ড. গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ এর অসাধারণ অনুপ্রেরণামূলক জীবনের গল্প। Gourango Chandra Debnath

HSC পরীক্ষায় ২(দুই) বার ফেল করার পর কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৯৯৯ সালে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেন ড. গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ

এই অসাধারণ মানুষটির জীবনের গল্প ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেশের লাখ লাখ শিক্ষার্থীর জিরো থেকে হিরো হওয়ার উ‌ৎসাহ প্রদান করে।

গল্প নাটক সিনেমা নয় বাস্তবে জিনিস সম্ভব করেছেন তিনি হয়েছেন গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ

পড়ালেখা কাকে বলে পড়ালেখা কাকে বলে না শুনলে বিশ্বাস করবেন না

না শুনলে মিস করবেন জীবনে অন্তত একবার হলেও এই গল্প আপনি শুনুন আপনার ছেলে মেয়েদের শুনান যা শুনলে আপনার চোখের জল আটকাতে পারবেন না ঝরে যাওয়া স্টুডেন্টদেরকে এই গল্প শুনান

আসিফ মহিউদ্দীন (Asif Mohiuddin) এর জীবনী | A-Z বিস্তারিত | Biography of Atheist Nastik Asif Mohiuddin

গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ। এসএসসিতে ৭৯৮ নম্বর পেয়ে পাশ করা ছেলেটি এইচএসসি পরীক্ষায় পরপর দুইবার ফেল করেন। অবশেষে ১৯৯৯ সালে তৃতীয়বারের মতো এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং কুমিল্লা শিক্ষাবোর্ড এ প্রথম স্থান অধিকার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। 😊 

এসএসসিতে সাইন্স থাকলেও এইচএসসিতে তিনি কমার্সের ছাত্র ছিলেন। পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি’তে ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন। এরপর উচ্চতর পড়ালেখার জন্য চলে যান লন্ডনে। সেখান থেকে পড়ালেখা শেষ করে বাংলাদেশে এসে থিতু হন। গত দু’বছর আগে তিনি পিএইচডি করেন।

গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ  জীবনের নানা চড়াই-উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত সফল হয়েছেন। কখনো হাল ছাড়েননি। 

 

আরজে কিবরিয়া স্টুডিও  একটি এফএম রেডিওতে প্রদানকৃত সাক্ষাৎকারে দেওয়া তার পুরো জীবনকাহিনী শুনলাম। বারবার চক্ষু ভিজে আসছিল। কি স্ট্রাগলটা না করেছেন তিনি! সত্যিই বিস্ময়কর জীবনকাহিনী তার। বর্তমানে তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে কর্মরত। 

জীবনটা আসলেই ফুলশয্যা নয়, কণ্টকাকীর্ণ। অনেক দুঃখ কষ্ট বেদনা সহ্য করেই বড় হতে হয়। কখনো হেরে গেলে চলে না। যারা সত্যিকারের লড়াকু তারা শত বিপদ-আপদ বালা-মুসিবত এলেও কখনো জীবনের কাছে হার মানে না, লক্ষপানে সে এগিয়ে যাবেই – তার অনন্য দৃষ্টান্ত গৌরাঙ্গ দাদা।

তার পুরো জীবনকাহিনী শুনতে চাইলে নিচের লিংকে ক্লিক করতে পারেন। অনেক কিছু শেখার আছে তার জীবনকাহিনী থেকে।

Biography of Lionel Messi, Wife, Height, Carrer

জীবন বদলে দেওয়া জীবনের গল্প।Interview Of Gourango Chandra Debnath।।RJ KEBRIA SHOW

Gourango-Chandra-Debnath-
Gourango-Chandra-Debnath-

প্রত্যেক শিক্ষার্থীর উচিত ভিডিওটা একবার হলেও দেখা।। gaurang sir motivational speech।।গৌরাঙ্গ স্যারের কষ্টের কথা 

 

ডক্টর গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ

অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড ডিপার্টমেন্ট হেড

ডিপার্টমেন্ট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ধন্যবাদ স্যার, ডক্টর গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ

আপনার অধ্যাবসায়, আপনার শ্রম, আপনার মেধা

স্যালুট স্যার, স্যালুট। আপনার এই ডেডিকেশন অন্যদের চলার পথের দিশা…

Interiew of #GourangaChandraDebnath. RJ Kebria. গৌরাঙ্গ জীবন কাহিনী

প্রত্যেক শিক্ষার্থীর উচিত ভিডিওটা একবার হলেও দেখা।। gaurang sir 

 

এইচএসসি পরীক্ষায় ২(দুই) বার ফেল করার পর কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৯৯৯ সালে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করা ড. #গৌরাঙ্গচন্দ্র_দেবনাথ এর অসাধারণ #অনুপ্রেরণামূলকজীবনেরগল্প

ড. গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ এর অসাধারণ অনুপ্রেরণামূলক জীবনের গল্প।

Motivation | গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ এর জীবনী | এই ভিডিওটি আপনার জীবন বদলানোর ক্ষমতা রাখে!!!❤️❤️❤️

একটি ফলাফল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীর হাতে ‘পদার্থ বিচিত্রা’ বইটি তুলে দিচ্ছেন ড. গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ স্যার।

0 thoughts on “ড. গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ এর অসাধারণ অনুপ্রেরণামূলক জীবনের গল্প। Gourango Chandra Debnath

Leave a Reply