Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
দুই স্বামী নিয়ে এক ঘরে তরুণীর বসবাস

দুই স্বামী নিয়ে এক ঘরে তরুণীর বসবাস

এক স্ত্রী, দুই স্বামী নিয়ে এক ছাদের নিচে থাকেন। এটা সিনেমার কোনো গল্প নয়। এমন ঘটনা ঘটেছে ঢাকার ধামরাই উপজেলায়। এ ঘটনায় গণপিটুনির পর এক স্বামী পালিয়ে গেলেও আরেক স্বামী স্ত্রীসহ আছেন পুলিশ হেফাজতে। জানা যায়, উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নে এক তরুণী (১৯) গোপনে দুই ব্যক্তিকে বিয়ে করেন। রাত্রী যাপনও করেন একইসঙ্গে।

এলাকাবাসী বেশ কয়েক দিন ধরে গোপনে নজর রাখেন ওই তরুণীর ওপর। পরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসী দুই স্বামীসহ ওই তরুণীকে একটি রুমে আটক করেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণপিটুনিও দেন। এক পর্যায়ে রেজাউল করিম রাজা নামের এক স্বামী কৌশলে পালিয়ে যান। পরে এলাকাবাসী অপর স্বামী রনি মিয়াসহ ওই তরুণীকে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় এক ব্যক্তি বলেন, এলাকাবাসী আটকের পর ওই তরুণী দুজনকেই তার স্বামী দাবি করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

মঙ্গলগ্রহের জল নিয়ে এতদিনের সব ধারনা ভেঙে দিলেন ২ বিজ্ঞানী

ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান মফিজ বলেন, এক বধূর দুই স্বামী এমন কথা স্থানীয়রা বলছেন। এলাকাবাসী এক তরুণ ও এক তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply