শ্যামলী পরিবহন অনলাইন টিকেট ঘরে বসে কিভাবে করবেন? সে বিষয়ে বিস্তারিত জানুন।আপনারা জানেন শ্যামলী পরিবহনের বাস সার্ভিস গুলি খুবই মানসম্মত তাদের এসি এবং ননএসি দুটি সার্ভিস এখন বাংলাদেশে এভেলেবেল রয়েছে।
বর্তমানে আমাদের দেশ ডিজিটালের দিকে এগিয়ে যাওয়ার ফলে বিভিন্ন রকম কার্যক্রম এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে করা অসম্ভব হয়ে পড়েছে।
তার লক্ষ্যে এখন বিভিন্ন রকম পরিবহন গুলিতেও অনলাইনে টিকিট কাটার সিস্টেম চালু করেছে বাংলাদেশ সরকার বা পরিবহন কর্তৃপক্ষ।
এজন্য আজকে আমি আমাদের ওয়েবসাইটের ভিজিটর দের সুবিধার্থে “শ্যামলী পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম” কিভাবে আপনি ঘরে বসে দুই মিনিটের মধ্যেই আপনার কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে ঘরে বসেই শ্যামলী পরিবহনের টিকেট সংগ্রহ করবেন অথবা টিকেট কাটবেন সে বিষয়ে বিস্তারিত।
এছাড়াও শ্যামলী পরিবহন সম্পর্কিত যে সকল বিষয় জানতে পারবেন তা হচ্ছে-শ্যামলী পরিবহন অনলাইন টিকিট bd, শ্যামলী পরিবহন মোবাইল নাম্বার,শ্যামলী পরিবহন টিকিট মূল্য,শ্যামলী পরিবহন গাবতলী কাউন্টার,শ্যামলী পরিবহন ঢাকা টু পাবনা,শ্যামলী পরিবহন গাইবান্ধা কাউন্টার।
এই সকল বিষয়ে আপনি আমাদের আজকের এই পোস্ট থেকে জানতে পারবেন আপনার প্রয়োজনীয় বিষয়টি এখান থেকে জেনে নিন এবং সঠিক গন্তব্যে সঠিক সময়ে কোনো বিভ্রান্তি ছাড়া পৌঁছে যান আপনার ঠিকানায়।
শ্যামলী পরিবহন অনলাইন টিকিট bd
শ্যামলী পরিবহনের অনলাইনে টিকেট করার জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে তা হচ্ছে আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইলের ব্রাউজার থেকে-www.Shohoz.com এটা লিখে গুগলে সার্চ করুন তাহলে আপনার সামনে এই সহজ ওয়েবসাইটের হোমপেজটি চলে আসবে অথবা আমাদের দেওয়া এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
এরপরে নিচের ছবির মতো এই ওয়েবসাইটের হোমপেজে থাকা বাস(BUS)অপশনটির উপরে ক্লিক করলে,আপনার সামনে অনলাইনে টিকিট করার form চলে আসবে নিচের ছবি অনুসরণ করুন।
সেখানে আপনি ফরমের(From) ঘরে কোথা থেকে আপনি শ্যামলী পরিবহন অথবা বাসে যেতে চাচ্ছেন সেই ঠিকানাটি নির্বাচন করুন এবং কোথায় আপনার গন্তব্য সেটিও নিচের ঘরে টু(To) লেখা রয়েছে সেখানে নির্বাচন করুন, এরপর আপনি ডেট অফ জার্নিং(Date of Journey) কত তারিখে আপনি জার্নি করতে চাচ্ছেন অথবা যেতে চাচ্ছেন সেই তারিখ টি সিলেক্ট করে দিন। এরপর নিচে থাকা সার্চ বাসেস(search buses) এই অপশনটির উপরে ক্লিক করুন।
উপরে দেওয়া তথ্য গুলি সঠিকভাবে পূরণ করে সার্চ বাসেস(Search buses) এই অপশনটির উপরে আপনি ক্লিক করলেই, আপনার সামনে নিচের ছবিতে দেওয়া এইরকম একটি ইন্টারফেস চলে আসবে।
