ইউক্রেন: ভুল হিসেব-নিকেশ থেকে আরও বেপরোয়া হয়ে উঠতে পারেন পুতিন

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রথম সপ্তাহ শেষে দেখা যাচ্ছে, ভ্লাদিমির পুতিন যেমনটা ভেবেছিলেন অথব তার জেনারেলরা তাকে যেরকম ধারণা দিয়েছিলেন, তার চেয়েও অনেক শক্তভাবে পাল্টা লড়াই করতে শুরু করেছে ইউক্রেন। কিন্তু এই যুদ্ধে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কি হতে পারে, সেটা বলার মতো সময় এখনো আসেনি।

ভ্লাদিমির পুতিন হয়তো আশা করেছিলেন, রাশিয়ার সৈন্যদের আক্রমণের কয়েকদিনের মধ্যেই কিয়েভের পতন হবে। সেই সঙ্গে তিনি হয়তো এটাও ভেবেছিলেন, যে অঞ্চলকে (ইউক্রেন) ঐতিহাসিকভাবে রাশিয়ার অংশ বলে তিনি দাবি করেন, সেটাকে পুনরায় দখলে নেয়াকে মেনে নেবে দ্বিধাগ্রস্ত এবং বিভক্ত পশ্চিমা দেশগুলো।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের পতন

কিন্তু এর কোনটাই ঘটেনি।

ধারণার চেয়ে অনেক শক্ত বলে নিজেকে প্রমাণ করেছে ইউক্রেন। সেই সঙ্গে পশ্চিমা দেশগুলো যে প্রতিক্রিয়া দেখিয়েছে, বিশেষ করে জার্মানি তার ধারণার চেয়ে জোরালো প্রতিক্রিয়া দেখিয়েছে।

 

রাশিয়ার অর্থনীতি এর মধ্যেই বেশ কঠিন আঘাতের মুখোমুখি হয়েছে।

Leave a Reply