন
স্টক মূল্য: 9684 (TYO) ৫,৬৪০ JP¥ ২০.০০ (০.৩৫%)
১৫ জুন ৩:০০ PM GMT +৯ – ডিসক্লেমার
সদর দপ্তর: Shinjuku City, টোকিও, জাপান
প্রযোজিত ফিল্মগুলি: Final Fantasy VII: Advent Children, Kingsglaive: Final Fantasy XV, আরও বেশি
মূল সংস্থা: Square Enix Holdings
অধীনস্থ প্রতিষ্ঠান: SQUARE ENIX CO., LTD., Crystal Dynamics, Square Enix Europe, Taito, আরও বেশি
প্রতিষ্ঠাতা: ইয়াসুহিরো ফুকুশিমা, মাসাফুমি মিয়ামোতো
14. Stardew Valley
–স্টারডিউ ভ্যালি হ’ল একটি সিমুলেশন রোল-প্লেয়িং ভিডিও গেম যা এরিক “কনসার্নড এপ” ব্যারোন দ্বারা নির্মিত। এটি মাইক্রোসফ্ট উইন্ডোজের জন্য ফেব্রুয়ারী 2016 এ প্রকাশিত হয়েছিল এবং পরে ম্যাকোস, লিনাক্স, প্লেস্টেশন 4, এক্সবক্স ওয়ান, নিন্টেন্ডো স্যুইচ, প্লেস্টেশন ভিটা, আইওএস এবং অ্যান্ড্রয়েডের জন্য।
আসল বিবরণ দেখুন
প্রারম্ভিক মুক্তির তারিখ: ২৬ ফেব্রুয়ারী, ২০১৬
ডিজাইনার: এরিক ব্যারন
প্লাটফর্ম: Nintendo Switch, অ্যানড্রয়েড, লিনাক্স, প্লেস্টেশন ৪, এক্সবক্স ওয়ান, ম্যাক ওএস, আরও বেশি
বিকাশকারী: এরিক ব্যারন, Sickhead Games, ConcernedApe
ধরণ: Role-playing video game, অ্যাকশন গেম, ইন্ডি গেম, অ্যাডভেঞ্চার গেম, ফাইটিং গেম, আরও বেশি
প্রকাশক: এরিক ব্যারন, Chucklefish, Fangamer, 505 Games
15. The Room series
রুম একটি ধাঁধা ভিডিও গেম যা ফায়ারপ্রুফ গেমস দ্বারা বিকাশিত। গেমটি মূলত আইওএস প্ল্যাটফর্মের জন্য তৈরি হয়েছিল এবং সেপ্টেম্বর ২০১২ এ প্রকাশিত হয়েছিল। অ্যান্ড্রয়েড সংস্করণটি মার্চ ২০১৩ সালে একটি নম্র বান্ডিলের অংশ হিসাবে আত্মপ্রকাশ করেছিল এবং পরবর্তীকালে গুগল প্লেতে প্রকাশিত হয়েছিল। শিরোনামের জন্য একটি অবাধ বিস্তৃতি আগস্ট 2013 এ প্রকাশিত হয়েছিল। গেমের একটি বর্ধিত সংস্করণ জুলাই 2014 এ মাইক্রোসফ্ট উইন্ডোজ এবং অক্টোবর 2018 সালে নিন্টেন্ডো স্যুইচ এর জন্য প্রকাশিত হয়েছিল।
কক্ষটি তৈরির সময়, ফায়ার হাউস অন্যান্য প্রকাশকদের জন্য শিল্প সম্পদ সরবরাহ করছিল, এবং রুমটি স্টুডিওর নিজস্ব খেলা তৈরির প্রথম প্রচেষ্টাটি প্রতিফলিত করে, তবে সীমিত অর্থায়নে, সুযোগটি গ্রহণের লক্ষ্য নিয়ে একটি মোবাইল শিরোনামকে কেন্দ্র করে প্ল্যাটফর্মের অনন্য ইন্টারফেস দিকগুলি। কক্ষটি খেলোয়াড়কে একাধিক অদ্ভুত ধাঁধা বাক্স সহ উপস্থাপন করে যা বেশ কয়েকটি শারীরিক প্রক্রিয়া দেখায়। খেলোয়াড়কে প্রতিটা তালা কীভাবে খুলতে হয় তা নির্ধারণ করার জন্য চ্যালেঞ্জ জানানো হয় – সাধারণত কয়েকটি সিরিজের তালা পূর্বাবস্থায় ফেলার