যেখানে যে সকল বিষয়ে আপনি জানতে পারবেন তা হচ্ছে- আপনি এখান থেকে অসংখ্য বাসের নাম সহ অর্থাৎ আপনার পরিবহনের নাম সহ সেখানকার বাস ছাড়ার সময় এবং সিট প্ল্যান এবং সেই সিটের জন্য কত মূল্য বাংলাদেশী টাকা নির্ধারণ করা হয়েছে এবং হাতের ডানপাশে আছে” অপারেটর” সেই অপশন থেকে আপনি আপনার পছন্দের বাসটি শ্যামলী পরিবহন ছাড়াও আপনি নির্বাচন করে ভিউ সিট এই অপশনটির উপরে ক্লিক করুন।
ভিউ সিটস (view seats) এই অপশনটির উপরে ক্লিক করলেই, নিচের দেওয়া এই ছবির মতো এই বাসটির পুরো সিটিং প্লান আপনার সামনে চলে আসবে, সেখান থেকে আপনার পছন্দের সিটটি নির্বাচন করুন এবং নিচে আসলে কন্টিনিউ বলে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন। তার আগে উপরের দিকে আপনার যে পয়েন্ট থেকে আপনি গন্তব্যে উঠবেন মানে বাসে উঠবেন সেটি নির্বাচন করে দিন।
এরপরে “কন্টাক্ট ইনফর্মেশন “আপনার ফোন নাম্বার । আপনি চাইলে আপনার ইমেইল এড্রেস দিয়ে দিবেন এরপরে পেমেন্ট ডিটেলস এর ঘরে এসে আপনি অনলাইনের মাধ্যমে মোবাইল ব্যাংকিং অথবা কার্ড বা আপনার cash-on-delivery এটি নির্বাচন করে কনফার্ম রিজার্ভেশন অপশানে ক্লিক করবেন।নিচে ছবি দেখুন
ব্যাস আপনার শ্যামলী পরিবহন অনলাইনে টিকিট করার কাজটি শেষ। এখন আপনি টিকেটটি প্রিন্ট আউট করে অথবা আপনি আপনার মোবাইল ফোনের ছবি উঠিয়ে নিয়ে, আপনার গন্তব্যে আপনি পৌঁছে যাবেন ঠিক সেই সময়ে যে সময়টি টিকেটে দেয়া রয়েছে।
আশা করছি উপরের নিয়ম অনুসরণ করলে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার এর মাধ্যমে ঘরে বসে খুব সহজেই শ্যামলী পরিবহন অনলাইন টিকিট করতে পারবেন এবং আপনি চাইলে যেকোনো ধরনের বাসেরি অনলাইন টিকেট মুহূর্তের মধ্যেই অনলাইনে ঘরে বসে করতে পারবেন আশা করি পোস্টটি আপনার উপকারে আসবে।
এছাড়াও আপনি চাইলে উপরোক্ত এই নিয়মে মোবাইল অ্যাপসের মাধ্যমে সহজেই মোবাইলেও করতে পারবেন তার জন্য আমাদের দেওয়া এই লিঙ্ক থেকে মোবাইল অ্যাপস টি ডাউনলোড করে নিন।
শ্যামলী পরিবহন টিকিট মূল্য
মূলত শ্যামলী পরিবহন বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাস সার্ভিস কোম্পানি। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় যাত্রীসেবা দিয়ে আসছে। শ্যামলী পরিবহনের টিকিটের দাম যাত্রীদের সন্তুষ্টির বিষয়। এছাড়াও যাত্রীরা আরামদায়ক এবং বিলাসবহুল উভয় ধরনের সেবা পেতে পারেন।
যদি আমরা একটি টিকিটের মূল্য সম্পর্কে চিন্তা করি তবে এটি দূরত্বের উপর নির্ভর করে। আপনি যদি আরও দূরে যান তবে আপনাকে টিকিট কিনতে আরও বেশি টাকা দিতে হবে। যেমন ঢাকা থেকে কক্সবাজার গেলে টিকিটের মূল্য ৮০০ টাকা এবং এসি বাসে ১৫০০ টাকা। অন্যদিকে, আপনি যদি ঢাকা থেকে কলকাতা যেতে চান তবে আপনার টিকিটের দাম পড়বে 1700 টাকা এবং আপনি যদি এসি বাসে যেতে চান তবে টিকিটের দাম পড়বে 1900 টাকা। এবার শ্যামলী পরিবহনের বাস সার্ভিসের সকল টিকিটের মূল্য তালিকা দেখে নেওয়া যাক।
