যেখানেই যান, কোলে করে নিয়ে যান বালিশ, কেন এমন করেন রিজওয়ান? ফাঁস হল আসল রহস্য

বালিশ দিয়ে তাঁকে যায় চেনা। দেশে, বিদেশে যেখানেই যান না কেন, সঙ্গে থাকে তাঁর প্রিয় বালিশ। কেন সব জায়গায় বালিশ বয়ে নিয়ে যান তিনি? জানা গেল আসল কারণ।

 

বাংলাদেশে পৌঁছানো মাত্রই বিমানবন্দরে উপস্থিত ফটোগ্রাফারদের সৌজন্যে রিজওয়ানের ছবিতে সকলের চোখ আটকে যায়। সতীর্থদের সঙ্গে মহম্মদ রিজওয়ান টিম বাসে উঠছেন হাতে একটা বালিশ নিয়ে! এর পর বালিশ হাতে রিজওয়ান বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর এই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।2/7

বাংলাদেশে পৌঁছানো মাত্রই বিমানবন্দরে উপস্থিত ফটোগ্রাফারদের সৌজন্যে রিজওয়ানের ছবিতে সকলের চোখ আটকে যায়। সতীর্থদের সঙ্গে মহম্মদ রিজওয়ান টিম বাসে উঠছেন হাতে একটা বালিশ নিয়ে! এর পর বালিশ হাতে রিজওয়ান বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর এই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

প্রশ্ন উঠেছে, বালিশ নিয়ে কেন ঘুরছেন রিজওয়ান? তাঁরা থাকবেন নামী দামী বিলাসবহুল হোটেলে। বিলাসী জীবন যাপনের সকল আয়োজনই সেখানে রয়েছে। তা হলে দুবাই থেকে বালিশ নিয়ে আসতে হল কেন রিজওয়ানকে?3/7

প্রশ্ন উঠেছে, বালিশ নিয়ে কেন ঘুরছেন রিজওয়ান? তাঁরা থাকবেন নামী দামী বিলাসবহুল হোটেলে। বিলাসী জীবন যাপনের সকল আয়োজনই সেখানে রয়েছে। তা হলে দুবাই থেকে বালিশ নিয়ে আসতে হল কেন রিজওয়ানকে?

এর পরেই আসল রহস্যের উন্মোচন হয়। জানা যায়, রিজওয়ানের বিচিত্র শখের কথা। মানুষের তো কত কিছুই প্রিয় হতে পারে। কিন্তু বালিশ যে সেই তালিকায় থাকতে পারে, সেটা বিশ্বাস করা কঠিন! রিজওয়ানের এই বালিশ প্রীতি নাকি নতুন নয়। যেখানেই যান, সঙ্গে করে নিয়ে যান নিজের প্রিয় বালিশ। রিজওয়ান নিজের বাড়ি থেকে সেই বালিশ নিয়ে গেছেন দুবাইয়ে। তার পর দুবাই থেকে সেই বালিশ নিয়েই বাংলাদেশে গিয়েছেন।4/7

এর পরেই আসল রহস্যের উন্মোচন হয়। জানা যায়, রিজওয়ানের বিচিত্র শখের কথা। মানুষের তো কত কিছুই প্রিয় হতে পারে। কিন্তু বালিশ যে সেই তালিকায় থাকতে পারে, সেটা বিশ্বাস করা কঠিন! রিজওয়ানের এই বালিশ প্রীতি নাকি নতুন নয়। যেখানেই যান, সঙ্গে করে নিয়ে যান নিজের প্রিয় বালিশ। রিজওয়ান নিজের বাড়ি থেকে সেই বালিশ নিয়ে গেছেন দুবাইয়ে। তার পর দুবাই থেকে সেই বালিশ নিয়েই বাংলাদেশে গিয়েছেন।

 

5/7

পিসিবি জানিয়েছে, এ বালিশে খুব আরামের ঘুম হয় রিজওয়ানের। তাই দেশে কিংবা বিদেশে- সব জায়গাতেই রিজওয়ানের সঙ্গী এই বালিশ। রিজওয়ান জানিয়েছেন বালিশটি আসলে মেডিকেটেড। ডাক্তার তার ঘাড়ের আরামের জন্য দিয়েছেন। উইকেট-রক্ষক বলে কিপিং করার সময় সারাক্ষণ হেলমেট পড়ে থাকতে হয়। ব্যাটিং করার সময় তাই। ফলে ঘাড়ের কিছু পেশি শক্ত হয়ে যায়। রিকভার করা অত্যন্ত প্রয়োজনীয়। তার জন্য সঠিক ঘুম দরকার।6/7

