Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
ডিপ্লোমা ইন ফার্মেসী টেকনোলজী

ডিপ্লোমা ইন ফার্মেসী টেকনোলজী

Diploma in Medical Technology বা চিকিৎসা প্রযুক্তি বিদ্যা (ফার্মেসী) হল এক ধরনের বিশেষায়িত মেডিকেল ডিপ্লোমা কোর্স।বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড এই কোর্সটির অনুমোদন দিয়ে থাকে।অনুমোদনের পরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (Bangladesh Technical Education Board) কোর্সটি পরিচালনা করে থাকে।বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান এবং সরাসরি তত্বাবধানে পরীক্ষা গ্রহন করা।

ভর্তির যোগ্যতা:

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড:প্রার্থীকে সর্বোচ্চ ৮ বছর আগে যে কোন বিভাগ ও বোর্ড থেকে এস.এস.সি/দাখিল/ভোকেশনাল/ উন্মুক্তসহ সম-মানের পরীক্ষায় নূন্যতম জি.পি.এ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

ফার্মাসিস্ট হতে হলে যেকোনো বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি ফার্মেসি কোর্স (বি ফার্ম) ডিগ্রি সম্পন্ন করতে হবে। এরপর এক বছর মেয়দি মার্স্টাস (এম ফার্ম) কোর্স করার সুযোগও রয়েছে। এ জন্য ফার্মেসি কোর্স চালু আছে এমন সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে।

প্রতিহিংসা নয়, ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই : জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু

দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি পড়ার সুযোগ রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম।

এ ছাড়া অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে ডিগ্রি নেওয়ার সুযোগ আছে।

ফার্মেসিতে বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি বি ফার্ম শেষে যেকোনো ওষুধ প্রস্তুত ও বিপণনকারী কোম্পানিতে এক মাসের ইন্টার্নি সম্পন্ন করতে হয়। এরপর বাচাই পরীক্ষায় যোগ্যতা প্রমাণ করতে পারলেই কাঙ্ক্ষিত চাকরি মিলবে।

আর ফার্মেসি ট্রেনিং কোর্স করতে চাইলে ৮ম/এসএসএস পাশ করলেই করা যাবে।এটা ৩ মাস মেয়াদী ট্রেনিং কোর্স।

Leave a Reply