From | To | Type | Ticket Price |
Dhaka | Chittagong | Non-AC AC | 480 BDT 1200 BDT |
Dhaka | Cox’s Bazar | Non-AC AC (Econo) AC (Business) | 800 BDT 1500 BDT 2200 BDT |
Dhaka | Bandorban | Non-AC AC | 620 BDT 1400 BDT |
Dhaka | Teknaf | Non-AC AC | 900 BDT 1200 BDT |
Dhaka | Sylhet | Non-AC | 470 BDT |
Dhaka | Rajshahi | Non-AC | 480 BDT |
Dhaka | Kustia | Non-AC | 450 BDT |
Dhaka | Rangamati | Non-AC AC | 620 BDT 1500 BDT |
Dhaka | Rangpur | Non-AC AC | 500 BDT 1000 BDT |
Dhaka | Pabna | Non-AC AC | 400 BDT 700 BDT |
Dhaka | Kolkata | AC (Econo) AC (Business) | 1700 BDT 1900 BDT |
Dhaka | Siliguri | AC | 2000 BDT |
শ্যামলী পরিবহন কাউন্টার এর ঠিকানা
আসুন তাহলে আমরা শ্যামলী পরিবহন বাস সার্ভিসের কাউন্টার গুলো সম্পর্কে জেনে নেই।
- ঢাকা কাউন্টার।
- চিটাগাং কাউন্টার।
- সিলেট কাউন্টার
- কক্সবাজার কাউন্টার।
- টেকনাফ, বাংলাদেশ।
- রাঙ্গামাটি, বাংলাদেশ।
- বান্দরবান, বাংলাদেশ।
- রংপুর, বাংলাদেশ।
- মৌলভীবাজার, বাংলাদেশ।
- রাজশাহী, বাংলাদেশ।
- খুলনা, বাংলাদেশ।
- পাবনা, বাংলাদেশ।
- কলকাতা, ভারত।
- শিলিগুড়ি, ভারত।
এবার ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি
শ্যামলী পরিবহন মোবাইল নাম্বার
শ্যামলী পরিবহন আমরা নিচে ব্লগ আকারে সব জেলার কাউন্টার নম্বর দেখাচ্ছি। আমরা এই পোস্টটি প্রকাশ করেছি যাতে আপনি আপনার প্রয়োজনীয় কাউন্টারে যোগাযোগ করে সহজেই পরিষেবাটি পেতে পারেন। নিচে দেওয়া কাউন্টার নম্বর থেকে শ্যামলী পরিবহনের টিকিটের মূল্য সহ সমস্ত বিবরণ সহজেই জানতে পারবেন।
আসাদ গেইট 01714-619173 |
কল্যাণপুর-1 02-8091161 |
কল্যাণপুর-2 02-8091162 |
কে পি বি আর টি সি 02-8091183 |
সোহরাব পাম্প 02-8091177 |
টেকনিক্যাল 01865-068922 |
গাবতলি-03 01865-068925 |
গাবতলি এন এস 01865-068924 |
গাবতলি ভি আই পি 02-9002624 |
গাবতলি –05 02-9014359 |
গাবতলি –06 02-9014560 |
গাবতলি মাজার রোড 02-901110 |
পান্থাপথ 02-9112327 |
ফকিরাপুল 02-7193725 |
আরামবাগ –01 02-7192215 |
আরামবাগ-02 02-7193915 |
কমলাপুর 02-48316246 |
সায়দাবাদ-01 02-7541336 |
সায়দাবাদ-04 02-7541249 |
আব্দুল্লাহপুর 01865-068930 |
উত্তরা 02-7914336 |
নরদা 02-55050218 |
মালিবাগ 01865-068927 |
নারায়ণগঞ্জ-01 02-7642882 |
নারায়ণগঞ্জ-02 02-7647945 |
নারায়ণগঞ্জ-03 02-7647721 |
চট্রগ্রাম দামপারা বুকিং অফিস-01908899560 |
চট্রগ্রাম বিআরটিসি বুকিং অফিস ২ 01908899634 |
চট্রগ্রাম এ কে খান বুকিং অফিস (এসি)01908899563 |
চট্রগ্রাম এ কে খান – 3 বুকিং অফিস 01908899564 |
