শোক সংবাদ বাবু রামানন্দ ঢালী  ০৩/০৯/২১ তারিখ বেলা ১ঃ৩০ মিনিটে পরলোক গমন করেণ।

পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং রামশিল ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা

আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক,

বাবু রামানন্দ ঢালী ০৩/০৯/২১ তারিখ বেলা ১ঃ৩০ মিনিটে পরলোক গমন করেণ। তার মৃত্যুতে আমরা শোকিভূত। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

০৩/০৯/২১ তারিখ বেলা ১ঃ৩০ মিনিটে পরলোক গমন করেণ। তার মৃত্যুতে আমরা শোকিভূত। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি

ইহলোকের মায়া ত্যাগ করে পরিবার পরিজন পুত্র কন্যা আত্মীয় স্বজন তাঁর প্রিয় শিক্ষার্থীদের কে শোকের সাগরে ভাসিয়ে মহাকালের যাত্রায় যোগ দিয়েছেন।

 

ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু। স্যারের আত্মার চিরশান্তি কামনা করছি। শোক সন্তপ্ত পরিবার পরিজন পুত্র কন্যা আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। পরম করুণাময় সৃষ্টিকর্তা তাদের শোক সহিবার শক্তি দান করুন।

Leave a Reply