পিসিবি জানিয়েছে, এ বালিশে খুব আরামের ঘুম হয় রিজওয়ানের। তাই দেশে কিংবা বিদেশে- সব জায়গাতেই রিজওয়ানের সঙ্গী এই বালিশ। রিজওয়ান জানিয়েছেন বালিশটি আসলে মেডিকেটেড। ডাক্তার তার ঘাড়ের আরামের জন্য দিয়েছেন। উইকেট-রক্ষক বলে কিপিং করার সময় সারাক্ষণ হেলমেট পড়ে থাকতে হয়। ব্যাটিং করার সময় তাই। ফলে ঘাড়ের কিছু পেশি শক্ত হয়ে যায়। রিকভার করা অত্যন্ত প্রয়োজনীয়। তার জন্য সঠিক ঘুম দরকার।

আজ সোমবার পাকিস্তান দল মিরপুরে অনুশীলন করলেও রিজওয়ান বিশ্রামে ছিলেন। পিসিবির পাঠানো ভিডিওবার্তায় এই ওপেনার বলেছেন, ‘আমরা এই মাঠে অনুষ্ঠিত শেষের দিকের সব সিরিজেই দেখেছি, এখানকার যা কন্ডিশন, তাতে স্পিনাররাই বেশি সুবিধে পায়। এখনাকার উইকেটে বল ব্যাপক ঘোরে এবং গ্রিপ করে। আমি এখন বেশ ভালো আছি। কাল নিশ্চিত ভাবেই অনুশীলনে নামব। তখন উইকেট সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে পারব।’7/7

আজ সোমবার পাকিস্তান দল মিরপুরে অনুশীলন করলেও রিজওয়ান বিশ্রামে ছিলেন। পিসিবির পাঠানো ভিডিওবার্তায় এই ওপেনার বলেছেন, ‘আমরা এই মাঠে অনুষ্ঠিত শেষের দিকের সব সিরিজেই দেখেছি, এখানকার যা কন্ডিশন, তাতে স্পিনাররাই বেশি সুবিধে পায়। এখনাকার উইকেটে বল ব্যাপক ঘোরে এবং গ্রিপ করে। আমি এখন বেশ ভালো আছি। কাল নিশ্চিত ভাবেই অনুশীলনে নামব। তখন উইকেট সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে পারব।’

আরিয়ান খান। (ছবি সৌজন্য পিটিআই)

ষড়যন্ত্র করেছেন আরিয়ান, তেমন প্রমাণ নেই, মেলেনি মাদক, জামিনের রায়ে বলল হাইকোর্ট

ইতিমধ্যেই বেড়েছে আগের সপ্তাহের তুলনায়।

হবিগঞ্জে পুজো মণ্ডপে কোরান রাখতে গিয়ে গ্রেফতার যুবক (ছবি সৌজন্যে টুইটার)

ফের হিংসার ছক বাংলাদেশে, হবিগঞ্জে পুজো মণ্ডপে কোরান রাখতে গিয়ে গ্রেফতার যুবক

 

ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই

কান্দিতে বোমাবাজি, পঞ্চায়েতের সদস্য হতে চেয়ে দলীয় নেতার উপরই হামলা তৃণমূল কর্মীর

07:51 AM IST

Linkedin

Twitter

Facebook

WhatsApp

বোমাবাজির ঘটনায় জখম হয়েছেন তৃণমূল নেতা বাবর আলি। জখম বাবর আলি মুর্শিদাবাদের কুমারষন্ড গ্রাম পঞ্চায়েতের সদস্য।

রাহুল-রোহিত জুটি। ছবি- পিটিআই। (PTI)

ভাগ বসালেন বাবর-রিজওয়ানের কৃতিত্বে, ১১৭ রানের পার্টনারশিপে একাধিক নজির রোহিত-রাহুলের

08:18 AM IST

Linkedin

Twitter

Facebook

WhatsApp

রোহিত ও রাহুল, দুইজনেই এই ম্যাচে দুরন্ত অর্ধশতরান করেন।

হাসান আলি। ছবি- টুইটার।

২১৯ কিমি গতিতে বল! বাংলাদেশের বিরুদ্ধে হাসান আলি কি তবে ভাঙলেন আখতারের রেকর্ড?

07:00 AM IST

Linkedin

Twitter

Facebook

WhatsApp

বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারের এমন ঘটনা চমকে দেয় ক্রিকেটপ্রেমীদের।

লোকেশ রাহুল ও রোহিত শর্মালকপকq। ছবি- পিটিআই (PTI)

প্রথম ভারতীয় জুটি হিসেবে T20-তে নয়া নজির রোহিত-রাহুলের

06:45 AM IST

Linkedin

Twitter

Facebook

WhatsApp

রাঁচিতে ভারত ওপেনিং জুটিতে ১১৭ রান তোলে।

 

Leave a Reply