লেখক মোহাম্মদ রাসেল
সমুদ্র যেমন জোয়ার বাটা আসে
মানুষ জীবন এ ও এমন জোয়ার বাটা আসে.
সেটা কারো জীবন এ কাল হয়ে
আবার কারও জীবন এ সমুদ্র সৈকতে ঘুরে
যেমন আনন্দ উপভোগ করে তেমন.
কিন্তু তোমাকে বুজতে হবে
কোন সময় সমুদ্র সৈকতে.
ঘুরতে গেলে আনন্দ উপভোগ করা জায়
আবার কোন সময় সমুদ্র সৈকতে গেলে
কাদা মাটিতে মাখা মাখি করে
কষ্ট বুকে চাপা দিয়ে ফিরে আসতে হয়.
তোমাকে সেই সময় টা তে যেতে হবে?