চট্রগ্রাম বিআরটিসি বুকিং অফিস 01908899565 |
কক্সবাজারের উর্মী অতিথি বুকিং অফিস 01908899567 |
কক্সবাজার সি পার্ক বুকিং অফিস 01908899568 |
কক্সবাজারের সুগন্ধা বুকিং অফিস 01908899569 |
কক্সবাজারের শওকত বুকিং অফিস 01908899570 |
কক্সবাজার টার্মিনাল বুকিং অফিসে ড 01908899571 |
বান্দরবান বুকিং অফিস 01908899572 |
রাঙামাটি বুকিং অফিস 01908899573 |
খাগড়াছড়ি বুকিং অফিস 01908899574 |
কাপ্তাই বুকিং অফিস 01908899575 |
ফটিকছড়ি বুকিং অফিস 01908899576 |
টেকনাফ বুকিং অফিস 01908899578 |
সিলেট কদমতলী বুকিং অফিস 01908899579 |
সিলেট হুমায়ূন চত্বর বুকিং অফিস 01908899580 |
সিলেট বাজার গেট বুকিং অফিস 01908899581 |
সিলেট উপশহর বুকিং অফিস 01908899582 |
সিলেট পাম্প বুকিং অফিস 01908899583 |
মৌলভীবাজার বুকিং অফিস 01908899584 |
সুনামগঞ্জ বুকিং অফিস 01908899585 |
চাতক বুকিং অফিস 01908899586 |
বিয়ানি বাজার বুকিং অফিস 01908899587 |
রাজশাহী বুকিং অফিস 01908899589 |
চ্যাপাই বুকিং অফিস 01908899590 |
কানসার্ট বুকিং অফিস 01908899591 |
রোহানপুর বুকিং অফিস 01908899592 |
নাটোর বুকিং অফিস 01908899593 |
পাবনা বুকিং অফিস 01908899594 |
বগুড়া বুকিং অফিস 01908899595 |
নওগাঁ বুকিং অফিস 01908899596 |
জয়পুরহাট বুকিং অফিস 01908899597 |
হিলি বুকিং অফিস 01908899598 |
আককেলপুর বুকিং অফিস 01908899601 |
বোনাপার বুকিং অফিস 01908899602 |
রংপুর বুকিং অফিস 01908899603 |
সাইদপুর বুকিং অফিস 01908899604 |
ফুলবাড়ি বুকিং অফিস 01908899605 |
দিনাজপুর বুকিং অফিস – 1 01908899606 |
দিনাজপুর বুকিং অফিস – ২ 01908899607 |
গাইবান্ধা বুকিং অফিস 01908899608 |
নীলফামারী বুকিং অফিস 01908899609 |
রানিশংকাইল বুকিং অফিস 01908899610 |
ঠাকুরগাঁও বুকিং অফিস 01908899612 |
পাঁচগর বুকিং অফিস 01908899613 |
তিতুলিয়া বুকিং অফিস 01908899614 |
বাংলাবান্ধা বুকিং অফিস 01908899615 |
কুড়িগ্রাম বুকিং অফিস 01908899616 |
নাগেশ্বরী বুকিং অফিস 01908899617 |
ভুরুঙ্গামারী বুকিং অফিস 01908899618 |
কুষ্টিয়া বুকিং অফিস 01908899619 |
মেহেরপুর বুকিং অফিস 01908899620 |
কাজীপুর বুকিং অফিস 01908899621 |
প্রাগপুর বুকিং অফিস 01908899623 |
গঙ্গী বুকিং অফিস 01908899624 |
ভেরামারা বুকিং অফিসে 01908899625 |
কর্নেলহাট বুকিং অফিস 01908899630 |
কোইমুলোধন বুকিং অফিস 01908899631 |
অলংকার বুকিং অফিস 01908899635 |
পাবনা অতিরিক্ত 01908899636 |
শ্যামলী পরিবহনের কাউন্টার নম্বর সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে, কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। আমরা শীঘ্রই আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব.