১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে হৃদয় অটো হাউজের স্বত্বাধিকারী হৃদয় কর্মকার ও তার আপন ছোট ভাই বিজয় কর্মকার বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন। দুই সহোদরের এমন আকস্মিক মৃত্যুতে ইটনা সদর ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে, স্বজনদের কান্না আর আহাজারিতে যেন আকাশ ভারি হয়ে গেছে, দুঃখিনী মা দুই সন্তান হারিয়ে পাগলপ্রায়, এমন মর্মস্পর্শী বেদনাদায়ক মৃত্যুকে মেনে নেওয়া সত্যিই কষ্টকর। আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।।।