সেই দিন গুলো কথা আজও আমার মনে পড়ে!

সেই দিন গুলো কথা আজও আমার মনে পড়ে!


 

সে দিন কেন দিয়েছিলে আমাকে মিথ্যা আশ্বাস!

তুমি আমার হবে না কোন দিন!

কেন বলেছিল সে দিন এই হাতটি ছারবে না কোন দিন!

 

কেন সে দিন মিথ্যে আশ্বাস দিয়ে আমার হৃদয় টা চূন্য বি চূন্য করে দিয়েছ!

তোমার জন্য ছেড়ে দিয়েছি আমার ছোট বেলা এক সাথে চলা সেই বন্ধুটির সাথে রাতে কাল বাটের সমানে বসে আড্ডা দেয়া!

 

যে ছেলে টি র্দীঘ ১৭ বছর পার করেছি এক সাথে!

দিনের পড়ে দিন রাতের পরে সেই কাল বাটের কথা গুলো কী ভাবে আমি ভুলি, তোমার জন্য আমাকে ভুলে যেতে হয় সেই দিন গুলো কথা!

 

আজ সেই মানুষ টি তুমি কোথায়!

তোমার দেয়া সেই দিনের কথা গুলো ভুলে গেলে কী তুমি, আজ তুমি আমাকে একা রেখে চলে গেলে,

আজ বড্ড মিছ করি তোমাকে জানি না আমার জন্য তোমার হৃদয়ে আর কোন দিন জায়গা হবে কী না,

কিন্তু তোমার জন্য আমার হৃদয়ে জায়গা টা সরা জীবনের জন্য খোলা রইলো,

 

লেখক মোহাম্মদ রাসেল

ছবিঃ ইন্টারনেট সংগ্রহ

Leave a Reply