Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
এশিয়া কাপের ফাইনালে থাকছে বাংলাদেশও!

এশিয়া কাপের ফাইনালে থাকছে বাংলাদেশও!

এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী রোববার (১১ সেপ্টেম্বর)। এ দিন একে অপরের মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। তবে এশিয়া কাপে বাংলাদেশ বিদায় নিলেও ফাইনাল ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি মাসুদুর রহমান মুকুল। ছবি সংগৃহীত ছবি সংগৃহীত খেলার সময় ১ মিনিটে পড়ুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
আরও পড়ুন: পাকিস্তানে মসজিদে শির‌শ্ছেদের প্রশিক্ষণ!
প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছিলেন মাসুদুর রহমান মুকুল। সেটি ছিলো ক্রিকেট বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের দুটি ম্যাচে। তার দেয়া সিদ্ধান্তগুলো ছিল খুবই নিঁখুত। এবার দারুণ পারফর্ম করার পুরস্কারও পেয়েছেন তিনি। আরও পড়ুন: পাকিস্তান জুনিয়র লিগে দল পেলেন বাংলাদেশের আরিফুল ১৯৭৫ সালের এপ্রিলে জন্মগ্রহণ করেন মুকুল।

পাকিস্তানে মসজিদে শির‌শ্ছেদের প্রশিক্ষণ!

লিস্ট ‘এ’ ক্রিকেট দিয়ে ২০০৭ সালে আম্পায়ারিং শুরু করেন তিনি। ২০১৮ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো ম্যাচের দায়িত্ব পান তিনি। আম্পায়ারিং জীবনের আগে খেলার মাঠেও বিচরণ ছিল তার। ১২টি ফার্স্ট ক্লাসের পাশাপাশি ৩০টি লিস্ট ‘এ’ শ্রেণির ম্যাচ খেলেছেন মুকুল। ব্যাট হাতে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০১ ও লিস্ট ‘এ’তে ২২৫ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৫১ উইকেট।

 

Leave a Reply