গ্রামীণ ব্যাংকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাজীবীদের কর‌ণীয় শীর্ষক সেমিনার —————–

*এম জেড মাসুদঃ*
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর উদ্যোগে ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের সহ উর্ধ্বতন কর্মকর্তাদের যৌথ সমন্বয়ে গতকাল ২৪ শে ডিসেম্বর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাজীবীদের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন,বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক প্রফেসর ড. এ কে এম সাইফুল মজিদ।
প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর ড. আব্দুল আউয়াল বিশ্বাস, প্রকৌশলী মো. মনির উদ্দিন, হাসানুজ্জামান, গ্রামীণ ব্যাংকের এমডি মো. মোসলেহ উদ্দিন
অধ্যক্ষ মুজিবুল হায়দার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এড. রোজি, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজ্বী তারিকুল ইসলাম তরু, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ মাসুম জাহিদ মাসুদ, ঢাকা বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নুর ইসলাম, ঢাকা মহানগর (পশ্চিম) এর মহিলা বিষয়ক সম্পাদিকা নুরুন নাহার লতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে অধ্যাপক আ: লতিফ, আবুল হোসেন, মো. মফিজুল ইসলাম, শেখ মোকসেদুল ইসলাম নয়ন, কবির হোসেন, রাজিবুল ইসলাম, মোরসালিনা আক্তার, ডা: নাসির উদ্দীন, সৈয়দ মোশাররফ হোসেন পাপ্পু, কৃষিবিদ হাসান রুহি, মইনুল ইসলাম, মাহবুব জাকির, আফজাল চৌধুরী, মনজুর হক, সার্জেন্ট গিয়াস উদ্দিন এবং গ্রামীণ ব্যাংকের ডিএমডি গন নিজ নিজ মন্তব্য ও পেশাজীবীদের করণীয় শীর্ষক বক্তব্য রাখেন।বক্তারা সরকারের নানামুখী উন্নয়নমুখী কর্মকান্ড তুলে ধরেন। আগামী ৭ জানুয়ারি‌‌ ২৪ইং আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটের দিন সকালে দলমত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ ব্যক্তিদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহবান করেন। পরিশেষে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকলকে উন্নত জাতের সবজি বীজ প্রদান করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি সরকার মো. আবুল কালাম আজাদ।


বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কর্ত্ক প্রকাশিত -২০২৪ইং সালের ক্যালেন্ডার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম সাইফুল মজিদ।

One thought on “গ্রামীণ ব্যাংকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাজীবীদের কর‌ণীয় শীর্ষক সেমিনার —————–

Leave a Reply