সুবর্ণা-সৌদের একসঙ্গে পথচলার ১৪ বছর

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও পরিচালক বদরুল আনাম সৌদের একসঙ্গে পথচলার ১৪ বছর পূর্ণ হয়েছে। আজ ৭ জুলাই এই দম্পতির ১৪তম বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকীকে সুবর্ণা ও সৌদকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন শোবিজ তারকারা। সুবর্ণা মুস্তাফা তার ফেসবুকে সৌদের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী সৌদ। তোমাকে সবসময় ভালোবাসি।’

২০০৮ সালের ৭ জুলাই সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ সংসার জীবন শুরু করেন। বিশেষ দিনটিতে বদরুল আনাম সৌদ বলেন, ‘সবার ভালোবাসায় আমরা দুজনে ভালো আছি।

পরিচালক বদরুল আনাম সৌদের একসঙ্গে পথচলার ১৪ বছর পূর্ণ হয়েছে।

ঘুমের মধ্যে লালা ঝরে কেন? প্রতিকার কী?

এভাবেই ভালো থাকতে চাই আরও বহুবছর। শুধুই আশীর্বাদ চাই।’ সুবর্ণা মুস্তাফা বলেন, ‘সুন্দরভাবে ১৪ বছর ধরে পথ চলছি। জীবন অনেক সুন্দর।’ বদরুল আনাম সৌদের পরিচালনায় গহীন বালুচর সিনেমায়ও অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা।

 

Leave a Reply