মাধ্যমে – এর মধ্যে আরও একটি ধাঁধা বাক্স অ্যাক্সেস করতে হয়। গেমটি বাস্তব জীবনে ক্রিয়াকলাপ অনুকরণ করতে মোবাইল ডিভাইস টাচস্ক্রিন দ্বারা সক্ষম বিভিন্ন ধরণের গতি ব্যবহার করে, যেমন ডিভাইসটির সন্ধান, চাবি ঘুরিয়ে দেওয়া এবং স্যুইচগুলি সক্রিয় করা। গেমটির মাধ্যমে, নামবিহীন ব্যক্তির পঞ্চম শাস্ত্রীয় উপাদান “নাল” -এর গবেষণার সাথে জড়িত একটি গল্প যা বিভিন্ন বক্স ধাঁধার মাধ্যমে পাওয়া নোটগুলিতে বর্ণিত।
রুমটি ইতিবাচক অভ্যর্থনা পেয়েছে এবং আইওএস সংস্করণটি বেশ কয়েকটি পুরষ্কার পেয়েছে। গেমটি 6.5 মিলিয়ন কপি বিক্রি করেছে। ফায়ারপ্রুফ গেমস ২০১ since সালের মধ্যে ১১.৫ মিলিয়ন এর সমষ্টিগত বিক্রয় সহ রুমে চারটি সিক্যুয়াল প্রকাশ করেছে।
এই সকল গেমগুলো আপনি প্লে স্টোরে সহজে পেয়ে যাবেন,আরো নিত্য নতুন গেম সম্পর্কে জানতে follow করে সাথে থাকুন।
আমাদের শেষ কথা ,
ফ্রেন্ডস, উপরে অনলাইন গেমস গুলির সঠিক মজা নিতে হলে আপনাকে রিয়েল পারসন এর বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে হবে। এই অনলাইন গেম গুলি খুবই পপুলার,বিশ্বের কোটি কোটি ইউসার রা এই গেম এর সঙ্গে যুক্ত রয়েছে।
এছাড়া আরো অনেক গুলি পপুলার এন্ড্রয়েড গেম রয়েছে যেমন- Carrom Pool,Fortnite,Word With Friends 2,Asphalt 9,Critical Ops ইত্যাদি।
পাবজি মোবাইল লাইট: ফ্রেন্ডস,পাবজি মোবাইল এই গেমটি ইন্ডিয়া ও বাংলাদেশে খুবই জনপ্রিয়।মোবাইল গেমিং লাভারদের এটি প্রিয় গেম বলা যেতে পারে।পাবজি মোবাইল লঞ্চ করার পর এর খ্যাতি দেখে কম্পানি এর লাইট ভার্সন ইন্ডিয়াতে লঞ্চ করে।যেটি স্পেসালি বাজেট স্মার্টফোন অডিয়েন্স কে লক্ষ্য করে লাঞ্চ করা হয়েছে।আপনার ফোনে কমপক্ষে 2 জিবি ram থাকলে এই গেমের স্মুথ এক্সপেরিয়েন্স নিতে পারবেন।
Orginal পাবজি মোবাইল যেটি প্রথমে লাঞ্চ হয়েছিল সেটি প্রায় 1.6 GB যারফলে এই গেমটি হাই গ্রাফিক্স phone এ স্মুথ রান করে,কিন্তু এই লাইট ভার্সন পাবজি মোবাইল গেম মাত্র 500 এমবি এবং একটা মিডিয়াম রেঞ্জ এন্ড্রোইড ফোনেও লাগ্-ফ্রি স্মুথ এক্সপেরিয়েন্স নিতে পারবেন।
পাবজি মোবাইল লাইট-FIRST IMPRESSIONS
পাবজি লাইট এই গেম টি পাবলিশ করেছে Tencent Games যে পাবজি মোবাইল Orginal এবং কল অফ ডিউটি মোবাইল আগেই লঞ্চ করেছে।
তাহলে চলুন দেরি না করে এই গেমের সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিন।
পাবজি মোবাইল গেম টি প্রথম 2017 সালে লাঞ্চ করে এবং খুব তাড়াতাড়ি গেমিং লাভার এই গেম টি পছন্দ হয়ে যায় এবং জনপ্রিয় হয়ে ওঠে।
পাবজি মোবাইল Orginal চরম সফলতা পেলেও বাজেট এন্ড্রোইড গেমার রা এর থেকে বঞ্চিত হয়।কেননা এই গেমটি প্রায় 1.6 জিব size যেটি প্রিমিয়াম ফোন ছাড়া স্মুথ রান করতো না।
তাই কোম্পানি 2018 সালে বাজেট স্মার্টফোন ধারী বৃহৎ অডিয়েন্স কে মাথায় রেখে এর লাইট ভার্সন লাঞ্চ করে।প্লেস্টোরে এর দুটি ভার্সন এ 100 million বার ডাউনলোড হয়েগেছে।
পাবজি মোবাইল লাইট অ্যাপ- System Requirements
আমি আগে আপনাদের বললাম একটা মিডিয়াম দামের অ্যান্ড্রয়েড মোবাইলে এই গেমটি ভালো রান করবে।
তবে এর জন্য একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে,আপনার মোবাইলে ২ জিবি ram এবং মোটামুটি একটু ভালো প্রসেসর এবং ৬০০ mb এর মত ইন্টারনাল স্টোরেজ থাকলে এই গেমটি প্লে স্টোর থেকে ইন্সটল করতে পারবেন।
এই ভার্সন টি কোম্পানি লঞ্চ করেছে বিশেষ করে যাদের কাছে high-end মোবাইল নেই,একটা মিডিয়াম মিড-রেঞ্জ সিম্পল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে,তারা যেন এই গেমটি খেলে এর অভিজ্ঞতা অর্জন করতে পারে।সেজন্য কোম্পানির বাজেট এন্ড্রয়েড ইউজারদের মাথায় রেখে এই লাইট ভার্সন গেমটি টি লঞ্চ করেছে।
পাবজি মোবাইল সেটিং- Graphics and Settings
এই লাইট ভার্সন ইন্সটল করার পর প্রথম যেটা আপনি নোটিশ করবেন এর গ্রাফিক্স ও কালার অনেক লো তুলনামূলক ভাবে পাবজি মোবাইল অরিজিনাল থেকে।
এর গ্রাফিক্স ডাউনগ্রেড করা হয়েছে বলে এর সাইজ অনেক কম অরজিনাল ভার্সন থেকে।
তাছাড়া আপনি সেটিং এ গেলে কোন গ্রাফিক্সের ট্যাগ পাবেন না, যেখান থেকে আপনি গেমের ভিজুয়াল কে কন্ট্রোল করতে পারেন।
এই গ্রামের মধ্যে এখন পর্যন্ত বারোটা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে তার মধ্যে যেমন english-spanish বা রাশিয়ান ভাষাতে খেলতে পারবেন।
তবে, এখানে কোন ভারতীয় ভাষা সাপোর্ট করে না – যেমন হিন্দি, বাংলা,তামিল ইত্যাদি।
পাবজি মোবাইল lite গেম প্লে (Pubji mobile game play)
পাবজি মোবাইল লাইট ভার্সন এর সাধারণত দুই ধরনের গেম mode দেখতে পাবেন, এক হচ্ছে Classic এবং অপরটি হচ্ছে Arcade mode।
Classic mode এর বৈশিষ্ট্য হচ্ছে,এখানে 60 প্লেয়ার কে একটি 2km island দ্বীপের মধ্যে মধ্যে ছেড়ে দেওয়া হবে যেখানে বেচে থাকতে বিভিন্ন ধরনের সংগ্রাম চালিয়ে যেতে হবে।
আপনাকে দুশমনের কাছথেকে বেঁচে থাকতে বিভিন্ন ধরনের বন্দুক,গুলি,বোম্ব,গাড়ি চিকিৎসা সরঞ্জাম, জামাকাপড়ে এর সাপ্লাই ইত্যাদি অনুসন্ধান চালিয়ে যেতে হবে।
পাবজি লাইট ভার্সনে একটি ম্যাপ দেখতে পাওয়া যায়,যার নাম হচ্ছে Erangel.
Arcade mode যেখানে আপনি দুটো ম্যাপ দেখতে পাবেন যথা War and War RPG.
তুলানামুলুক ভাবে পাবজি মোবাইল অরিজিনাল যেখানে আপনি তিনটি mode এবং বিভিন্ন মানচিত্র দেখতে পাওয়া যাই।
পাবজি অরজিনাল গেমএ আপনি গেম প্লে যে গঠন দেখতে পান ,এর lite ভার্সনে ও প্রাই সিমিলার একই রকমই features দেখতে পাবেন শুধু একটু ডিফেন্সের লক্ষ্য করা যাই এর কালার বা গ্রাফিক্স একটু লো কোয়ালিটি তাছাড়া সব কিছুই অরজিনাল গেম এর অনুরূপ।
তবে আপনারা জিনার পাবজি মোবাইল অরজিনাল খেলেছেন,তারা একটা জিনিস মিস করবেন এখানে কুইক চ্যাট এর অপশনটা নেই।
এছাড়া গেম প্লে ফাংশনে সবকিছুই একই, এখানে আপনি সব ধরনের বন্দুক এবং অন্যান্য আইটেম মজুদ পেয়েযাবেন যে গুলি অরজিনাল ভার্সনে লক্ষ্য করা যাই।
পাবজি মোবাইলে অরজিনাল এর একটা বড় সুবিধা হচ্ছে সেখানে আপনি বিভিন্ন সার্ভার থেকে খেলতে পেতেন কিন্তু লাইট ভার্সনে শুধু এশিয়া আর দক্ষিণ আমেরিকার সার্ভার থেকে খেলার অপশন রয়েছে।
যেখানে অরিজিনাল ভার্সনে অনেক গুলো ইন্টারন্যাশনাল সার্ভার দেখতে পাওয়া যায়,যেমন ইউরোপ-আমেরিকা ইত্যাদি।
এতে কোনো দ্বিধা নেই বিগত ২ বছর থেকে এই গেম টি লক্ষ লক্ষ গেমের মধ্যে প্রিয় হয়েউঠছে,সব থেকে বড় বেপার হলো ,যাদের কাছে ৫-৭ হাজার টাকা দামের ফোন আছে তারাও এই গেমের মজা লুটতে পারবেন।
আপনি যদি একটি ভালো ব্যাটেলেগ্রাউন্ড game খুজছেন আর আপনার যদি একটি low configuration মোবাইল থাকে তাহলে পাবজি মোবাইল লাইট একটি ভালো বিকল্প।
বিশ্বের সেরা গেমের তালিকা, পৃথিবীর সবচেয়ে ভালো গেম কোনটি, অনলাইন গেম খেলে টাকা ইনকাম, মোবাইল গেমস সেরা গেম ২০২০, সেরা অফলাইন গেম অনলাইন গেম, আসক্তি ভালো গেম, ডাউনলোড করবো.Feedback top 10 games in the world 2021, best game of all time,, top 10 games in the world 2020, what is the best game in the world 2020, best games of all time pc ,what is the best game in the world 2022, old video games list game list
Very nice work. Thanks for sharing.
News boy